Type Here to Get Search Results !

প্রিয়তমাষু —সুকান্ত ভট্টাচার্য কবিতা।

Priyatmashu — Sukanta Bhattacharya Poem

প্রিয়তমাষু —সুকান্ত ভট্টাচার্য কবিতা। 

Priyatmashu — Sukanta Bhattacharya Poem. সীমান্তে আজ আমি প্রহরী  অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে।  আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি—  স্বদেশের সীমানায়।

সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র একুশ বৎসর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েকবছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। উইকিপিডিয়া

জন্ম: ১৫ আগস্ট, ১৯২৬, কলকাতা। মারা গেছেন: ১৩ মে, ১৯৪৭, কে.এস রয় টি.বি.হসপিটাল, কলকাতা। বাবা ও মা: নিবারন চন্দ্র ভট্টাচার্য, সুনীতি দেবী। সিনেমা: কোমল গান্ধার ভাইবোন: মনোমোহন, Bibhash, অশোকে, প্রশান্ত, সুশীল, অমিয়। উল্লেখযোগ্য রচনাবলি: ছাড়পত্র (১৯৪৭) পূর্বাভাস (১৯৫০) ঘুম নেই (১৯৫০)

Priyatmashu — Sukanta Bhattacharya Poem.

 প্রিয়তমাষু 

—সুকান্ত ভট্টাচার্য

সীমান্তে আজ আমি প্রহরী

অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে।

আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি—

স্বদেশের সীমানায়।

ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি,

স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে

নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো

দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে-

ফ্রান্স থেকে প্রতিবেশি বর্মাতেও।

আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ,

স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,

চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি:

কিছুতেই বুঝি না কী করে এড়াব তাকে?

কী করে এড়াব এই সৈনিকের কড়া পোশাক?

যুদ্ধ শেষ। মাঠে মাঠে প্রসারিত শান্তি,

চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া,

প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল,

গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক

রাত্রে চাঁদ ওঠে: আমার চোখে ঘুম নেই।

তোমাকে ভেবেছি কতদিন,

কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে

কত গোলা ফাটার মুহূর্তে।

কতবার অবাধ্য হয়েছে মন, যুদ্ধজয়ের ফাঁকে ফাঁকে

কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে

তোমার আর তোমাদের ভাবনায়।

তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে

ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে,

ঝড়ে আর অন্যায়, মারী আর মড়কের দু:সহ আঘাতে

বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব।

তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়

ঘরে ফেরার সময় এসে গেছে।

জানি, আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই

মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গলঘটে;

জানি, সংবর্ধনা রটবে না লোকমুখে,

মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার।

তবু, একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে

সে তোমার হৃদয়। এবার পেছনে ফেরার পালা।

পরের জন্য যুদ্ধ করেছি অনেক,

এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। (সংকলিত)


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.