100 Easy General knowledge| MCQ questions and answers.

100 Easy general knowledge| MCQ questions and answers.

100 Easy general knowledge| MCQ questions and answers.

Today GK is India's best website for GK|100 easy general knowledge questions and answers| RRB Ntpc Gk For all competitive exams| like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP,  etc exam.

100 easy general knowledge questions and answers| Gk Questions| Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

General knowledge in Bengali|100 easy general knowledge questions and answers| Gk Questions| for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs| 100 easy general knowledge questions and answers|RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

100 Easy general knowledge| MCQ questions and answers.

প্রঃ- কোন দেশের আশি শতাংশ মানুষদের পছন্দের রঙ নীল? 
উঃ-আমেরিকানদের।

প্রঃ কোন শহরে যত মানুষ আছে তার চেয়ে বেশি টেলিফোন আছে? 
উঃ - ওয়াশিংটন।

প্রঃ - চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে? 
উঃ - চারশ ।

প্রঃ - একজন মানুষ ঘটায় গড়ে কতটি শব্দ বলে? 
উঃ - ৪৮৫০টি।

প্রঃ - একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন 
উঃ - পাঁচবার।

প্রঃ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 
উঃ - ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

প্রঃ - ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 
উঃ - গ্রীক শব্দ থেকে।

প্রঃ রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন? 
উঃ-আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।

প্রঃ ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল? 
উঃ-২২২৭ জন।

প্রঃ - কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন
করেন? 
উঃ - হরিনাথ দে।

প্রঃ - রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 
উঃ-মহাত্মা গান্ধী।

প্রঃ - কম্পিউটার কে আবিষ্কার করেন? 
উঃ - চার্লস ব্যাবেজ।

প্রঃ - রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়? 
উঃ-বিচারক।

প্রঃ - শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল? 
উঃ-পথের দাবী।

প্রঃ - রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 
উঃ - ৩০ বছ।

ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়? 
উঃ - নাসিক-এ।

প্রঃ - পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?
উঃ - ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।

প্রঃ - কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়?
উঃ -১৯৮৬ সালে ১লা মার্চ।

প্রঃ কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়? 
উঃ - ২০০২ সালের ১লা জানুয়ারী।

প্রঃ কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়? 
উঃ - ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।

প্রঃ কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 
উঃ - বর্ধমান।

প্রঃ ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 
উঃ - রাজা রামমােহন রায়।

প্রঃ একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 
উঃ - ৭২ বার।

প্রঃ রক্তের গ্রুপ কে আবিস্কার করেন? 
উঃ - স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।

প্রঃ - রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 
উঃ - ১৮৯৭ খ্রিষ্টাব্দে।

প্রঃ - ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 
উঃ - ইন্দিরা গান্ধী।

প্রঃ - কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে? 
উঃ - অ্যানাকোণ্ডা।

প্রঃ ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়? 
উঃ কানপুর ও লক্ষৌর মধ্যে।

প্রঃ - কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে সূচ ব্যবহৃত হয়? 
উঃ - নাইজিরিয়ায়।

100 easy general knowledge Bengali


প্রঃ - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়ুদার ঠিকাদার এই সব কাজ করেও বাংলাব
বিখ্যাত লেখক হয়েছিলেন কে? 
উঃ - সুবােধ ঘােষ।

প্রঃ - কোন্ কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 
উঃ - টমেটো ও পটল।

প্রঃ - সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?
উঃ - লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।

প্রঃ - রবিবার ছুটির দিন কার নির্দেশে ? 
উঃ - রােম সম্রাট কনস্টানস্টাইন।

প্রঃ - রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে? 
উঃ - সিঙ্গাপুরে।

প্রঃ - জাপানের সংসদকে কী বলা হয়? 
উঃ - ডায়েট।

প্রঃ - গঙ্গানদীর দৈর্ঘ্য কত? 
উঃ - ২৬৫৫ কিলােমিটার।

প্রঃ - ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী? 
উঃ - বেঙ্গল গেজেট।

প্রঃ -একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে? 
উঃ-দেহের ওজনের ৬৫%

প্রঃ রােধ থার্মোমিটারে কী ব্যবহৃত হয় ?
উঃ প্ল্যাটিনাম।

প্রঃ পজিট্রন আবিষ্কার কে করেন?
উঃ অ্যান্ডারসন।

প্রঃ আলােক তড়িৎ-কোশ কি?
উঃ একপ্রকার বায়ুশূন্য কোশ।

প্রঃ চৌম্বক বলরেখার ধর্ম কে আরােপ করেন?
উঃ ফ্যারাডে।

প্রঃ ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াস বিভাজনকে কি বলে?
উঃ ফিসন বলে।

প্রঃ এক পশলা বৃষ্টির পরে রামধনু কোথায় দেখা যায় ?
উঃ সূর্যের বিপরীত দিকে।

প্রঃ রঙিন টেলিভিশন সেটে প্রকৃত রঙের ছবি দেখানাের জন্য কোন্ কোন্ বর্ণের অধ্যারােপ করা হয়?
উঃ লাল, সবুজ, নীল।

প্রঃ ভ্যাকুয়াম ডায়ােড’ কোন্ নীতি অনুসারে কাজ করে?
উঃ ওহম-এর সূত্র।

প্রঃ পাখির ওড়া নিউটনের কোন্ গতিসূত্রকে সমর্থন করে ?
উঃ তৃতীয় গতিসূত্র।

প্রঃ ডায়ানামাে কোন্ নীতি অনুসারে কাজ করে?
উঃ তড়িৎ চুম্বকীয় আবেশ।

প্রঃ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?
উঃ বুধ।

প্রঃ কোনাে পদার্থের কাজ কিসের ওপর নির্ভরশীল?
উঃ ভর।

প্রঃ DNS-কথাটির সম্পূর্ণ অর্থ কী?
U: Domain Name System.

প্রঃ পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় ?
উঃ ইউরেনিয়াম ডেটিং দ্বারা।

প্রঃ জলের স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে?
উঃ বায়ুমণ্ডলীয় চাপের ওপর নির্ভরশীল।

General knowledge questions and answers  


প্রঃ - হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন?
উঃ - কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।

প্রঃ - ভারতের বিজ্ঞান নগরী কোনটি?
 উঃ - বেঙ্গালুরু।

প্রঃ - পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা?
উঃ - Apernet নামে একটি সংস্থা।

প্রঃ - ইন্টারনেট কী? 
উঃ – সারা বিশ্বের যােগাযােগের আধুনিকতম মাধ্যম।

প্রঃ - কলকাতায় প্রথম কবে রিক্সা চলে? 
উঃ ১৯০০ খ্রীষ্টাব্দে জাপান থেকে সাংহাইহয়ে ‘ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষটানা গাড়ি) কলকাতায় আসে।

প্রঃ - প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগন-মন’ গাওয়া হয় ?
উঃ - ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।

প্রঃ - পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দন’ কবে উদ্বোধন হয় কে করেন?
উঃ - ১৯৮৫ সালে, সত্যজিৎ রায়।

প্রঃ-ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? 
উঃ-মুম্বাই।

প্রঃ - ভারতের প্রথম থ্রি ডি ছবি কী? 
উঃ - মাইডিয়ার কুট্টিচাত্থান।

প্রঃ - প্রতিটি বেদের কয়টি অংশ ও কী কী?
উঃ - চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

প্রঃ-জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বােম ফেলেছিল? 
উঃ-১৮৯২ সালে।

প্রঃ - মানুষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চঁাদে কত উচ্চতা লাফাতে
পারবে? 
উঃ - ১২ মিটার উঁচুতে।

প্রঃ - লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? 
উঃ – গুজরাট।

ও প্রঃ - ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে? 
উঃ - প্লীহা।

প্রঃ - কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না? 
উঃ - হাইড্রোক্লোরিক অ্যাসিড।

প্রঃ - রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন? 
উঃ - স্বামী ব্রহ্মানন্দ।

প্রঃ - স্বামী ব্রহ্মানন্দ কে ছিলেন? পূর্বে তার ডাক নাম কী ছিল?
উঃ - স্বামী বিবেকানন্দের বাল্য বন্ধু, পূর্বে ডাক নাম ছিল রাজা।

প্রঃ -বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯৩৮ সালে।

প্রঃ - কাটুন শব্দটি কোথা থেকে এসেছে? 
উঃ-ইতালীর শব্দ ‘Cartone' ও ডাচ শব্দ Kartor থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ বা পিচবাের্ড। আসলে কার্টুন চিত্র আঁকা হতাে এই জাতীয় শক্ত বাের্ডের ওপর আর তার থেকেই এরকম নামের উৎপত্তি।

প্রঃ কমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে?
উঃ ল্যাটিন শব্দ Komikos থেকে।

প্রঃ - একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে ? 
উঃ - ৫০ ঘন্টা লাগে।

প্রঃ - প্রথম অভয়ারণ্য স্থাপন করেন কে? 
উঃ - সম্রাট অশােক।

প্রঃ - আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়? 
উঃ – আফ্রিকায়।

প্রঃ - কলকাতায় কত প্রজাতির পাখি দেখা যায় ? 
উঃ - প্রায় ২৬০ প্রজাতির।

প্রঃ - সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

প্রঃ - নীল তিমির বাচ্চা দিনে কত করে ওজন বাড়ে?
উঃ - ৯০ কিলােগ্রাম।

প্রঃ - মানুষ কৃষিকাজ করতে শেখে কবে থেকে? 
উঃ - প্রায় ২০ লক্ষ বছর আগে।

প্রঃ ইলেকট্রিক ইল মাছ কত ভােল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে ?
উঃ -৬৫০ ভােল্ট।

প্রঃ - মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে? 
উঃ ভূ-গর্ভস্থ জল হিসাবে।

প্রঃ - হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 
উঃ - লালা লাজপত রায়।

প্রঃ - বাতাসে শব্দের গতিবেগ কত? 
উঃ - প্রতি সেকেণ্ডে ৩০০ মিটার।

100 easy general knowledge questions and answers.  

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – 100 easy general knowledge questions and answers in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.