Type Here to Get Search Results !

100 Easy General Knowledge| Gk Questions

100 Easy General Knowledge| Gk Questions

Table of Content(toc)

100 Easy General Knowledge| Gk Questions

100 Easy General Knowledge Questions and Answers. Gk Questions| Gk Bengali. Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam.

Today we will discuss 100 Easy General Knowledge Questions and Answers of the previous year's questions and answers. Important general knowledge questions and answers of 2021-22. All these questions and answers are very important for job seekers. General knowledge| Gk Questions| Gk Bengali This general knowledge of previous year's questions and answers for all the comparative exams are SSC, Police, RRB, Ntpc, Primary tet exams, Railway exams, Group-D, Group-c All Comparative exams, and Government exams questions and answers.

100 Easy General Knowledge Questions and Answers| Gk Bengali| Previous Questions and Answers| Most of the students search on the internet for Bengali current affairs, General knowledge in Bengali| Gk in Bangali| Gk Questions. 
100 Easy General Knowledge Questions and Answers| Gk Questions|    Gk Bengali| Previous Questions and Answers|General knowledge in Bengali| Gk in Bangali| Gk Questions. Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

100 Easy General Knowledge| Gk Questions


1. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে হাই জাম্পে নিশাদ কুমার কোন পদক পেলেন?
Ans: রুপা।


2. প্রভু রাম শর্মা কোন দেশের নতুন আর্মি চিফ নিযুক্ত হয়েছেন?
Ans: নেপাল


3. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে জ্যাভলিন থ্রো বিভাগে সুমিত আন্তিল কোন পদক পেলেন?
Ans: সোনার।


4. কোন IIT দেশের প্রথম মোটর চালিত হুইলচেয়ার যান তৈরি হল?
Ans: IIT Madras.


5. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন কোন রাজ্যে ‘My Pad My Right’ প্রকল্প শুরু করেছে?
Ans: ত্রিপুরা


6. আলেক্সা ভার্চুয়াল এসিস্টেন্টের মাধ্যমে কোন সেলিব্রেটির কন্ঠস্বর ব্যাবহৃত হবে? 
Ans: অমিতাভ বচ্চন।


7. কর্ণাটকের পরে কোন রাজ্য ‘National Education Policy 2020’ কার্যকরী করে দ্বিতীয় রাজ্যের স্থান গ্রহণ করেছে?
Ans:  মধ্যপ্রদেশ


8. কোন জীবন বীমা কোম্পানি এজেন্ট দের জন্য ANANDA ( Atma Nirbhar Agents New Business Digital Application ) মোবাইল app লঞ্চ করল? 
Ans: LIC.

9. সম্প্রতি, কবে ‘National Small Industry Day’ পালিত হয়েছে?
Ans:  30 আগস্ট


10. Belgian Grand Prix 2021 কে জয়লাভ করল? 
Ans: ম্যাক্স ভারস্টেপেন।


11.  সম্প্রতি, প্রকাশিত ‘An Invatation to Die: A Colonel Acharya Mystery’ পুস্তকটি কে লিখেছেন ?
Ans: তনুশ্রী পোদ্দার


12. ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল এর CEO হিসাবে কে নিযুক্ত হলেন? 
Ans: নকুল চোপড়া।


13. সম্প্রতি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন রাজ্যে ‘আয়ুষ বিশ্ববিদ্যালয়’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
Ans:  উত্তরপ্রদেশ


14. কোথায় বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় মুভি থিয়েটার খোলা হয়েছে? 
Ans: লাদাখ।


15. নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম প্যারা-অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে? 
Ans: অবনী লেখাড়া।


16. সিঙ্গাপুরের কোন ক্রিকেট খেলোয়াড় প্রথমবার IPL খেলতে চলেছেন? 
Ans: টিম ডেভিড।


17.  কোন রাজ্য বিধানসভা কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে একটি রেজ্যুলেশন পাশ করেছে?
Ans: তামিলনাড়ু


18. সম্প্রতি, কবে “International Day Against Nuclear Tests” পালিত হয়েছে?
Ans: 29 আগস্ট


19. ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসার সাহায্য করার জন্য  ‘Small Business Loans Initiative’ চালু করেছে কোন সোশ্যাল মিডিয়া? 
Ans: ফেসবুক।


20.  সম্প্রতি, কে “Belgian Grand Prix 2021” খেতাব কে জিতেছেন?
Ans: Max Verstappen.

100 Easy| General Knowledge| Gk Questions and Answers.


1. মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?
Ans: কেরালা। 


2. মেরা ওয়াতান মেরা চামন, কোন কেন্দ্রীয় মন্ত্রকের আয়োজিত একটি প্রোগ্রাম?
Ans : সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়।


3. ANANDA মোবাইল অ্যাপটি কোন সংস্থা চালু করেছে?
Ans: LIC.


4. টোকিও প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতলো কোন ভারতীয়?
Ans: সুমিত আন্তিল। 


5. কোন স্থানটি সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে?
Ans: লাদাখ।


6. 2021 Global DeFi Adoption Index-এ ভারতের স্থান?
Ans: ষষ্ঠ। 


7. IRDAI-এর থেকে ইন্স্যুরেন্স ব্রকিং লাইসেন্স পেল কোন কোম্পানী?
Ans: Phonepe.


8. পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে কোন ক্রীড়া ব্যক্তিত্বের নামে?
Ans: নীরজ চোপড়া।


9. Fit India মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
Ans: অনুরাগ ঠাকুর। 


10. সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ জয়ী শিল্পী পবনদীপ রাজন কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
Ans: উত্তরাখণ্ড। 


11. কোন রাজ্য সরকার শ্রীলঙ্কার শরণার্থীদের জন্য 317 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে?
Ans: তামিলনাড়ু।


12. সম্প্রতি কতজন সুপ্রিমকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলে ?
Ans: ৯ জন



13. কোন রাজ্য ‘দেশ কে মেন্টরস’ প্রোগ্রাম চালু করবে?
Ans: দিল্লি।


14. সম্প্রতি অবসর ঘোষণাকারী Stuart Binny, কোন খেলার সঙ্গে যুক্ত?
Ans: ক্রিকেট। 


15. কোন সংস্থা একটি প্রোগ্রাম চালু করেছে যা রেস্তোরাঁগুলিতে 63 কোটি টাকার অফার সুবিধা দেবে?
Ans: সুইগি।


16.  HSBC Asia-র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
Ans: রাজনিস কুমার। 


17. কোন ব্যাংক EASE Reforms Index Award 2021 তে শীর্ষে আছে? 
Ans: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।


18. ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল ফোরাম ARMY 2021 কোথায় সংগঠিত হয়েছে? 
Ans: রাশিয়া।


19. পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে?
Ans: ১লা সেপ্টেম্বর। 


20. ভাবিনাবেন প্যাটেল ২০২০ টোকিও প্যারালিম্পিকে কোন খেলায় ভারতের হয়ে রৌপ্য পদক দাবি করেছেন? 
Ans: টেবিল টেনিস। 

General Knowledge| Gk Questions and Answers|


1. National Skyscraper Day কবে পালন করা হয়?
Ans: 3rd September.


2. Pro Kabaddi League -এ সবথেকে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়ার?
Ans: পারদীপ নারবাল


3.টোকিও প্যারা অলিম্পিক 2020 তে সুন্দর সিং গুজ্জর কিসে ব্রোঞ্জের পদক পেলেন?
Ans: জ্যাভলিন থ্রো।


4.চিক্কামাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার?
Ans: কেরালা


5. ত্রিপুরা রাজ্যে My Pad My Right প্রকল্পের উদ্বোধন কে করলেন?
Ans: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


6. উড়িষ্যা সরকারের দ্বারা Biju Patnaik Sports Award-এ সম্মানিত হলেন কোন হকি খেলোয়াড়?
Ans: অমিত রহিদাস


7. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে যোগেশ কাঠুনিয়া কিসে রুপোর পদক পেলেন?Ans: ডিসকাস থ্রো।


8. সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনা জয়ী শ্যুটার অভনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?
Ans: রাজস্থান


9. ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য 100% প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সম্পুর্ন করল?
Ans: হিমাচল প্রদেশ।


10. প্রথম কোন ভারতীয় International Astronomical Union (IAU) Honorary Member হিসেবে অন্তর্ভুক্ত হলেন?
Ans: দর্জে আংচুক



11. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল কোন পদক পেলেন?
Ans: রুপা।


12.সম্পূর্ণ আগস্ট মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?
Ans: ১.১২ লক্ষ কোটি টাকা


13. অযোধ্যাতে কে রামায়ণ কনক্লেভ এর উদ্বোধন করলেন?
Ans: রামনাথ কোভিন্দ।



14. সম্প্রতি অবসর ঘোষণাকারী Dale Steyn, কোন দেশের ক্রিকেটার?
Ans: দক্ষিণ আফ্রিকা


15. Rabobank’s 2021 Global Top 20 Dairy Companies তালিকা Amul-এর স্থান কত?
Ans: ১৮


16. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে দেবেন্দ্র ঝাঝারিয়া কিসে রুপোর পদক পেলেন?
Ans: জ্যাভলিন থ্রো।



17. সম্প্রতি কোথায় ভাসমান ATM লঞ্চ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া?
Ans: জম্মু-কাশ্মীর


18. টোকিও প্যারা অলিম্পিক 2020 তে শুটিং এ সোনার পদক কে পেলেন?
Ans: অবনী লেখারা।


19. ‘Stay in Play’ ক্যাম্পেইনের জন্য কোন অলিম্পিক জয়ীকে নিযুক্ত করলো Adidas কোম্পানী?
Ans: মীরা বাই চানু


20. নেপালের সেনা প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: প্রভু রাম শৰ্মা।

General Knowledge|Gk Questions and Answers



1. সম্প্রতি, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ কোথায় ”Laddu Vitaran Yojana” শুরু করেছেন?
Ans: গান্ধীনগর


2. কোন দেশে নতুন Covid -19 ভ্যারিয়েন্ট “C.1.2” চিহ্নিত করা হয়েছে?
Ans: দক্ষিণ আফ্রিকা


3. সম্প্রতি, প্রকাশিত “Portrait of a house Conversations with BV Doshi” পুস্তকটি কে লিখেছেন?
Ans: দয়ানীতা সিং


4. টোকিও প্যারা অলিম্পিক 2020 -এ সুমিত এন্টিল কোন ক্রীড়ায় কোন স্বর্ণ পদক জিতেছে?
Ans: জ্যাভিলিন থ্রো


5. কোন রাজ্য সরকার খরা প্রভাবিত কৃষকদের জন্য প্রতি একরে 9000 টাকা অনুদানের ঘোষণা করেছে?
Ans: ছত্তিসগড়


6. শান্তি লাল জৈন কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন?
Ans: Indian Bank.


7. সম্প্রতি, কবে ‘World Coconut Day’ পালিত হয়েছে?
Ans: 2 সেপ্টেম্বর


8. Rabobank দ্বারা প্রকাশিত “Global Top 20 Companies List 2021” -এ শীর্ষে রয়েছে?
Ans: Lactails.


9. ভারতের কোন রাজ্য সর্বরপ্রথম ‘Free Water Scheme’ শুরু করেছে?
Ans: গোয়া


10. টোকিও প্যারা অলিম্পিক 2020 -এ শারদ কুমার কোন ক্রীড়ায় ব্রোঞ্জ পদক জিতেছে?
Ans: হাই জাম্প


11. World Beard Day কবে পালন করা হয়?
Ans: 4th September.


12. সম্প্রতি ডিআরডিও দ্বারা নির্মিত বাইক অ্যাম্বুলেন্সগুলির নাম কী যা সম্প্রতি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) অন্তর্ভুক্ত হয়েছিল?
Ans: Rakshita.


13. ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এ মহিলাদের একক শিরোপা জিতেছে কে ?
Ans: ক্যারোলিনা মেরিন।


14. পুনের আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে কোন পদক বিজয়ীর নামে?
Ans: নিরোজ চোপড়া।


15. মণিপুরের রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন?
Ans: লা.গণেশন।


16. কোন রাজ্য সরকার করোনায় স্বামী হারানো মহিলাদের সাহায্য করতে ‘মিশন বাৎসল্য’ চালু করল?
Ans: মহারাষ্ট্র।


17. SBI কোথায় ভাসমান ATM এর সূচনা করল?
Ans: ডাল হ্রদ।


18. টিম ডেভিড আইপিএলে অংশগ্রহণকারী প্রথম কোন দেশের ক্রিকেটার হবেন?
Ans: সিঙ্গাপুর।


19. ভারতের প্রথম শ্রম আন্দোলন যাদুঘরটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
Ans: কেরালা।


20. বিশ্বখ্যাত সোমনাথ মন্দির এর পরিচালনা ট্রাস্টের নতুন চেয়ারম্যান পদে কাকে নিচের কাকে নিযুক্ত করা হয়েছে?
Ans: নরেন্দ্র মোদী।

General Knowledge Questions and Answers.


1. টোকিও প্যারা অলিম্পিক 2020 -এ শারদ কুমার কোন ক্রীড়ায় ব্রোঞ্জ পদক জিতেছে?
Ans: হাই জাম্প


2. কানাডার শহর বার্নাবি কবে গৌরী লঙ্কেশ দিবস হিসেবে পালন করছে?
Ans: 5 সেপ্টেম্বর।


3. ভারতের কোন রাজ্য সর্বরপ্রথম ‘Free Water Scheme’ শুরু করেছে?
Ans: গোয়া


4. টোকিও প্যারালিম্পিক: মণীশ নারওয়াল 50 মিটার মিক্সড পিস্তলে কি জিতলেন?
Ans: সোনা।


5. World Coconut Day 2021 -এর থিম কি ছিল?
Ans: Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond.


6. কোন দেশ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন 2020-21-এর আয়োজন করতে চলেছে?
Ans: ভারত।


7. সম্প্রতি, কোন দেশ ‘খাদ্য সঙ্কট’ -এর কারনে জরুরি অবস্থা ঘোষণা করেছে?
Ans: শ্রীলঙ্কা


8. কোন ভারতীয় নিউরোসার্জেন ‘International Lifetime Achievement Award in Neurosurgery’ পেয়েছেন?
Ans : বসন্ত কুমার মিশ্রা


9. কে ভার্চুয়ালি ষষ্ঠ ইস্টার্ন ইকোনমিক ফোরাম 2021 এ নিজের বক্তৃতা দিলেন?
Ans: প্রধানমন্ত্রী মোদী।


10. সম্প্রতি, কে ‘Border Security Force (BSF)’ -এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন?
Ans: পঙ্কজ কুমার সিং


11. কে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা CMD হয়েছেন?
Ans: ভর্তিকা শুক্লা।


12. ‘Indira Gandhi Centre for Atomic Research’ (IGCAR) -এর নির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন?
Ans: বি. ভেঙ্কটরমণ


13. কে 6,687 কোটি টাকায় এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স ক্রয় করতে চলেছে?
Ans: HDFC লাইফ।


14. রাজস্থান সরকার কাকে “Beti Bachao Beti Padhao” -এর ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করা হয়েছে?
Ans: অবনী লেখড়া


15. কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউনিকর্ন ইকো–সিস্টেম হয়ে উঠেছে?
Ans: ভারত।


16. টোকিও প্যারা অলিম্পিক 2020 -এ Mariyappan Thangavelu হাই জাম্প -এ কোন পদক জিতেছে?
Ans: রৌপ্য পদক


17. টাইমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2022-এর শীর্ষে কে রয়েছে?
Ans: ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড


18. মহারাষ্ট্র সরকার পুনেতে কার নামে বিজ্ঞান নগরী স্থাপন করতে চলেছে?
Ans: রাজীব গান্ধী।


19. অসম বিধানসভা ‘Rajiv Gandhi National Park’ -এর পরিবর্তিত নাম?
Ans: Orang National Park.


20. Teachers Day ‘ বা ‘ শিক্ষক দিবস ‘ কবে পালন করা হয়?
Ans: 5th September.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.