Type Here to Get Search Results !

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023| Madhyamik Geography Suggestion 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023| Madhyamik Geography Suggestion 2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023| Madhyamik Geography Suggestion 2023

Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 

Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023, মাধ্যমিক  ভূগোল সাজেশন MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি

Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক  ভূগোল সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 খুঁজে চলেছেন, তারা অবশ্যই নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Geography 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

মাধ্যমিক ভূগোল 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 – Madhyamik Geography Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার ভূগোল নমুনা প্রশ্নপত্র 2023

Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-ক" 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×১৪ = ১৪

১.১ নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় – (ক) আরোহণ প্রক্রিয়ায়, (খ) অবরোহণ প্রক্রিয়ায়, (গ) অবঘর্ষ প্রক্রিয়ায়, (ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়।

১.২ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় – (ক) নিলনদের মোহানায়, (খ) সিন্ধু নদের মোহানায়, (গ) হোয়াং হো নদীর মোহানায়, (ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়

১.৩ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় – (ক) 32%, (খ) 33%, (গ) 34%, (ঘ) 38%।

১.৪ ঋতু পরিবর্তন দেখা যায় না – (ক) ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে, (খ) নিরক্ষীয় জলবায়ুতে, (গ) উম্ন মরু জলবায়ুতে, (ঘ) চিনদেশীয় জলবায়ুতে।

১.৫ পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় – (ক) 61%, (খ) 81%, (গ) 71%, (ঘ) 91%।

১.৬ জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় – (ক) দু'ঘণ্টা, (খ) ছয় ঘণ্টা, (গ) চার ঘণ্টা, (ঘ) আট ঘণ্টা।

১.৭ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল – (ক) সবজির খোসা, (খ) ইনজেক্শন সিরিঞ্জ, (গ) খাবারের প্যাকেট, (ঘ) সাবান ধোয়া জল।

১.৮ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল – (ক) সিকিম, (খ) ত্রিপুরা, (গ) গোয়া, (ঘ) মিজোরাম।

১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে – (ক) খাদার, (খ) ভাবর, (গ) ভাঙ্গর, (ঘ) বেট।

১.১০ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল – (ক) কূপ ও নলকূপ, (খ) জলাশয়, (গ) খাল, (ঘ) ফোয়ারা।

১.১১ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল(ক) কেরল, (খ) বিহার, (গ) পশ্চিমবঙ্গ, (ঘ) উত্তরপ্রদেশ।

১.১২ চন্দন গাছ জন্মায় – (ক) চিরহরিৎ অরণ্যে, (খ) সরলবর্গীয় অরণ্যে, (গ) পর্ণমোচী অরণ্যে, (ঘ) ম্যানগ্রোভ অরণ্যে।

১.১৩ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে – (ক) সালেমে, (খ) জামশেদপুরে, (গ) দুর্গাপুরে, (ঘ) ভিলাইয়ে।

১.১৪ ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়(ক) 1567 খ্রিস্টাব্দে, (খ) 1767 খ্রিস্টাব্দে, (গ) 1667 খ্রিস্টাব্দে, (ঘ) 1867 খ্রিস্টাব্দে।

 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-খ" 

২। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : ১×৬=৬

২.১ বাক্যটি ‘সত্য’ হলে 'ঠিক' এবং 'অসত্য’ হলে ‘ভুল’ লেখো :
২.১.১ উষু মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান।
২.১.২ হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়।
২.১.৩ লা-নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।
২.১.৪ শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোতও বলা হয়।
২.১.৫ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়।
২.১.৬ তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য।

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.২.১ এস্কার হিমবাহের____কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।
২.২.২ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময়___ত্যাগ করে।
২.২.৩ গম উৎপাদনে ভারতের____রাজ্য প্রথম স্থান অধিকার করে।
২.২.৪ ____-কে ভারতের ‘কমলালেবুর শহর' বলে।
২.২.৫ দূর সংবেদন ব্যবস্থায়____-এর ব্যবহার সবচেয়ে বেশি।
২.২.৬ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা____অবস্থিত।

২.৩ বামদিকের সঙ্গে ডানদিক মেলাও :

বামদিক
ডানদিক
২.৩.১ মরূদ্যান
১. কৃষ্ণমৃত্তিকা
২.৩.২ কেন্দ্রীয় কৃষি গবেষণাগার
২. জলজ প্রাণীর মৃত্যু
২.৩.৩ ইউট্রোফিকেশন
৩. পুসা
২.৩.৪ মহারাষ্ট্র
৪. মরু বসতি অঞ্চল
২.৩.৫ নদীর সমভূমি প্রবাহ
৫. টর্নেডো
২.৩.৬ ক্রান্তীয় ঘূর্ণবাত
৬. প্লাবনভূমি


২.৪ দু-এক কথায় উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১×৪ = ৪
২.৪.১ আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখো। 
অথবা, বায়ুচাপ মাপার একক কী?
২.৪.২ ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 
অথবা, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?
২.৪.৩ প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
অথবা, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
২.৪.৪ পশ্চিমবঙ্গে প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? 
অথবা, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।


 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-গ" 

৩। নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ×=

৩.১ ‘বৈপরীত্য উন্নতা’ কাকে বলে? 
অথবা, দক্ষিণ গোলার্ধের দুটি উয় মরুভূমির নাম লেখো।
৩.২ হিমপ্রাচীর কাকে বলে? 
অথবা, ধারণ অববাহিকা কী?
৩.৩ তরল বর্জ্য বলতে কী বোঝো? 
অথবা, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
৩.৪ কৃষিকাজ বলতে কী বোঝো? 
অথবা, অনুসারী শিল্প কী?
৩.৫ ‘দুন’ বলতে কী বোঝো? 
অথবা, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?
৩.৬ উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। 
অথবা, ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।


 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-ঘ" 

৪। সংক্ষেপে ব্যাখ্যা করো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৩×৪ = ১২

৪.১ রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। 
অথবা, মৌসুমি বায়ুর ওপর জেটবায়ুর প্রভাব ব্যাখ্যা করো।
৪.২ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 
অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো।
৪.৩ ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 
অথবা, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য করো।
৪.৪ উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 
অথবা, ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী?

 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-ঙ" 

৫। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  ৫×২=১০

৫.১ হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.২ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
৫.৩ চিত্রসহ যে কোনো দুটি চাপবলয়ের উৎপত্তির কারণ আলোচনা করো।
৫.৪ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৬। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  ৫×২=১০

৬.১ ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো।
৬.২ ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো।
৬.৩ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো।
৬.৪ ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো।


 [মাধ্যমিক ভূগোল সাজেশন] "বিভাগ-চ" 

৭। ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করো:  ১০×=১০
৭.১ পূর্বঘাট পর্বতমালা, ৭.২ লোকটাক হ্রদ, ৭.৩ একটি খরাপ্রবণ অঞ্চল, ৭.৪ একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ৭.৫ একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ৭.৬ ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, ৭.৭ দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, ৭.৮ দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর, ৭.৯ মার্মাগাঁও বন্দর, ৭.১০ গোদাবরী নদী।

Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023


Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 : Madhyamik Geography Suggestion 2023 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 প্রশ্ন উত্তর দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক  ভূগোল সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

West Bengal Madhyamik Geography Suggestion 2023 | WBBSE Class 10th Madhyamik Geography Suggestion 2023

Madhyamik Geography Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2022 Geography Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik Geography Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2023 Geography Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2023 Model Question Paper Download.

West Bengal Class 10th Geography Board Exam 2023 details info

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2023 Exam Suggestion download for Geography subject. West Bengal Madhyamik 2023 Examination will be started in February. Students who are currently studying in Class 10th will seat for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2023 Geography question paper download.

West Bengal Board of Secondary Education (WBBSE) Geography Exam 2023

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize Madhyamik (10th) Board Examination 2023. Students who are currently studying in Class 10 standard, will have to seat for their first Board Exam Madhyamik 2023 Geography exam.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.