Type Here to Get Search Results !

The Unhappy One| Poem of- Pablo Neruda.

The Unhappy One| Poem of- Pablo Neruda.

The Unhappy One| Poem of- Pablo Neruda.

The Unhappy One| Author -Pablo Neruda| Pablo neruda famous poems| neruda famous poem|famous poem of Pablo neruda| best poem of Pablo neruda...

প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য। এবং আশা করি আমাদের এই ব্লগ পোস্টটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই আমাদের এই ব্লগ পোষ্ট টি শেয়ার করবেন এবং আমাদের এই ব্লক কে ফলো করবেন।

প্রিয় বন্ধুরা আজকের আমাদের ব্লগ পোস্টের বিষয় হলো পাবলো নেরুদার বিখ্যাত কবিতা নিয়ে। এই কবিতাটির নাম হল "অসুখী একজন মানুষ"  (The Unhappy One). এই কবিতাটা খুবই সুন্দর এবং একটি সচেতনতামূলক কবিতা।

Pablo neruda famous poems| neruda famous poem|famous poem of Pablo neruda| best poem of Pablo neruda| the unhappy one famous poem Pablo naruda.

The Unhappy One| Poem of- Pablo Neruda.


The Unhappy One

Author -Pablo Neruda


I left her in the doorway waiting

and I went away, away,

She didn't know I would not

come back.

A dog passed, a nun passed

a week and a year passed.

The rains washed out my

footprints

and the grass grew in the street,

and one after another, like stones,

like gradual stones, the years

came down on her head.

Then the war came

like a volcano of blood.

Children and houses died.

And that woman didn't die.

The whole plain caught fire.

The gentle yellow gods

who for a thousand years

had gone on meditating

were cast from the temple in pieces.

They could not go on dreaming.

The sweet homes, the veranda

where I slept in a hammock

the rosy plants, the leaves

in the shape of huge hands,

the chimneys, the marimbas

all were crushed and burned.

And where the city had been

only cinders were left,

twisted iron, grotesque

heads of dead statues

and a black stain of blood.

And that woman waiting. 


"অসুখী একজন মানুষ" বাংলা সারাংশ: 

যুদ্ধার্থে গৃহত্যাগের সময় যোদ্ধা তাঁর প্রেয়সীকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছেন দূরে যুদ্ধক্ষেত্রে। প্রেয়সীর আশা, তিনি নিশ্চয়ই অক্ষত অবস্থায় জয়ী হয়ে বাড়ি ফিরবেন। তিনি এটি কখনও ভাবেননি যে, তাঁর প্রেমিক আর কখনও ফিরবেন না। সৈনিকটির মনে পড়ে, গৃহত্যাগের সময় একটি কুকুর আর গির্জার এক সন্ন্যাসিনী নিজস্ব ভঙ্গিমায় চলে গিয়েছিল গন্তব্যের দিকে। তারপর ক্রমে কেটে যাচ্ছিল একটি করে সপ্তাহ, এক-একটি বছর। বৃষ্টিতে ধুয়ে গেল তাঁর পদচিহ্ন। তাঁর একদা যাতায়াতের রাস্তায় এরপর জন্মায় ঘাস। ওদিকে অপেক্ষমান প্রেয়সীর মাথায় পাথরের মতো একটির-পর-একটি বছর নেমে আসে।

ক্রমে রক্তের আগ্নেয়পাহাড়ের মতো ঘনিয়ে আসে যুদ্ধ । শিশু আর মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় সমতলে। ধূলিসাৎ হয় ‘শান্ত-হলুদ’ দেবতাদের মন্দির; ক্ষতিগ্রস্ত হয় তাঁর স্বপ্নের বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ; ধ্বংস হয় শহর। বিকৃত, বিচ্ছিন্ন, বিবর্ণ হয়ে পড়ে থাকে কাঠকয়লা, লোহা, প্রস্তরমূর্তি আর রক্তচিহ্ন। আর এই ধ্বংসস্তূপের মধ্যেও কথকের প্রেয়সী এখনও অপেক্ষারত— তাঁর প্রেমিক ফিরে আসবেন এই আশায়।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.