Type Here to Get Search Results !

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023| Madhyamik Life Science Suggestion 2023

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023| Madhyamik Life Science Suggestion 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023| Madhyamik Life Science Suggestion 2023  

Madhyamik Life Science Suggestion 2023| মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 প্রশ্ন উত্তর। মাধ্যমিক  জীবন বিজ্ঞান সাজেশন -MCQ, সংক্ষিপ্ত, এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি।

Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 : Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক  জীবন বিজ্ঞান সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Life Science Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

 Read More: Suggestion 2024 

 Read More: Suggestion 2023 

আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Life Science Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Life Science Suggestion 2022 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Life Science 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

মাধ্যমিক জীবন বিজ্ঞান 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 – Madhyamik Life Science Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023| Madhyamik Life Science Suggestion 2023

 [মাধ্যমিক জীবন বিজ্ঞানবিভাগ—'ক' (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক) 

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :  ১×১৫=১৫

১.১ লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি হল(ক) কেমোন্যাস্টি, (খ) সিসমোন্যাস্টি, (গ) ফোটোট্রপিজম, (ঘ) ফোটোট্যাকটিক চলন।

১.২ ভয় পেলে মানুষের কোন্ হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? – (ক) GH, (খ) GTH. (গ) থাইরক্সিন, (ঘ) অ্যাড্রিনালিন

১.৩ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল – (ক) সুষুম্নাশীর্ষক, (খ) থ্যালামাস, (গ) লঘুমস্তিষ্ক, (ঘ) গুরুমস্তিষ্ক।

১.৪ তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতত্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়(ক) অ্যামাইটোসিস, (খ) প্রথম মিয়োটিক বিভাজন, (গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন, (ঘ) মাইটোসিস।

১.৫ দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নীচের কোন পদ্ধতির সাহায্য নেবে? (ক) যৌন জনন, (খ) খণ্ডীভবন, (গ) পুনরুৎপাদন, (ঘ) মাইক্রোপ্রোপাগেশন

১.৬ মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হল(ক) শৈশব, (খ) বয়ঃসন্ধি, (গ) বার্ধক্য, (ঘ) সদ্যোজাত।

১.৭ প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?(ক) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, (খ) গ্রেগর জোহান মেন্ডেল, (গ) চার্লস ডারউইন, (ঘ) স্ট্যানলি মিলার।

১.৮ Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় ? – (ক) 2, (খ) 3, (গ) 1, (ঘ) 4।

১.৯ পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? – (ক) 100%, (খ) 25%, (গ) 75%, (ঘ) 50%।

১.১০ ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? – (ক) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → ইকুয়াস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস। মেসোহিপ্পাস, (খ) ইকুয়াস → ইওহিপ্পাস → ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইওহিপ্পাস, (গ) মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → প্লায়োহিপ্পাস, (ঘ) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস

১.১১ প্রদত্ত কোন্‌টি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? – (ক) উৎপত্তিগতভাবে ভিন্ন, (খ) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, (গ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, (ঘ) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

১.১২ উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল – (ক) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে, (খ) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, (গ) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে, (ঘ) এদের কুঁজে জল সঞ্চিত থাকে।

১.১৩ নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল – (ক) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন, (খ) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন, (গ) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন, (ঘ) নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন।

১.১৪ সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল – (ক) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ, (খ) আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল, (গ) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, (ঘ) সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চল।

১.১৫ সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল – (ক) বিশ্ব উয়ায়ন ও জলবায়ুর পরিবর্তন, (খ) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ (গ) অতিব্যবহার, (ঘ) দূষণ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023| Madhyamik Life Science Suggestion 2023

 [মাধ্যমিক জীবন বিজ্ঞানবিভাগ—'খ' (অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন) 

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : ১×২১ = ২১

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে-কোনো পাঁচটি) ১×৫

২.১___-হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

২.২ পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল____

২.৩ একই জিনের বিভিন্ন রূপকে___বলে।

২.৪ জীবের পপুলেশনে____থাকলে তবেই অভিব্যক্তি ঘটে।

২.৫ জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয়____

২.৬ জলাশয়ে পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে____বলে।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে-কোনো পাঁচটি) ১×৫

২.৭ স্নায়ুকোশের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র‍্যানভিয়ারের পর্ব গঠন করে।

২.৮ প্রাণীকোশের কোশ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতত্ত্ব গঠিত হয়।

২.৯ T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়।

২.১০ জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।

২.১১ SO2, ও NH3, হল দুটি গ্রিন হাউস গ্যাস।

২.১২ ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে-কোনো পাঁচটি) ১×৫


A-স্তম্ভ

 B-স্তম্ভে 

২.১৩ দ্বিনেত্র দৃষ্টি

(ক) একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম

২.১৪ মাইক্রোটিউবিউল

(খ) ব্রংকাইটিস

২.১৫ অসম্পূর্ণ প্রকটতা

(গ) পরাগ বাহকের প্রয়োজন হয়

২.১৬ আন্তঃপ্রজাতি সংগ্রাম

(ঘ) দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়

২.১৭ বায়ুদূষণ

(ঙ) পরাগরেণুর অপচয় খুব কম হয়

২.১৮ ইতর পরাগযোগ

(চ) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে

 

1:2:1

* কটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছটি) ১×৬

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো : ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ।

২.২০ মায়োপিয়ার ক্ষেত্রে কোন্ ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়?

২.২১ নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : পাথরকুচি : পত্রজ মূল : : কচুরিপানা :___ 

২.২২ স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

২.২৩ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী?

২.২৪ পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে-কোনো একটি ভূমিকা লেখো।

২.২৫. প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে লেখো : অভয়ারণ্য, ইন-সিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ।

২.২৬ একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

Madhyamik Life Science Suggestion 2023। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

 [মাধ্যমিক জীবন বিজ্ঞানবিভাগ—'গ' (সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন) 

৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো : ২×১২=২৪

৩.১ হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লেখো।

৩.২ সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো।

৩.৩ মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হার-এর উপর থাইরক্সিন হরমোন কী প্রভাব ফেলে?

৩.৪ প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে – দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও।

৩.৫ কোশচক্রের দশাগুলি একটি সারণি বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও।

৩.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো : (ক) ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, (খ) উৎপন্ন অপত্য কোশের সংখ্যা।

৩.৭ একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।

৩.৮ মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

৩.৯ মটর গাছের ওপর কাণ্ডের দৈর্ঘ্য ও বীজের আকার-এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F, জনুতে নয়টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। এদের কী কী জিনোটাইপ থাকতে পারে?

৩.১০ মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও।

৩.১১ নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

৩.১২ সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে লেখো।

৩.১৩ বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখো।

৩.১৪ “মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে।”— দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো।

৩.১৫ “বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।”— দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

৩.১৬ মানুষের ফুসফুসের ক্যানসারের একটি কারণ ও একটি উপসর্গ লেখো।

৩.১৭ গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো।

 [মাধ্যমিক জীবন বিজ্ঞানবিভাগ—'ঘ' (দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন) 

৪। নীচের ৬টি প্রশ্ন বা তা’র বিকল্প প্রশ্নের উত্তর লেখো : ৫×৬=৩০

৪.১ একটি আদর্শ নিউরোনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।— (ক) অ্যাক্সন, (খ) ডেনড্রন, (গ) মায়েলিন আবরণী, (ঘ) সোয়ান কোশ।  ৩+২

অথবা, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (ক) ক্রোমাটিড, (খ) সেন্ট্রোমিয়ার, (গ) নিউক্লিয়ার অরগানাইজার, (ঘ) টেলোমিয়ার। ৩+২

৪.২ উদ্ভিদকোশ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্ভিদদেহে মাইটোসিস কোশ বিভাজন ঘটে এমন তিনটি দেহাংশের নাম লেখো। ২+৩

অথবা, অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো : (ক) জনিতৃ জীবের সংখ্যা, (খ) গ্যামেট উৎপাদন, (গ) অপত্য জনুর প্রকৃতি। উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। ৩+২

৪.৩ অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।

অথবা, থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন্ তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা কী? ৩+২

৪.৪ ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

অথবা, ‘হট ডাইলুট সুপ’ ও ‘কোয়াসারভেট’ কী? সুন্দরীগাছের লবণ সহনের তিনটি অভিযোজন উল্লেখ করো। 3+2

৪.৫ বায়ুদূষকরূপে গ্রিন হাউস গ্যাসসমূহ ও SPM-এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও। ২+৩

অথবা, জীববৈচিত্র্যের তিনটি তাৎপর্য লেখো। মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও। ৩+২

৪.৬ নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

অথবা, মানুষের ওপর শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হল—খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো।

Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 : Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক  জীবন বিজ্ঞান সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Life Science Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

West Bengal Madhyamik Life Science Suggestion 2023 | WBBSE Class 10th Madhyamik Life Science Suggestion 2023

Madhyamik Life Science Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2023 Life Science Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik Life Science Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2023 Life Science Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2023 Model Question Paper Download.

West Bengal class 10th Life Science Board Exam 2023 details info

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2023 Exam Suggestion download for Life Science subject. West Bengal Madhyamik 2023 Examination will be started in February. Students who are currently studying in Class 10 will sit for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2023 Life Science question paper download.

West Bengal Board of Secondary Education (WBBSE) Life Science Exam 2023

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize the Madhyamik (10th) Board Examination 2023. Students who are currently studying in Class 10 standard, will have to sit for their first Board Exam Madhyamik 2023 Life Science exam.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.