Type Here to Get Search Results !

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| Madhyamik History Suggestion 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| Madhyamik History Suggestion 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| Madhyamik History Suggestion 2023

Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 প্রশ্ন উত্তর।মাধ্যমিক  ইতিহাস সাজেশন - MCQ, সংক্ষিপ্ত, এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর।

Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক  ইতিহাস সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik History Examination2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023  

মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার ইতিহাস নমুনা প্রশ্নপত্র 2023

আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik History Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik History 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 Read More: Suggestion 2024 


 Read More: Suggestion 2023 

মাধ্যমিক ইতিহাস 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 – Madhyamik History Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| Madhyamik History Suggestion 2023 

 [মাধ্যমিক ইতিহাস সাজেশন] বিভাগ-'ক' 

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×২০ = ২০

১.১ কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে – (ক) ফোটোগ্রাফির ইতিহাসের, (খ) খেলাধুলার ইতিহাসের, (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের, (ঘ) পরিবেশের ইতিহাসের।

১.২ 'বঙ্গদর্শন'’ প্রথম প্রকাশিত হয় – (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে, (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে, (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।

১.৩ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল – (ক) রাজা রামমোহন রায়, (খ) কালীপ্রসন্ন সিংহ, (গ) ডেভিড হেয়ার, (ঘ) ড্রিংকওয়াটার বিটন (বেথুন)।

১.৪ ‘ব্রষ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন — (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর, (খ) রাধাকান্ত দেব, (গ) কেশবচন্দ্র সেন, (ঘ) শিবনাথ শাস্ত্রী।

১.৫ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন – (ক) শিবনাথ শাস্ত্রী, (খ) স্বামী বিবেকানন্দ, (গ) শ্রীরামকৃয়, (ঘ) রাজা রামমোহন রায়।

১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) হয়েছিল – (ক) উত্তরবঙ্গে, (খ) পূর্ববঙ্গে, (গ) ছোটোনাগপুরে, (ঘ) ভাগলপুরে।

১.৭ বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন – (ক) দুদু মিঞা, (খ) দিগম্বর বিশ্বাস, (গ) তিতুমির, (ঘ) বিরসা মুন্ডা।

১.৮ মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দ) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন- (ক) লর্ড ডালহৌসি, (খ) লর্ড ক্যানিং, (গ) লর্ড বেন্টিঙ্ক, (ঘ) লর্ড মাউন্টব্যাটেন।

১.৯ ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন(ক) কেশবচন্দ্র সেন, (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়, (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

১.১০ এখানে আলাদা গোত্রের উপাদানটি হল – (ক) ভারতমাতা, (খ) গোরা, (গ) আনন্দমঠ, (ঘ) বর্তমান ভারত।

১.১১ ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল – (ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে, (খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে, (গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে, (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে।

১.১২ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন – (ক) জগদীশচন্দ্র বসু, (খ) সত্যেন্দ্রনাথ বসু, (গ) চন্দ্রমুখী বসু, (ঘ) আনন্দমোহন বসু।

১.১৩ একা আন্দোলন ঘটেছিল – (ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পর্যায়ে, (খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, (ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে।

১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল – (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে, (খ) ১৯২০ খ্রিস্টাব্দে, (গ) ১৯২৭ খ্রিস্টাব্দে, (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে।

১.১৫ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল – (ক) রাওলাট সত্যাগ্রহে, (খ) অসহযোগ আন্দোলনে, (গ) বারদৌলি সত্যাগ্রহে, (ঘ) সাইমন কমিশন-বিরোধী আন্দোলনে।

১.১৬ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- (ক) বীণা দাস, (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়, (গ) কল্পনা দত্ত, (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন।

১.১৭ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন – (ক) ভগৎ সিংহ, (খ) বিনয় বসু, (গ) সূর্য সেন, (ঘ) রাসবিহারী বসু।

১.১৮ ‘দলিত’-এর বিকল্প হিসেবে ‘হরিজন' শব্দটি ব্যবহার করেছিলেন(ক) বি আর আম্বেদকর, (খ) মহাত্মা গান্ধি, (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল, (ঘ) ই ভি রামস্বামী নাইকার।

১.১৯ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে, (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে, (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে, (ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে।

১.২০ দেশীয় রাজ্য ছিল না- (ক) বোম্বে, (খ) ভোপাল, (গ) হায়দরাবাদ, (ঘ) জয়পুর।

Madhyamik History Suggestion 2023 

 [মাধ্যমিক ইতিহাস সাজেশন] বিভাগ-'খ' 

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) ১×১৬=১৬

উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী?

২.১.২ ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

২.১.৩ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কোন্ সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

২.১.৪ লীলা নাগ (রায়) কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন?

উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃয়।

২.২.২ মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।

২.২.৩ মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।

২.২.৪ মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী।

উপবিভাগ ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’স্তম্ভ ‘খ’ স্তম্ভ

২.৩.১ রামমোহন রায়

(১) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

২.৩.২ বি আর আম্বেদকর

(২) অ্যাংলো-হিন্দু কলেজ

২.৩.৩ বল্লভভাই প্যাটেল

(৩) দলিত আন্দোলন

২.৩.৪ রাধাকান্ত দেব

(৪) বারদৌলি আন্দোলন

উপবিভাগ ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:

২.৪.১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা।

২.৪.২ নীলবিদ্রোহের কেন্দ্র বারাসাত।

২.৪.৩ ১৮৫৭-এর বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর।

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দরাবাদ।

উপবিভাগ ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা ১: সতীদাহপ্রথা বন্ধ করার জন্য আবেদন হিসেবে।

ব্যাখ্যা ২: ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।

ব্যাখ্যা ৩: ভারতে সংস্কৃত শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।

২.৫.২ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন।

ব্যাখ্যা ১: পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।

ব্যাখ্যা ২: ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।

ব্যাখ্যা ৩: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।

২.৫.৩ বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১: বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা ২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩: জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

২.৫.৪ বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা ১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।

ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।

ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

 [মাধ্যমিক ইতিহাস সাজেশন] বিভাগ- 'গ' 

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)  ২×১১=২২

৩.১ আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?

৩.২ ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?

৩.৩ ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ কাদের বলা হত?

৩.৪ ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো।

৩.৫ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?

৩.৬ মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?

৩.৭  ‘সভাসমিতির যুগ’ বলতে কী বোঝায়?

৩.৮  গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?

৩.৯  ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?

৩.১০ শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.১১ বাবা রামচন্দ্র কে ছিলেন?

৩.১২ তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?

৩.১৩ বীণা দাস বিখ্যাত কেন?

৩.১৪ রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?

৩.১৫ স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় ?

৩.১৬ পোত্তি শ্রীরামালু কে ছিলেন?

 [মাধ্যমিক ইতিহাস সাজেশন] বিভাগ- 'ঘ' 

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৪×৬=২৪

উপবিভাগ 'ঘ'  ৪.১ পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ৪.২ নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

উপবিভাগ 'ঘ' । ৪.৩ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী? ৪.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

উপবিভাগ 'ঘ' । ৪.৫ বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ৪.৬ বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।

উপবিভাগ 'ঘ' । ৪. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। ৪.৮ দলিত-অধিকার বিষয়ে গান্ধি ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো।

 [মাধ্যমিক ইতিহাস সাজেশন] বিভাগ-'ঙ' 

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। ৩+৫

৫.২ মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ৩+৫

৫.৩ ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।৩+৫

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| Madhyamik History Suggestion 2023 

Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক  ইতিহাস সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik History Examination2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023  

West Bengal Madhyamik History Suggestion 2023 | WBBSE Class 10th Madhyamik History Suggestion 2023

Madhyamik History Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2022 History Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik History Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2023 History Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2023 Model Question Paper Download.

West Bengal Class 10th History Board Exam 2023 details info

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2023 Exam Suggestion download for History subject. West Bengal Madhyamik 2023 Examination will be started in February. Students who are currently studying in Class 10 will sit for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2023 History question paper download.

West Bengal Board of Secondary Education (WBBSE) History Exam 2023

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize the Madhyamik (10th) Board Examination 2023. Students who are currently studying in Class 10 standard, will have to sit for their first Board Exam Madhyamik 2023 History exam.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.