Type Here to Get Search Results !

বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization| Mcq

বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization| Mcq

বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization| Mcq

বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization MCQ 56 Questions. WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

GK in History -তে আজ Most Important GK-এই MCQ  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি।    

আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য  GK in History-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।    

Today Gk website for GK, GK in History, History MCQ for UPSC, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most Important GK in History,(Like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams.

বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization| Mcq


1) বৈদিক সভ্যতার সময়কাল লেখ?

Ans: - ১৫০০ থেকে ৬০০ খ্রীপূর্বাব্দ, বৈদিক সভ্যতাকে দুইভাগে ভাগ করা হয় যথা-

ঋকবেদের যুগ - ১৫০০ থেকে ১০০০ খ্রীস্ট্রপূর্বাব্দ বেদ, পরবর্তী বৈদিক যুগ - ১০০০ থেকে ৬০০ খ্রীপূর্বাব্দ


2) বৈদিক সভ্যতা কোথায় গড়ে ওঠে?

Ans:- রাভি নদীর তীরে সিন্ধু বিধৌত অঞ্চলে। যার পূর্বনাম ছিল পুরুষানি৷


3) কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয়?

Ans:- আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সপ্তসিন্ধু (ঝিলাম, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু ও সিন্ধু) অঞ্চল বলা হয়।


4) সংস্কৃতে আর্য শব্দের অর্থ কী

Ans:- সৎ বংশজাত ব্যক্তি


5) বৈদিক আর্যদের প্রধান ভাষা কি ছিল?

Ans: - সংস্কৃত


6) বৈদিক সভ্যতার প্রকৃতি কেমন ছিল?

Ans:- গ্রামকেন্দ্রিক


7) কোন সভ্যতার ঠিক পরেই বৈদিক সভ্যতার বিকাশ ঘটে?

Ans:- সুমেরীয় সভ্যতার পরেই বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। বৈদিক সভ্যতার উদ্ভব মিশরীয় সভ্যতা এবং রােমান ও গ্রিক সভ্যতার কয়েক হাজার বছর আগে।


8) বৈদিক সভ্যতায় আর্যদের বসতবাড়ি কী দিয়ে তৈরী হত?

Ans:- কাঠের


9) বৈদিক সভ্যতার প্রধান খাদ্যদ্রব্য কি ছিল

Ans:- দুধ এবং দুগ্ধজাত দ্রব্য


11) বৈদিক যুগে যে স্বর্ণমুদ্রার প্রচলনম ছিল তার নাম কী

Ans:- নিস্ক ও মনা


12) বৈদিক সভ্যতার বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল

Ans:- গাের


13) উত্তর ভারতে বৈদিক যুগ চলাকালীন পশ্চিমবঙ্গে কোন সংস্কৃতি চলছিল

Ans: - তামাশ্মীয় সংস্কৃতি (ChalcolithicAge) |


14) বৈদিক সভ্যতায় কোন বেদের স্তোত্রগুলাে যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?

Ans:- সামবেদ


15) আর্যদের মধ্যে প্রাচীন গােষ্ঠী কোনটি?

Ans:- Hittites


16) কোন ঋষি দক্ষিন ভারতে আর্য সভ্যতার বিস্তার ঘটান?

Ans:- অগস্ত্য


17) ঋকবৈদিক যুগে গােপ কাকে বলা হত?

Ans:- জনের প্রধানকে।


18) বৈদিক যুগে রাজার নির্বাচনে কে অংশ নিত?

Ans:- সমিতি


19) বৈদিক যুগে যে সম্প্রদায়ের মধ্যে গান্ধর্ব বিবাহ প্রথা বিশেষ প্রচলন ছিল সেই সম্প্রদায়টি কোনটি?

Ans:- ক্ষত্রিয় ।


20) বৈদিক যুগে যে গনরাজ্যের উল্লেখ পাওয়া যায় তার নাম কী?

Ans: - দ্বারকা


21) ঋকবেদের কোন স্তোত্রে ‘ইতিহাস শব্দটি পাওয়া গেছে?

Ans:- দানস্তুতিতে


22) আর্যদের চতুরাশ্রমের নাম কর

1. ব্রহ্মচর্য্য - ১- ২৫ বছর বয়স পর্যন্ত, 2. গার্হস্থ্য - ২৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত

3. বানপ্রস্থ - ৫০ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত, 4. সন্ন্যাস - ৭৫ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত


21) বৈদিক সভ্যতার প্রধান খাদ্যদ্রব্য কি ছিল

Ans:- দুধ এবং দুগ্ধজাত দ্রব্য


22) বৈদিক যুগে যে স্বর্ণমুদ্রার প্রচলনম ছিল তার নাম কী |

Ans:- নিস্ক ও মনা।


23) বৈদিক সভ্যতার বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল

Ans:- গাের


24) বৈদিক যুগে আর্যদের জীবনে কোনটি বাধ্যতামূলক ছিল না

Ans:- তপস্যা করা


25) আর্যদের কেন দ্বিজ নামে অভিহিত করা হয়?

Ans: - জন্ম ও উপনয়ন এই দুটির জন্য আর্যদের দ্বিজ নামে অভিহিত করা হয়।


26) পূর্ব-ইউরােপের কোন ভাষার সঙ্গে প্রাচীন আর্য ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়?

Ans:- লিথুনিয়ান ভাষার


27) “বিদেশ থেকে আর্যরা এইদেশে এসেছেন - এই উক্তিকে আহম্মকের কথা; মিথ্যা; অন্যায় বলে কে মন্তব্য করেন যে ভারতবর্ষই হল আর্যদের দেশ?

Ans:- স্বামী বিবেকানন্দ


28) কিসের উপর ভিত্তি করে বলা যায় যে, আর্য ও ইরানীয়রা একই গােষ্ঠীভুক্ত ছিল?

Ans:- ঋকবেদ ও জেল আবেস্তার ভাষা এবং দুই গ্রন্থে বর্নিত ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে।


29) প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে শত্রু নিধন করেন?

Ans:- রানি বিশপলা


30) প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে স্বামীর রথের সারথি ছিলেন?

Ans:- মৃদগালিনী

👌 বৈদিক সভ্যতার প্রশ্নোত্তর| Gk in History| Vedic civilization| Mcq


31) ঋকবৈদিক যুগে বিদথ নামে যে প্রতিষ্ঠানের উল্লেখ আছে তার সদস্য কারা হতে পারতেন?

Ans:- রাজা ও বিশিষ্ট ব্যক্তিরা।


32) বৈদিক যুগের কয়েকটি যজ্ঞের নাম লেখ।

Ans:- অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ ইত্যাদি


33) ঋকবৈদিক যুগে সামরিক বাহিনী কয়টি ভাগে বিভক্ত ছিল?

Ans:- তিনটি যথা- পদাতিক, অশ্বারােহী ও রথারােহী।


34) ঋকবৈদিক যুগে প্রধান যুদ্ধাস্ত্র কী ছিল?

Ans:- তীর ধনুক।


35) ঋকবৈদিক যুগে আর্যদের ধর্মবিশ্বাসের মূল ভিত্তি কি ছিল?

Ans:- প্রকৃতির উপাসনা ।


36) ঋকবৈদিক যুগে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে অপরাধীকে কি জরিমানা দিতে হতাে?

Ans:- ১০০ টি গাের জরিমানা দিতে হত।


37) ঋকবৈদিক যুগে কী পনপ্রথার ব্যবস্থা ছিল?

Ans:- হ্যাঁ (কন্যার পিতা পন পেতেন)


38) গুপ্তচর প্রথার প্রথম ব্যবহার হয় কোন যুগে?

Ans:- ঋকবৈদিক যুগে


39) বৈদিক যুগের কয়েকজন বিদূষী নারীর নাম কর

Ans:- অপালা, ঘােষা(ঋকবেদের দশম মন্ডলের ৩৯-৪১ নং সুক্তের দ্রষ্টা এবং ঋষি কক্ষিবানের কন্যা), লােপামুদ্রা, গাগী, সুলতা, মমতা, মৈত্রেয়ী, ভারতী, কাত্যায়নী


40) পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন ও শাসন ব্যবস্থা কেমন ছিল?

Ans:- গণতান্ত্রিক


41) পরবর্তী বৈদিক যুগে রাজারা কি কি উপাধি ধারন করতেন?

Ans:- সম্রাট, একরাট, বিরাট, স্বরাট প্রভৃতি


42) বৈদিক দেবতা বরুনের সাথে পারস্য ও গ্রীকের কোন দেবতার মিল আছে?

Ans:- পারস্যের আলাের দেবতা আহুর মাজদা ও গ্রিকদেবতা ইউরেনাসের মিল পরিলক্ষিত হয়।


43) পরবর্তী বৈদিক যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য কোনটি ছিল?

Ans:- পাঞ্চাল


44) পূর্ব ভারতে আর্যবসতি বিস্তারের এক পথিকৃৎ কে?

Ans:- বিদেঘ মাথব


45) বিদেহ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন?

Ans:- বিদেঘ মাথব


46) পরবর্তী বৈদিক যুগে দক্ষিন দিকের রাজন্যবর্গ কী নামে পরিচিত ছিল?

Ans:- ভােজ


47) বােঘাজটক কি জন্য গুরুত্বপূর্ন

Ans:- এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে।


48) বৈদিক সভ্যতায় রাজার অনুগ্রহপু আমলারা কি বলে বিবেচিত হত?

Ans:- রত্ন


49) বৈদিক যুগের কোনাে পরিবারের কর্তাকে কী বলা হত?

Ans:- কুলপা বা গৃহপতি


50) বৈদিক যুগে কীসের জন্য ইন্দ্রের উপসনা করা হত?

Ans:- পার্থিব সুখ ও বিজয়ের জন্য।


51) বৈদিক যুগে সাধারন মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠন ছিল কোনটী?

Ans: - সমিতি


52) ঋকবৈদিক বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবী মানুষের নাম কর

Ans:- সুত্রধর, চর্মকার, ছুতাের, তাঁতি, কুমাের


53) বৈদিক সভ্যতার সন্তা কারা ?

Ans:- আর্যরা

54) ঋকবৈদিক যুগে সরস্বতী কিসের দেবী ছিলেন?

Ans:- নদীর।

55) নারিষ্টা কী

Ans:- বয়স্কদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানকে সভা বলা হত। এই সভার অপর নাম নারিষ্টা

56) বিদোভ কী?

Ans:- বৈদিক যুগে কল্যানকর কাজের জন্য তৈরী হােয়া সভাকে বিদোভ বলা হয়।

GK in History-তে আজ Most Important GK-এই MCQ  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি।    

আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য  GK in History-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। 

Today Gk website for GK, GK in History, History MCQ for UPSC, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most Important GK in History,(Like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.