Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গের প্রথম মহিলার তালিকা | First Woman in West Bengal List

পশ্চিমবঙ্গের প্রথম মহিলার তালিকা |  First Woman in West Bengal List

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা |  First Woman in West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা |  First Woman in West Bengal, GK in Bengali| এগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।আর্মি, নেভি.....

Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নামের তালিকা। কে কোন ক্ষেত্রে প্রথম ছিলেন তা এই তালিকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার

First woman mechanical engineer in West Bengal| Who was the first woman graduate of West Bengal| Who was the first graduate of West Bengal| First female graduate of Calcutta University| Who were the first two female graduates of Calcutta University| পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে| First female graduate in the world| West Bengal cm|

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ||  First Woman in West Bengal List| GK in Bengali. 

1. পশ্চিমবঙ্গের প্রথম শহীদ মহিলা  কে?

(a) মাতঙ্গিনী হাজরা

(b) প্রীতিলতা ওয়াদেদার

(c) সরোজিনী নাইডু

(d) কেউই নয়

Ans :  মাতঙ্গিনী হাজরা

 

2. পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা হলেন _____

(a) আশাপূর্ণা দেবী

(b) মহেশ্বরী দেবী

(c) প্রতিভা রায়

(d) কেউই নয়

Ans : আশাপূর্ণা দেবী

 

3. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?

(a) সুচেতা কৃপালিনী

(b) সরোজিনী নাইডু

(c) রেজিনা গুহ

(d) কেউই নয়

Ans :  সরোজিনী নাইডু

 

4. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এস অফিসার কে?

(a) রিতু মহেশ্বরী

(b) রমা মজুমদার

(c) চন্দ্রমুখী বসু

(d) কেউই নয়

Ans :  রমা মজুমদার

 

5.  পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে?

(a) রমা মজুমদার  

(b) রানু ঘোষ

(c) বুলা চৌধুরি

(d) কেউই নয়

Ans :  রানু ঘোষ

 

6. পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন?

(a) আরতি সাহা

(b) বুলা চৌধুরি

(c) শ্রেয়া দত্ত

(d) কেউই নয়

Ans :  আরতি সাহা

 

7. পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন?

(a) সুদীপ্তা সেনগুপ্ত

(b) দুর্বা ব্যানার্জী

(c) আরতী সাহা

(d) কেউই নয়

Ans :  সুদীপ্তা সেনগুপ্ত


8. পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন?

(a) অরুণা আসফ আলি  

(b) মহেশ্বরী দেবী

(c) প্রতিভা রায়

(d) কেউই নয়

Ans :  অরুণা আসফ আলি  

 

9. পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন?

(a) আরতি সাহা

(b) দূর্বা ব্যানার্জী  

(c) মৈত্রেয়ী দেবী  

(d) কেউই নয়

Ans :  মৈত্রেয়ী দেবী  

 

10. পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?

(a) শিপ্রা মজুমদার

(b) দুর্বা ব্যানার্জী

(c) আরতী সাহা

(d) কেউই নয়

Ans : শিপ্রা মজুমদার


11. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার (ফিজিশিয়ান)কে?

(a) শিপ্রা মজুমদার

(b) মহেশ্বরী দেবী

(c) কাদম্বিনী গাঙ্গুলি

(d) দুর্বা ব্যানার্জী

Ans : কাদম্বিনী গাঙ্গুলি


12. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?

(a) মৈত্রেয়ী দেবী

(b) সুদীপ্তা সেনগুপ্ত

(c) কাদম্বিনী গাঙ্গুলি

(d) মমতা বন্দ্যোপাধ্যায়

Ans : মমতা বন্দ্যোপাধ্যায়


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, –Current Affairs in Bengali| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.