Type Here to Get Search Results !

Covid Certificate Download| Vaccine certificate| Bengali

Image by mohamed Hassan from Pixabay 


Covid Certificate Download| Vaccine certificate| Bengali

Vaccine certificate -কেনো জরুরি সমস্ত ভারতবাসীর।Vaccine certificate ছাড়া Local trine বা দূরপাল্লা ট্রেনে টিকিট কাটা ও ওঠা যাবে না।কোনো রাজ্যে ভিজিট...

সারাদেশে ব্যাপক হারে করোনা টিকাদানের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রতিদিন লক্ষাধিক ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে। যাইহোক, আরও লক্ষ লক্ষ এখনও এই ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপ বা ডিজি লকার অ্যাপের মতো উত্স থেকে শংসাপত্র ডাউনলোড করার বিষয়ে তাদের সুবিধার উপর নির্ভর করে লড়াই করছে। 

সারা দেশে করোনার যে প্রভাব তা অনেক খানি কমে গিয়েছে। তাছাড়া ভারতে এখন প্রায় ১৫০ কোটির  ও বেশি টিকাকরণ সফল হয়েছে। 

Vaccine certificate:

Vaccine certificate -কেনো জরুরি সমস্ত ভারতবাসীর। তার আগে বলি ভ্যাকসিন নেওয়া ও সমস্ত ভারত বাসীর জন্য খুবই জরুরি।আর তার সাথে সাথে Vaccine certificate ও জরুরি। তার কারণ হলো :-

১) Vaccine certificate ছাড়া Local trine বা দূরপাল্লা ট্রেনে টিকিট কাটা ও ওঠা যাবে না। 

২) Vaccine certificate ছাড়া অন্য কোনো রাজ্যে ভিজিট করা যাবেনা। 

৩) Vaccine certificate ছাড়া প্লেনের টিকিট কাটা যাবেনা।এয়ারপোর্টে ওঠা যাবেনা।

৪) Vaccine certificate ছাড়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যাবেনা। 

৫) Vaccine certificate ছাড়া কোনো Hospital ভর্তি ও নেবেনা। Doctor চিকিৎসা করবেনা।

৬) এসমস্ত কিছু ছাড়া ও অন্যান সমস্যা ও রয়েছে।


Vaccine certificate Download-[Covid-19] কিভাবে করবেন?

এবার আমরা জানার চেষ্টা করবো যে Vaccine certificate Download কিভাবে করবো। আমরা উপরে জানালাম Vaccine certificate কেন জরুরি সকলের কাছে। তাই এবার Vaccine certificate Download করার পদ্ধতি জানার চেষ্টা করবো। 


১) প্রথমে আপনার Mobile বা Laptop থেকে যেকোনো Internet ব্রাউজার ওপেন করুন (like -chrome).


২) তারপর Search-এ গিয়ে লিখুন Covid Certificate Download এবং সার্চ করুন। 


৩) https://www.cowin.gov.in - এই website গিয়ে সাইট ওপেন করুন এবং Vaccine বুক করুন


৪) https://selfregistration.cowin.gov.in- এবং এই লিংকে click করে সাইট টি ওপেন করুন।


৫) আপনার মোবাইল নাম্বার Enter করুন (মনে রাখবেন Vaccine নেওয়ার সময় আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার টি Enter করুন।


৬) ওই নাম্বারে একটি OTP আসবে OTP টা  Enter করতে হবে। 


৭) তার পর আপনার Covid Certificate Download-এ ক্লিক করে Vaccine certificate  Download করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.