কোলকাতা জেলা সম্পর্কে MCQ || General Knowledge in Bengali| Kolkata district| Kolkata GK-Part-3
এক নজরে কোলকাতা জেলা সম্পর্কে MCQ |General Knowledge in Bengali, Kolkata,শ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে.....
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে General Knowledge খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে General Knowledge থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে General Knowledge in Bengali বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Today GK is India's best website for GK, General Knowledge in Bengali, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.
Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.
Kolkata MCQ| General Knowledge in Bengali| Kolkata GK-Part-3
1. কোলকাতার প্রথম আদালত কোনটি ?
Ans: মেয়র কোর্ট।
2.আকাশবানী ভবন’ নামকরণ কে করেছিলেন?
Ans: রবীন্দ্রনাথ।
3. কলকাতার বেতার কেন্দ্র কবে চালু হয়?
Ans: ১৯২৭ সালে।
4. কলকাতার দূরদর্শন কেন্দ্র কবে চালু হয়?
Ans: ১৯৭৫ সালের ৯ আগষ্ট।
5. কোলকাতার ইম্পিরিয়্যাল লাইব্রেরির বর্তমান নাম কি?
Ans : ন্যাশনাল লাইব্রেরী।
6. কোলকাতা কপোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
Ans : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৯২৪)।
7. সিরাজউদ্দৌল্লা কোলকাতার নাম পাল্টে কি রেখেছিলেন ?
Ans: আলিনগর।
8. কার নামানুসারে আলিনগর নামকরণ করেন?
Ans : তঁর মাতামহ আলিবর্দী খাঁর নামানুসারে।
9. কোলকাতা কবে থেকে কবে পর্যন্ত ভারতের রাজধানী ছিল ?
Ans : ১৭৭২ থেকে ১৯১১ সালের ৩১ মার্চ পর্যন্ত।
10. কোলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
Ans : ১৭৮০ সালে প্রকাশিত হিকির বেঙ্গল গেজেট।
11. কোলকাতার আলিপুর চিড়িয়াখানা কবে স্থাপিত হয়?
Ans: ১৮৮৫ সালের ১ জানুয়ারী।
12. কে কোলকাতা কপোরেশন প্রতিষ্ঠা করেন?
Ans : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
13. কোলকাতা কপোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন?
Ans: হাসানসুরবর্দি।
14. বর্তমানে কোলকাতা পৌরসভায় ক'টি ওয়ার্ড আছে?
Ans: ১৪৪টি।
15. রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়?
Ans: ১৭৮০ সালে।
16. কোলকাতার প্রথম পাকাবাড়ির মালিক কে?
Ans : লক্ষ্মীকান্ত মজুমদার।
17. কোলকাতার প্রাচীনতম সমাধি কোনটি ?
Ans: জব চার্নকের সমাধি।
18. কোলকাতার পুলিশ প্রধান কি নামে পরিচিত?
Ans: পুলিশ কমিশনার।
19. কোন দেশে বার্ষিক বহুপাক্ষিক মহড়া Desert Flag-VI অনুষ্ঠিত হলাে?
Ans: ইউনাইটেড আরব এমিরেটস।
20. ওড়িশা দিবস (উৎকল দিবস) কবে পালিত হলাে ?
Ans: 2 এপ্রিল।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –TodayGk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....