SSC MCQ Questions with Answers|| SSC Exams GK

SSC MCQ Questions with Answers|| SSC Exams GK

SSC MCQ Questions with Answers| SSC Exams GK| 70 Mcq Questions.

Table of Contents(toc)

Top 70 GK Questions in English for SSC Exam|  SSC gk questions in english| SSC MCQ questions with answers| SSC previous year gk questions| SSC questions.

Today Gk-All Exams bring all the important general knowledge MCQ questions and answers for SSC exam preparation. The questions and answers given in this blog post are very important for the SSC exam. I urge you to read our entire post. All these common-sense questions and answers in the SSC exam will help you.

নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK-All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। 

Today GK is India's best website for GK (Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

 SSC Exams GK 

SSC MCQ Questions with Answers|| SSC Exams GK. 


1) কোন আইআইটি কোভিড -19 চিকিত্সার জন্য বিদ্যমান নাইট্রোজেন প্ল্যান্টকে (Existing Nitrogen Plant) অক্সিজেন জেনারেটরে রূপান্তর করল?
উঃ- JIT Bombay.

2) 2021 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন কোন দল জিতল?
উঃ- Dravida Munnetra Kazhagam.

3) থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন , ইনি কোন দেশের ক্রিকেট
খেলােয়াড়?
উঃ- শ্রীলঙ্কা।

4) ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে প্রথম সৌর শক্তি ব্যবহারের কেন্দ্রটি উদ্বোধন করলাে?
উঃ- সিকিম।

5) IOC's 'Believe in sport' psicoacoa ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন খেলােয়ার নিযুক্ত হলেন?
উঃ- পিভি সিন্ধু।

6) সম্প্রতি প্রয়াত আই এ এস অফিসার পারুল দেবী কোন রাজ্যের প্রথম মহিলা আইএএস
অফিসার ছিলেন?
উঃ- আসাম।

7) 2021 STIEG UNESCO World Press Freedom Prize কে পেলেন?
উঃ- Maria Ressa.

8) বিশ্ব সুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করলেন?
উঃ-Mark Selby.

9) 2021 সালের ASBC এশিয়ান এলিট পুরুষ এবং মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে ?
উঃ- দুবাই।

10) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন ভ্যাকসিন জরুরী ব্যবহারের বৈধতা পেলাে?
উঃ- Moderna.

11) ভারতীয় স্টেট ব্যাংক কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কত পরিমাণ টাকা বরাদ্দ করেছে?
উঃ-71 কোটি টাকা

12) মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন?
উঃ- 8th.

13) কোন রাজ্য সরকার জল জীবন মিশন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 2021 দু'লক্ষ পরিবারকে জল কানেকশন দেওয়ার কথা ঘােষণা করল?
উঃ- হিমাচল প্রদেশ।

14) National human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উঃ- বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্থ

15) Porsche Tennis Grand prix 2021-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?
উঃ- Ashleigh Barty.

16) কোন বাহিনী operation samudra Setu লঞ্চ করল?
উঃ- Indian Navy.

17) Lag B'Omer নামে উৎসবটি কোথায় অনুষ্ঠিত হলাে?
উঃ- ইজরায়েল।

18) সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?
উঃ- সেতার বাদক।

19)  রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার কত কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে ? 
Ans : 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে।

20) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?
উঃ- টি রবি শঙ্কর।

21) কে Oxygen on wheels প্রকল্প চালু করল?
উঃ- আনন্দ মাহিন্দ্রা।

22) 2 মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?
উঃ- 100তম। 

23) Portuguese Grand prix কে জয়লাভ করলাে?
উঃ- Lewis Hamilton.

24) World press freedom day কবে পালিত হয়?
উঃ- 3 মে। 

25) ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?
উঃ- Wipro.
26. 2021 সালে Global peace Index এ ভারতের স্থান কত? 
Ans : 135 তম।

27. সম্প্রতি রিলায়েন্স সংস্থা ‘জাস্ট ডায়ালে’র শতকরা কত শতাংশ কিনেছে?
Ans :৪০.৯৫.

28. 100% করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? 
Ans : লাদাখ।

29.হরেলা উত্সব’ (Harela festival) সম্প্রতি কোথায় উদযাপিত হয়?
Ans : উত্তরাখণ্ড।

30. কোন রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? 
Ans : উত্তরপ্রদেশ।

31. সম্প্রতি ‘speaking emoji’ লঞ্চ করেছে কোন সংস্থা?
Ans : ফেসবুক।

32. The Ramayan of Shri Guru Gobind Singh Ji’ গ্রন্থটির রচয়িতা কে? 
Ans : বলজিৎ কৌর তুলসী।

34. সম্প্রতি কোন রাজ্যের হাই কোর্টের নাম পরিবর্তন করা হয়েছে?
Ans :  জম্মু ও কাশ্মীর।

35. Security and exchange board of India বোর্ডের সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : আনন্দমোহন বাজাজ।

36.  সম্প্রতি AICTE কতটি আঞ্চলিক ভাষায় BTech করার অনুমতি দিয়েছে?
Ans : 11 টি।

37. বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
Ans : কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)

38. কোন শহরের রাস্তা দেশের প্রথম Covisafe Road হল? 
Ans : ইন্দোর, মধ্যপ্রদেশ।

39. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে সম্প্রতি মার্কিন শ্রম বিভাগের সলিসিটার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
Ans : সীমা নন্দা।

SSC MCQ Questions with Answers| Bengali GK


40. কোন রাজ্য সরকার Electric Vehicle Policy-2021 লঞ্চ করল? 
Ans: মহারাষ্ট্র।

41. জম্মু রোপওয়ে প্রকল্পের একটি অংশ কে উদ্বোধন করেছেন?
Ans: মনোজ সিনহা।

42. Puma motorsports এর ব্র্যান্ড আম্বাসেডোর পদে কে নিযুক্ত হলেন? 
Ans: যুবরাজ সিং।

43. কোন রাজ্য সরকার ‘মুখমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা’ চালু করার ঘোষণা দিয়েছে?
Ans: রাজস্থান।

44. কোন কেন্দ্রীয় মন্ত্রী Sankalp Se Siddhi Mission Van Dhan মিশন লঞ্চ করল? 
Ans: অর্জুন মুন্ডা।

45. ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ কখন পালিত হয়?
Ans: ১৮ জুলাই।

46. সম্প্রতি হরিয়ানা সরকার কোন শহরে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নীতিগত অনুমোদন পেয়েছে?
Ans: কুরুক্ষেত্র।

47. Magma Fincorp-এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?
Ans: আদার পুনাবাল্লা।

48. Artillery এর ডিরেক্টর জেনারেল পদে লিউটেন্যান্ট কাকে নিযুক্ত করা হলাে ? 
Ans :  জেনারেল তরুণ কুমার চাওলা।

49.  তামিলনাড়ুতে অনুষ্ঠিত Bharat Kesari Wrestling Dangal 2021 জিতলো কোন রেসলার?
Ans: লভ্যাংশু শর্মা।

50. ভিডিও শপিং অ্যাপ Simsim-কে কিনতে চলেছে কোন কোম্পানী?
Ans: Youtube.

51. Serum ইনস্টিটিউট এর চেয়ারম্যান কাকে লােকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হবে ? 
Ans:  Dr. Cyrus Poonawalla.

52. The Khan of Khel Khudaai" শিরোনামে উপন্যাস লিখলেন?
Ans: হার্ষা ভাড়াতুলা।

53. ভারতীয় নৌবাহিনীর ভাইস – চিফ পদের দায়িত্ব নিতে চলেছেন কে ? 
Ans : ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘােরমাদে। 

54. রেড লিস্টের অন্তর্ভুক্ত দেশ গুলিকে কত বছরের জন্য ট্রাভেল ব্যান করলো সৌদি আরব?
Ans : ৩ বছর।

56. ভারতীয় কোন সংস্থা ( ISRO ) এই বছর ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং স্যাটেলাইট ( EOS – 03 ) লঞ্চ করতে চলেছে ? 
Ans :  স্পেস রিসার্চ সংস্থা।

57. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে?
Ans: ৫০০ মিলিয়ন টন।

58.  সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
Ans :  Madgaum Co-Operative Bank.

59. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Axis ব্যাংকের উপর কত কোটি টাকার ফাইন চাপালাে ? 
Ans: 5 কোটি।

60.  ভারতের হয়ে দ্বিতীয় অলিম্পিক মেডেল জিতলো কে?
Ans:   পিভি সিন্ধু।

61. মনিপুর রাজ্যের মুখ্যমিন্ত্রী এন বীরেন সিং হেপাটাইটিস দিবসের দিনে কয়টি মডেল হেপাটাইটিস – বি ট্রিটমেন্ট সেন্টার লঞ্চ করলেন ?  
Ans:  দুটি।

62. লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয়?
Ans : সাইরাস পুনাবাল্লা।

63. CBSE স্টুডেন্টদের জন্য কে SAFAL অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করলেন ? 
Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।

64. রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্কিম ( UDAN ) এর অধীনে নতুন কয়টি এয়ার ট্রাফিক রুটের মান্যতা দিলাে কেন্দ্রীয় সরকার ? 
Ans: 780 টি।

65. সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ কোন আওয়ার্ড জিতলাে ? 
Ans: NatWest Group Earth Heroes.

66. সম্প্রতি Global Education Summit অনুষ্ঠিত হলো কোথায়?
Ans:  লন্ডন।


Today GK is India's best website for GK ((Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like RailwaySSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk-All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.