Type Here to Get Search Results !

Current Affairs 2023 India | Current Affairs - 8-10 October 2023

Current Affairs 2023 India | Current Affairs - 8-10 October 2023
Current Affairs 2023 India 

Current Affairs 2023 India | Current Affairs - 8-10 October 2023 

Current Affairs 2023 India | Current Affairs - 8-10 October 2023. Weekly Current Affairs. Like Wbcs, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, Constable, postal, etc exam

Hello My Dear: আজ আমরা আলোচনা করবো 8 to 10 September 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs in Bengali : 8-10 October 2023

Current Affairs 2023 India | Current Affairs - 8-10 October 2023, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2023, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs 2023 India| Current Affairs 10 October 2023

1. পর্যটন মন্ত্রক নতুন দিল্লিতে PATA Travel Mart 2023 উদ্বোধন করেছে৷

2. কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী, শ্রী অর্জুন মুন্ডা, 4র্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS) জাতীয় সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং আর্টস উৎসব-2023-এর উদ্বোধন করেছেন৷

3. ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, JBIC, 600 মিলিয়ন মার্কিন ডলারের ভারত-জাপান তহবিল চালু করার জন্য চুক্তি করেছে।

4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির (MPC) দ্বি-মাসিক সভা আজ মুম্বাইতে শুরু হয়েছে৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি বিবৃতি জারি করেছেন।

5. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবাগুলির অ্যাক্সেস এবং সুবিধা বাড়াতে মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস চালু করেছে৷

6-HDFC ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আদিত্য পুরি একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে Deloitte Touche Tohmatsu India LLP-তে যোগ দিয়েছেন।

7. রক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে নৌবাহিনীর আপডেট করা আদিবাসী প্রোগ্রাম, স্বাবলম্বন 2.0 চালু করেছেন।

8. মধ্যপ্রদেশ সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ঘোষণা করেছে৷

9. ভারতীয় ফিনটেক ইউনিকর্ন স্লাইস আনুষ্ঠানিকভাবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (এনইএসএফবি) এর সাথে একীভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷

10. বিশ্বব্যাংক 2023-24 অর্থবছরে ভারতের জন্য তার বৃদ্ধির পূর্বাভাস 6.3 শতাংশে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
 Read More Current Affairs: 


Current Affairs 2023 India | Current Affairs - 9 October 2023

11. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস আজ ঘোষণা করেছেন যে মুদ্রা নীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতভাবে নীতি রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷

12. নবম G20 পার্লামেন্টারি স্পিকার্স সামিট (P20) এই মাসের 13 থেকে 14 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

13. ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ড. জয়িতা গুপ্তা সর্বোচ্চ সম্মান, স্পিনোজা পুরস্কার পেয়েছেন।

14. দিল্লির ছাওয়ালায় বিএসএফ ক্যাম্পে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক একটি মিলেট ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (FPO) প্রদর্শনীর আয়োজন করেছে।

15. বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বলেছে যে নাগরিকরা এখন সরকার-প্রদত্ত যে কোনও পরিচয় এবং ঠিকানার প্রমাণ সহ ড্রোন পাইলট হতে পারে।

16. একটি গুরুত্বপূর্ণ উন্নয়নে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর চেয়ারম্যান হিসাবে শ্রী দীনেশ খারার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷

17. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত দিব্যাঙ্গজনের জন্য দেশের প্রথম উচ্চ-প্রযুক্তিগত ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন৷

18. রামাস্বামী N GIC Re-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

19. কেন্দ্রীয় মন্ত্রিসভা তেলেঙ্গানায় একটি উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে, যার নাম সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়।

20. ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তার লড়াইয়ের জন্য নার্গেস মোহাম্মদীকে 2023 সালের নোবেল শান্তি পুরস্কার

Current Affairs 2023 India | Current Affairs - 8 October 2023

21. নির্বাচন কমিশন পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে৷

22. কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষাণ রেড্ডি সেকেন্দ্রাবাদ স্টেশনে কাজীপেট থেকে হাদপসার (পুনে) এক্সপ্রেস ট্রেনের বর্ধিত পরিষেবার ফ্ল্যাগ অফ করলেন৷

23. ভারতীয় বিমান বাহিনী আজ উত্তর প্রদেশের প্রয়াগরাজে তার 91তম বার্ষিকী উদযাপন করেছে। উদযাপনের অংশ হিসাবে, আইএএফ প্রয়াগরাজের বিমান বাহিনী স্টেশন বামরৌলিতে আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করেছিল।

24. সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি দিল্লিতে আসন্ন ইন্ডিয়া আর্ট আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিয়েনাল (IAADB) 2023 ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের লোগো উন্মোচন করেছেন৷

25. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নয়াদিল্লিতে 52 তম GST কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়৷

26. ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক টেরেন্স ডেভিস 77 বছর বয়সে মারা গেছেন।

27. আরবিআই শহুরে সমবায় ব্যাঙ্কগুলির জন্য "বুলেট পরিশোধ" নামে একটি স্কিমের অধীনে সোনার ঋণের বিদ্যমান সীমা 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷

28. চীনের হাংঝো অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি দর্শনীয় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 19তম এশিয়ান গেমস শেষ হয়েছে।

29. ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করার জন্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ভারতীয় নৌবাহিনীর বিমানে NAV-eCash নামে একটি নতুন কার্ড চালু করেছে৷

30. ভারত এবং সৌদি আরব একটি নিরাপদ সবুজ হাইড্রোজেন সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এবং পাওয়ার গ্রিড আন্তঃসংযোগে যৌথ প্রচেষ্টাকে উৎসাহিত করেছে।

Weekly Current Affairs in Bengali| 8 to 10 September 2021

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 19 to 26 September 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 8 to 10 September 2023

বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল। Current Affairs in Bengali : 8 to 10 September 2023 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –@Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.