Type Here to Get Search Results !

GK in Bengali| Gk Bangla | All Exams Gk Bengali 2022

GK in Bengali| Gk Bangla | All Exams Gk | Bengali-2021
     GK in Bengali| Gk Bangla | All Exams Gk | Bengali-2021

GK in Bengali |Gk Bangla | All Exams Gk Bengali 2021

GK in Bengali, Gk Bangla, All Exams, (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam Gk. Bangla GK Diary is the best government exam preparation website in the Bengali language. Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK, History GK, Geography GK, Science GK, Polity GK, and Latest Notification.

নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK-All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে।

Today GK is India's best website for GK. GK in Bengali| Gk Bangla | All Exams Gk Bengali 2022 (Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার আপনার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন

GK in Bengali| Gk Bangla | All Exams Gk Bengali 2022Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2022-23. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডিস্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.

GK in Bengali | Gk Bangla| All Exams Gk Bengali 2021


1. স্যান্ডফ্লাই (Sandfly)-এর কামড়ে কোন রােগটি হয় ?

(A) ডেঙ্গি 

(B) কালাজ্বর

(C) ম্যালেরিয়া 

(D) চিকুনগুনিয়া

Ans:-(B) কালাজ্বর

2. প্রকৃতিতে গ্রীণ হাউস অবস্থা সৃষ্টিতে নিচের

কোন গ্যাসটি সর্বাধিক সক্রিয় ??

(A) কার্বনমনােক্সাইড 

(B)  কার্বন-ডাই-অক্সাইড 

(C) সালফার ডাই-অক্সাইড 

(D) অক্সিজেন

Ans:-(B)  কার্বন-ডাই-অক্সাইড 


3. পৃথিবীর নতুন সপ্ত আশ্চর্যের অন্যতম মাচু পিছু কোন দেশে অবস্থিত?

(A) ব্রাজিল 

(B) পেরু 

(C) মেক্সিকো 

(D) ইটালি

Ans:-(B) পেরু .

4. রিয়াং উপজাতির মানুষেরা কোন রাজ্যে বসবাস করেন?

(A) ত্রিপুরা 

(B) ঝাড়খন্ড

(C) ছত্তিশগড় 

(D) অরুণাচল প্রদেশ

Ans:-(A) ত্রিপুরা .


5. ‘গুড ফ্রাইডে’ উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ?

(A) যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন

(B) যিশু খ্রিস্টের জন্মদিন

(C) যিশু খ্রিস্টের সন্ন্যাস গ্রহণের দিন

(D) কোনােটিই নয়

Ans:-(A) যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন.


6. ‘পৃথিবীর গুদামঘর’ কোন দেশটিকে বলা হয় ?

(A) ভারত 

(B) মেক্সিকো 

(C) কিউবা 

(D) রাশিয়া

Ans:-(A) ভারত .

7. শান্তির সাগর বলতে কোনটিকে বােঝায় ?

(A) র্যে সমুদ্রে কোনাে ঢেউ নেই

(B) যে সাগরে জাহাজে ভ্রমণ সুখকর 

(C) বঙ্গোপসাগর 

(D) চাঁদের যেখানে মহাকাশচারীরা অবতরণ করেন

Ans:-(B) যে সাগরে জাহাজে ভ্রমণ সুখকর .


8. ‘সাইগন’ শহরটির নতুন নাম কী ?

(A) লেনিনগ্রাদ 

(B) হোচিমিন সিটি

(C) ইয়াঙ্গন 

(D) টিসসায়ানে

Ans:- (B) হোচিমিন সিটি

9. ফ্রেস্কো কী?

(A) একধরনের নৃত্যশৈলী

(B) জলরঙে আঁকা একধরনের চিত্রশৈলী

(C) একজন ইতালীয় কবি

(D) এক ধরনের খনিজ আকরিক

Ans:- (B) জলরঙে আঁকা একধরনের চিত্রশৈলী.


10. অজানা অচেনা বিবেকানন্দ’বইটির লেখক কে?

(A) সুচিত্রা ভট্টাচার্য 

(B) শঙ্করী প্রসাদ বসু

(C) বারিদবরণ ঘােষ 

(D) শঙ্কর

Ans:-(B) শঙ্করী প্রসাদ বসু.


11. ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটির রচয়িতা কে?

(A) মহাশ্বেতা দেবী 

(B) আশাপূর্ণা দেবী

(C) প্রতিভা বসু 

(D) সুনীল গঙ্গোপাধ্যায়

Ans:-(B) আশাপূর্ণা দেবী.

12. কোন বিশিষ্ট সমাজসেবী ‘বড়বাবু’ নামে বেশি পরিচিত ছিলেন ?

(A) সুধীন্দ্রকুমার রায় 

(B) শুভেন্দু চট্টোপাধ্যায়

(C) দিবাকান্ত রাউত 

(D) বিচারক সমরেশ বন্দ্যোপাধ্যায়

Ans:- (A) সুধীন্দ্রকুমার রায়. 


`13. লর্ড রিপণের রাজত্বকাল কোনটি

(A) 1880-84 

(B) 1885-1890

(C) 1872-76 

(D) 1899-1905

Ans:- A" 1880-84.

14. কোনাে বস্তুর উযতা 50°C বাড়লে ফারেনহাইট উষ্ণতায় কত হবে?

(A) 509 

(B) 90° 

(C) 1220 

(D) 820

Ans:-B" 90°.


15. তরল বায়ুকে বাষ্পীভূত করলে কোন গ্যাসটি আগে নির্গত হয় ?

A) অক্সিজেন 

(B) জলীয় বাষ্প

(C) নাইট্রোজেন 

(D) কার্বন-ডাই-অক্সাইড

Ans:- A" অক্সিজেন.

16. সিরাজ-উদ-দৌল্লা বাংলার সিংহাসনে কত সালে বসেন?

(A) ১৭৬৩ 

(B) ১৬৫০ 

(C) ১৭৪৩ 

(D) ১৭৫৬

Ans:- D" ১৭৫৬.


17. অতীতের কলিঙ্গ’ এখন কীনামে পরিচিত?

(A) কানপুর 

(B) কোঝিকোড়ে

(C) কর্ণাটক 

(D) ওড়িশা

Ans:-D" ওড়িশা.


18. ইউরিয়াতে নাইট্রোজেন কী আকারে উপস্থিত থাকে?

(A) অ্যামােনিয়ামের আকারে 

(B) নাইট্রেটের আকারে

(C)অ্যামাইডের আকারে 

(D)নাইট্রিটের আকারে

Ans:-C" অ্যামাইডের আকারে 

19. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?

(A) সম্বর হ্রদ 

(B) শিবালিক 

(C) মালনাদ 

(D) চিলিকা

Ans:-D" চিলিকা হ্রদ.


20. ‘শিলাদিত্য’ উপাধি কে নেন?

(A)হর্ষবর্ধন 

(B) অশােক 

(C)কণিষ্ক 

(D) শেরশাহ

Ans:-A" হর্ষবর্ধন.


21. হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ?

(A) তরলের আপেক্ষিক ঘনত্ব

(B)আপেক্ষিক আর্দ্রতা 

(C) জলের বিশুদ্ধতা

(D) বায়ুর মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ

Ans:-B" আপেক্ষিক আর্দ্রতা.


22. পূর্বঘাট পর্বতমালার অন্য নাম কী?

(A) সহ্যাদ্রি 

(B) মহেন্দ্রগিরি

(C) হিমাদ্রী 

(D) মলয়াদ্রি

Ans:- D" মলয়াদ্রি.


শ্রী শ্রী,শ্রীমান,শ্রীমতী,শ্রীযুক্ত,শ্রীমত্যা-এর মধ্যে পার্থক্য বা গুরুত্ব কী?

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like RailwaySSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC,  School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.