Type Here to Get Search Results !

সিপাহী বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ| Sepoy Mutiny| Mcq Questions| History Questions.

সিপাহী বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ| Sepoy Mutiny| Mcq Questions| History Questions.

সিপাহী বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ| Sepoy Mutiny| Mcq Questions| History Questions.

সিপাহী বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ। Most Important GK in History, History Questions. Like WBCS, PSC, SSC, RRB NTPC,UPSC,NDA, WBP,constable, postal, etc exam.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো 'সিপাহি বিদ্রোহ"কে নিয়ে 62 Mcq। আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব  করবেন ধন্যবাদ।

Today Gk website for GK, GK in History, History MCQ for UPSC, Gk For Wbcs Preliminary Exam, History Questions, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most Important GK in History, History Questions(Like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exam.

সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ|History Questions| Sepoy Mutiny.

লর্ড ক্যানিং এর আমলে ১৮৫৭ সালে ভারতে সিপাহি বিদ্রোহ হয়। এই সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের ইতিহাসের জলবিভাজিকা বলা হয়। বিভিন্ন ঐতিহাসিক এই বিদ্রোহের কারন হিসাবে সিপাহীদের অসন্তোষকে দেখায়। কিন্তু কেবলমাত্র সিপাহীদের অসন্তোষের কারনে এই মহাবিদ্রোহ হয় নাই৷ এক শতাব্দী ধরে ইংরেজরা ধীরে ধীরে অজগরের মতাে ভারতের বিভিন্ন অঞ্চল গ্রাস করতে থাকে ও ভারতবাসীর স্বাধীনতা গ্রাস করতে থাকে। এর ফলে ভারতীয় রাজন্যকুল এবং প্রজাসাধারনের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করে। এছাড়া লর্ড ডালহৌসীর স্বত্ববিলােপনীতির দ্বারা দেশীয় রাজাদের রাজ্যগ্রাস এবং ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ, নানাসাহেব প্রভৃতি রাজাদের ভাতা লােপ ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ায়৷ অসন্তোষের এই বারুদস্তুপে অগ্নিসংযােগ করে এনফিল্ড রাইফেল নামক উন্নত রাইফেলের ব্যবহার। 

সিপাহী বিদ্রোহের প্রাক্কালে, ভারতীয় সিপাহিদের মধ্যে গুজব রটে যে, ভারতে ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য আমদানি করা  এনফিল্ড রাইফেলের টোটায় গরু ও শুকরের চর্বি মাখানাে আছে। এই টোটার আবরণ দাঁতে কেটে বন্দুকে ভরতে হত৷ হিন্দু ধর্মানুসারে গােমাংস ভক্ষন এবং ইসলামের বিধি অনুযায়ী শূকরের মাংস দাঁতে কাটা ধর্মবিরুদ্ধ৷ হিন্দু ও মুসলিম সৈন্যদের ধর্মভ্রষ্ট করার অভিপ্রায়ে ওই বিশেষ প্রকারের টোটা আমদানি করা হয়েছে এই গুজবের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত বিক্ষোভের বারুদে অগ্নিশলাকা নিক্ষেপ করে এবং সিপাহী বিদ্রোহের সূচনা হয়।

সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত কারনসমূহ|Sepoy Mutiny| GK in History|History Questions.

ক) রাজনৈতিক কারন:

  • লর্ড ডালহৌসীর স্বত্ববিলােপ নীতি ছিল মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারন।
  • এই সময় ব্রিটিশরা দেশীয় রাজাদের প্রতি অপমানজনক ব্যবহার করতে থাকে।
  • দিল্লীর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাঁর রাজপ্রাসাদ থেকে বের দেয় ইংরেজরা।
  • ব্রিটিশরা নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে।
  • মারাঠা পেশােয়া নানাসাহেবের পেশােয়া পদের আবলুপ্তি ঘটায় ব্রিটিশ সরকার।


খ) সিপাহী বিদ্রোহের সামাজিক কারন:

  • ব্রিটিশ শাসকদের ভারতীয়দের প্রতি ঘৃনা ও অবজ্ঞা এই বিদ্রোহের অন্যতম সামাজিক কারন।
  • বহুদিন থেকে সরকারী চাকুরীতে বিভিন্নভাবে ভারতীয়দেরকে বঞ্চিত করা হত৷
  • ইংরেজ কর্মচারীদের ভারতীয়দের উপর অত্যাচার ও ব্যাভিচার।


গ) সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারন:

  • ভারতীয় সম্পদের লুণ্ঠন এবং ভারতীয়দেরকে অত্যাধিক শােষন। 
  • এই সময় ভারতীয় কুঠির শিল্পগুলিকে ব্রিটিশরা ধ্বংসের পথে ঠেলে দেওয়ার আপ্রান চেষ্টা চালায়।
  • গরীব ভারতীয়দের থেকে চড়া হারে রাজস্ব আদায় এবং বিনাআদায়ে অমানুষিক অত্যাচার।


ঘ) সিপাহী বিদ্রোহের সামরিক কারন:

  • ভারতীয়দের প্রতি ব্রিটিশ সামরিক কর্তাদের অভদ্র আচরন।
  • ভারতীয় সেনাদেরকে সুমদ্রযাত্রায় (কালাপানি যাত্রা) বাধ্য করা।
  • ইংরেজ ও ভারতীয় সিপাহীদের মধ্যে বেতন ও অন্যান্য সুযােগ সুবিধার মাত্রাতিরিক্ত তারতম্য।


সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ|GK in History|Sepoy Mutiny.

সিপাহীবিদ্রোহ শুরু হওয়ার ঠিক তিনমাস ভারতের সব সেনাছাউনীতে থমথমে পরিবেশ বর্তমান ছিল। তবে বহরমপুর সেনাছাউনিতে এই সময় কিছুটা উত্তেজনা প্রথম লক্ষ্য করা যায়৷ অবশেষে ২৯ মার্চ ব্যারাকপুরের ৩৪ নং রেজিমেন্টের মঙ্গল পান্ডে নামক এক ব্রাহ্মন সেনা একজন শেতাঙ্গ কর্মচারীকে হত্যা করলে তাঁর ও তাঁর সমর্থক জমাদার ঈস্বরী পান্ডের প্রানদন্ড হয় এবং বাহিনীটিকে ভেঙে দেওয়া হয়। কর্মহীন হয়ে যাওয়া সিপাহীরা বিদ্রোহের আগুন ছড়াতে শুরু করলে খুব তাড়াতাড়ি তা ভারতের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। আধুনিক ইতিহাসচর্চায় এই দাবি নস্যাৎ হয়ে গেছে। কারন এই ব্যারাকপুরের বিদ্রোহ ছিল তাৎক্ষনিক স্বল্প সময়ের মধ্যে সেখানেই শেষ হয়ে যায় এবং তা অন্যত্র কোথাও ছড়িয়ে পড়েনি।


১০ মে মীরাটের সেনানিবাসেই মহাবিদ্রোহের প্রকৃত সুচনা হয় এবং বিদ্রোহ প্রথম প্রকাশ্যে প্রচন্ড রূপ ধারন করে মীরাটে। সেখানে সিপাহীরা ইংরেজ সেনাধ্যক্ষকে হত্যা করে এবং জেলখানা ভেঙে সহকর্মীদের মুক্ত করে। তারপর তারা দিল্লীতে প্রবেশ করে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে ঘােষনা করে। দিল্লিতে বিদ্রোহীরা ইউরােপীয়ানদেরকে নারী-পুরুষ নির্বিচারে হত্যা করতে থাকে। অযােধ্যার জমিদারিচ্যুত তালুকদারগন বিদ্রোহে যােগদান করলে কৃষকগনও বিদ্রোহে অংশগ্রহন করে। 

উত্তরপ্রদেশের কানপুরে রাজ্যচ্যুত পেশােয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানাসাহেব ও তাঁতিয়া টোপী ইংরেজ নাগরিকদেরকে একটানা ২০ অবরূদ্ধ করে রাখেন এবং পরে তাদেরকে নির্বিচারে হত্যা করেন। পরে তাঁতিয়া টোপী মধ্য ভারতের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর সাথে মিলত হয়ে ইংরেজদের অনুগত সিন্ধিয়ার হাত থেকে গােয়ালিওর দূর্গটি কেড়ে নেন। কিন্তু শীঘ্রই ইংরেজরা গােয়ালিওর দূর্গটি দখল করতে এলে রানী লক্ষ্মীবাঈ পুরুষ অশ্বারােহী সৈনিক বেশে অলৌকিক বীরত্বের সাথে ইংরেজবাহিনীর সাথে যুদ্ধ করে সম্মুখ সমরে প্রান দেন৷ তাঁতিয়া টোপী রাজপুতনায় পালিয়ে যান। পরে এক বিশ্বাসঘাতক তাঁকে ধরিয়ে দিলে ইংরেজরা তাঁর ফাঁসি দেন। নানাসাহেব এইসময় নেপালের জঙ্গলে পালিয়ে যান এবং পরে তাঁকে আর দেখা যায়নি। দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজ সরকার রেঙ্গুনে নির্বাসিত করেন এবং সেখানে তাঁর মৃত্যু হয়।


সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত Mcq Question|GK in History| Sepoy Mutiny|History Questions.


১) সিপাহি বিদ্রোহ কবে প্রথম শুরু হয়?

Ans:- ১৮৫৭ সালে ১৯ মার্চ


২) সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?

Ans:- ব্যারাকপুরে (ব্যারাকপুর দেওয়া না থাকলে মীরাট হবে ১৮৫৭ সালের ১০ মে)।


৩) সিপাহি বিদ্রোহ মুলত প্রথম কোথায় শুরু হয়?

Ans:- বহরমপুরে


৪) সিপাহি বিদ্রোহের নাভিকেন্দ্র কাকে বলা হয়?

Ans:- অযােধ্যা


৫) কে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করেন?

Ans:- মঙ্গল পান্ডে


৬) সিপাহি বিদ্রোহের বর্তমানে কী নামকরন করা হয়েছে?

Ans:- ন্যাশনাল আপরাইজিং


৭) সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?

Ans:- লর্ড ক্যানিং


৮) সিপাহী বিদ্রোহের পূর্বে কোন বড়লাট ভারত ত্যাগ করেছিলেন?

Ans:- লর্ড ডালহৌসি


৯) সিপাহি বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধান মন্ত্রী কে ছিলেন?

Ans:- পালমারস্টোন


১০) ১৮৫৬ সালের General Enlistmen Act" কে চালু করেন?

Ans:- লর্ড ডালহৌসি


১১) "General Enlistment Act" এর দ্বারা কী বাধ্যতামূলক করা হয়েছিল?

Ans:- ভারতীয়। সেনাবাহিনীদেরকে যেকোনাে জায়গায় যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক।


১২) সিপাহি বিদ্রোহে কোন ধরনের রাইফেল ব্যবহৃত হয়েছিল?

Ans:- এনফিল্ড


১৩) সিপাহি বিদ্রোহের সময় ইউরােপীয় বংশােদ্ভুত প্রায় কত শতাংশ সৈন্য ভারতে ব্রিটিশ শাসকদের সৈন্যবাহিনীতে ছিলেন?

Ans:- ২০ শতাংশ।


১৪) কোড অফ এডমিনিস্ট্রেশান কোন আন্দোলনের সময় গঠিত হয়?

Ans:- সিপাহী বিদ্রোহ


১৫) সিপাহি বিদ্রোহের সময় সিপাহীদের মধ্যে গােপন সংবাদের আদান প্রদান হতাে কিসের মাধ্যমে?

Ans:- চাপাটি এবং পদ্মের মাধ্যমে।


১৬) কোন পত্রিকা সিপাহী বিদ্রোহে সিপাহীদের সাফল্য কামনা করেছিল?

Ans:- শ্যাম সুন্দর সেন সম্পাদিত সমাচার সুধাবর্ষন।


১৭) মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারন কী ছিল?

Ans:- ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন। গরু ও শুকরের চর্বি মেশানাে কাতুজ দাঁতে কেটে ভরতে হত, ফলে হিন্দু ও মুসলমান সিপাহীদের ধর্মনাশের গুজব রটে যায়৷


১৮) মীরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

Ans:- ১৮৫৭ সালে ১০ মে


১৯) দিল্লীতে কবে মহাবিদ্রোহ হয়?

Ans:- ১৮৫৭ সালের ১১ মে।


২০) যােধপুর কী সিপাহি বিদ্রোহের দ্বারা প্রভাবিত হয়েছিল?

Ans:- না


২১) ঢাকায় সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থানটির নাম কী?

Ans:- বাহাদুর শাহ পার্ক


২২) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

Ans:- মঙ্গল পান্ডে


২৩) ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম কে বিদ্রোহ ঘােষনা করেন?

Ans:- মঙ্গল পান্ডে


২৪) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন?

Ans:- মঙ্গল পান্ডে


২৫) সিপাহি বিদ্রোহের প্রধান নেতার নাম কী ছিল?

Ans:- বাহাদুর শাহ জাফর (প্রতিকী)


২৬) ১৮৫৭ সালের মহাবিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন?

Ans:- বাহাদুর শাহ জাফর


২৭) দ্বিতীয় বাহাদুর শাহকে কে বন্দি করেন?

Ans:- হাডসন


২৮) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়?

Ans:- হুমায়ুনের কবর থেকে


২৯) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?

Ans:- রেঙ্গুনে


৩০) গােরক্ষপুরে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দেন?

Ans:- গজধর সিং


৩১) কানপুরে সিপাহি বিদ্রোহের নেতত্ব কে দেন?

Ans:- নানা সাহেব এবং তাঁর সেনাপতি তাঁতিয়া টোপি


৩২) ঝাঁসীতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- লক্ষ্মীবাঈ


৩৩) মথুরার মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans: - সেভি সিং ও কদম সিং


৩৪) ফৈজাবাদে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- মৌলবি আহমেদ


৩৫) মুরাদাবাদ মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- আব্দুল আলী খান


৩৬) এলাহাবাদ ও বেনারস মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- মৌলভী লিয়াকত আলি


৩৭) রােহিলাখন্ডে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- খান বাহাদুর খান


 ৩৮) ফারাক্কাবাদে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- তুফজন হাসটন খান


৩৯) হরিয়ানাতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- রাওতুলারাম


৪০) অসমে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- মনিরাম দেওয়ান, কান্দাপরেশ্বর সিং


৪১) ওড়িশায় মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- সুরেন্দ্র শাহী ও উজ্জ্বল শাহী


৪২) কুলুতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- রাজা প্রতাপ সিং


৪৩) মন্দাসর মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- ফিরােজ শাহ


৪৪) অযােধ্যায় সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- হজরত মহল


৪৫) দিল্লীতে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- বখত খান এবং দ্বিতীয় বাহাদুর শাহ


৪৬) বিহারে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- কুনওয়ার সিং, অমর সিং


৪৭) ১৮৫৭ সালের মহাবিদ্রোহে কে বাঘ নামে পরিচিত ছিলেন?

Ans:- কুনওয়ার সিং  


৪৮) রাজস্থানে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- জয়দয়াল সিং ও হরদয়াল সিং


৪৯) কুনওয়ার সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?

Ans:- সিপাহী বিদ্রোহের


৫০) পাটনাতে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?

Ans:- মৌলভী পীর আলী


৫১) সিপাহি বিদ্রোহের সময় আগ্রাতে ইংরেজদের গুপ্তচর বিভাগের প্রধান কে ছিলেন?

Ans:- উইলিয়াম মুইর


৫২) সিপাহি বিদ্রোহের পর নেপালে কোন নেতৃত্ব নেপালে আশ্রয় গ্রহন করেন?

Ans:- নানা সাহেব


৫৩) সিপাহী বিদ্রোহের কোন নেতাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘােষনা করেন ব্রিটিশ সরকার?

Ans:- আহমদুল্লা


৫৪) বিরাজিস কাদির কোথায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

Ans:- লখনৌ


৫৫) মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে কারা লড়াই করেছিলেন?

Ans:- গােয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জঙ্গ বাহাদুর, কাশ্মীর ও যােধপুরের রাজা, শিখ ও গােখা সৈন্য


৫৬) মহাবিদ্রোহে কারা অংশগ্রহন করেন নি?

Ans:- পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও জমিদারগন।


৫৭) সিপাহি বিদ্রোহে এন্ডফিল রাইফেলের আগে যে রাইফেল ছিল তার নাম কী?

Ans:- ব্রাউন বেস


৫৮) ডালহৌসির স্বত্ববিলােপ নীতির ফলে কোন বিদ্রোহের সূচনা হয়?

Ans:- সিপাহি বিদ্রোহ


৫৯) কত নম্বর এনফিল্ড রাইফেলের গুজব নিয়ে মহাবিদ্রোহ হয়?

Ans:- ৫৩ নম্বর।


৬০) সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা কবে দিল্লী দখল করেন?

Ans:- ১৮৫৭ খ্রীঃ ১১ মে


৬১) সিপাহি বিদ্রোহ কোথায় গন বিদ্রোহে পরিনত হয়?

Ans:- অযােধ্যা


৬২) সিপাহি বিদ্রোহ কবে শেষ হয়?

Ans:- ১৮৫৮ সালে জুন মাসে


Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো 'সিপাহি বিদ্রোহ"কে নিয়ে 62 Mcq। আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব  করবেন ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.