Type Here to Get Search Results !

January 2022 Current Affairs| Monthly Current Affairs Bengali

January 2022 Current Affairs| Monthly Current Affairs Bengali


January 2022 Current Affairs| Monthly Current Affairs.  

January 2022 Current Affairs Quiz| Current Affairs | Current Affairs of January 2022 | Top 60 Current Affairs January 2022. Monthly Current Affairs...

প্রিয় ছাত্র ছাত্রী, আপনারা কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার চেষ্টা করছেন তাহলে আপনারা সঠিক পেজে এসেছেন। আজকে আমরা 2022 January - Current Affairs মাসের সমস্ত কারেন্ট অ্যাফোর্স নিয়ে আলোচনা করব এবং এই কারেন্ট এফেয়ার্স বা প্রশ্ন উত্তরগুলি ভারতের সমস্ত রকম কম্প্রেটিভ এক্সামস এবং সরকারি ও বেসরকারি সকল পরীক্ষার জন্য উপযোগী হবে আশা করব এই পোস্টটি আপনারা সম্পূর্ণ পড়বেন এবং এর থেকে অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ।

Dear Students: আজ আমরা আলোচনা করবো January 2022 - Current Affairs এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, ও  এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs - January 2022 

Current Affairs of January 2022| January 2022 Current Affairs Quiz| Current Affairs January 2022| Current Affairs of January 2022 PDF| Top 100 Current Affairs January 2022| Current Affairs of January 2022| January 2022 Current Affairs quiz| current affairs of January 2022 pdf| top 100 Current Affairs January 2022| Current affairs 2022 questions and answers| January 2022 Current Affairs pdf in Bengali| January Current Affairs 2022  

Monthly Current Affairs| January 2022 Current Affairs.

1. যুক্তরাজ্যে Engineering and Design Centre তৈরির জন্য ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে কোন কোম্পানী?

[A] Ola

[B]Uber

[C]Tesla

[D]Tata

Ans: [A] Ola


2. কেন্দ্রীয় সরকার কাকে দেশের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা (Chief Economic Adviser) নিযুক্ত করেছেন?

[A] Rajnish Kumar

[B] Harsha Vardhana

[C] Ranjana Gogoi

[D] Dr: V Ananth Nageswaran

Ans: [D] Dr: V Ananth Nageswaran


3. TX2 Award জিতলো কোন রাজ্যের সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ?

[A] রাজস্থান

[B] কেরালা

[C] তামিলনাড়ু

[D] গুজরাট

Ans:[C] তামিলনাড়ু, ২০১০ সাল থেকে বাঘের সংখ্যা দ্বিগুণ হওয়ার জন্যই এই পুরস্কার পেল রাজধানী- চেন্নাই মুখ্যমন্ত্রী- এম.কে. স্টালিন রাজ্যপাল- আর. এন. রবি


4. 1.6G প্রযুক্তির গবেষণার জন্য কোন দেশের University of Oulu-এর সঙ্গে পার্টনারশিপ গড়লো Jio কোম্পানী?

[A] সুইডেন

[B]ফিনল্যান্ড

[C]জাপান

[D]সুইজারল্যান্ড

Ans: [B] ফিনল্যান্ড, রাজধানী- হেলসিংকি, মুদ্রার নাম- ইউরো, প্রধানমন্ত্রী- সানা মারিন


5. নিম্নলিখিত কোন দেশ ‘Asian Games 2022’ -এর আয়োজন করবে?

[A] জাপান

[B] ভারত

[C] বাংলাদেশ

[D] চীন

Ans: [D] চীন

Short Note: চীনের হাংজহু শহরে ১০ সেপ্টেম্বর – ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ‘Asian Games 2022’ অনুষ্টিত হবে |


6. Indian Farmers Fertiliser Cooperative (IFFCO) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] Mangi Lal Danga

[B] Dileep Sanghani

[C] Prem Chandra Munshi

[D] Himachal Padhya

Ans: [B] Dileep Sanghani


7. Tata Steel Chess Tournament 2022 জিতলো কোন গ্র্যান্ড মাস্টার?

[A] বিশ্বনাথন আনন্দ

[B]কনেরু হাম্পী

[C]ম্যাগনাস কার্লসেন

[D]অর্জুন ইরিগাইসি

Ans: [C] ম্যাগনাস কার্লসেন — তিনি নরওয়ের দাবা খেলোয়ার


8. “Liberty After Freedom” শিরোনামে বই লিখলেন কে?

[A] সুভাষ গর্গ

[B]রোহণ জে. আলভা

[C]মুকেশ কুমার

[D]রবি কুমার

Ans: [B] রোহণ জে. আলভা


9. 12th Hyderabad Literature Festival-এর জন্য কোন দেশকে অতিথি রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানালো ভারত?

[A] যুক্তরাজ্য (UK)

[B]ফ্রান্স

[C]বাংলাদেশ

[D]শ্রীলঙ্কা

Answer: [A] যুক্তরাজ্য (UK) এবারের ফোকাস ভাষা হলো পাঞ্জাবি


10. অশ্বনীর গ্রোভার নিম্নলিখিত কোন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা?

[A] PhonePe

[B] PayPal

[C] Paytm

[D] BharatPe

 Answer: [D] BharatPe


11. প্রথম India-Central Asia Summit হোস্ট করলো কোন দেশ?

[A] ভারত

[B] বাংলাদেশ

[C] শ্রীলঙ্কা

[D] ইন্দোনেশিয়া

Answer:[A] ভারত


12. বিশ্ব ব্যাঙ্ক কোন রাজ্যের ১০০০ কোটি ভারতীয় টাকা ঋণ মঞ্জুর করেছে?

[A] কেরালা

[B] গুজরাট

[C] মহারাষ্ট্র

[D] পশ্চিমবঙ্গ

Answer: [D] পশ্চিমবঙ্গ

রাজধানী – কোলকাতা, মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জী, গভর্নর – জগদ্বীপ ধনকর, লোকসভা আসন – 42, রাজ্যসভা আসন – 16, বিধানসভা আসন – 294, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য – অসম ,সিকিম, বিহার, ঝাড়খন্ড এবং উড়িষ্যা। আন্তর্জাতিক সীমানা – বাংলাদেশ, নেপাল এবং ভুটান।


13. সম্প্রতি, ২৮ জানুয়ারী তারিখে কোন স্বাধীনতা সংগ্রামী -এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?

[A] লালা লাজপত রায়

[B] বাল গঙ্গাধর তিলক

[C] বিপিন চন্দ্র পাল

[D] ভগৎ সিং

Answer: [A] লালা লাজপত রায়

Short Note: পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায় ১৮৬৫ সালের ২৮ জানুয়ারী তারিখে পাঞ্জাবে জন্মগ্রহন করেন।


14. কোন রাজ্য ১৩টি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] রাজস্থান

[D] তেলেঙ্গানা

Answer: [A] অন্ধ্রপ্রদেশ


15. সম্প্রতি প্রয়াত মিলেনা সালবিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?

[A] কথক

[B] ওডিসি

[C] কথাকলি

[D] ভরতনাট্যম

Answer:[C] কথাকলি, মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ২০১৯ সালে তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন


16. প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২২ পেল কতজন শিশু?

[A] ২৯ জন

[B] ১৮ জন

[C] ২৫ জন

[D] ১৭ জন

Answer:[A] ২৯ জন


17. ভারতে কবে “National Voters Day” পালিত হয়?

[A] ২৩ জানুয়ারী

[B] ২৪ জানুয়ারী

[C] ২৫ জানুয়ারী

[D] ২৬ জানুয়ারী

Answer: [C] ২৫ জানুয়ারী

Short Note: ভারতীয় নির্বাচন কমিশন -এর স্থাপনা দিবস উপলক্ষে প্রতিবছর ২৫ জানুয়ারী তারিখে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়।


18. Xiomara Castro কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন?

[A] কলম্বিয়া

[B] মক্সিকো

[C] কিউবা

[D] হোনডুরাস

Answer: [D] হোনডুরাস

Short Note: হোনডুরাস (Honduras) উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।


19. প্রথম রাজ্য হিসাবে AVGC Cnter of Excellence লঞ্চ করছে কে?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] মহারাষ্ট্র

[D] মিজোরাম

Answer:[B] কর্ণাটক


20. সম্প্রতি, প্রকাশিত ‘Corruption Perceptions Index’ -এ ভারতের অবস্থান কততম?

[A] ৮০তম

[B] ৮৫তম

[C] ৯০তম

[D] ৭৫তম

Answer: [B] ৮৫তম


21. সম্প্রতি, ১৭ই জানুয়ারী ২০২২ তারিখে প্রয়াত বিরজু মহারাজ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?

[A] কথক নৃত্য

[B] চলচিত্র নির্মাতা

[C] রাজনেতা

[D] সাংবাদিক 

Answer: [A] কথক নৃত্য


22. কোন দেশ “AFC Women’s Asian Cup 2022” -এর আয়োজন করবে?

[A] জার্মানি

[B] ভারত

[C] ইতালি

[D] পাকিস্তান

Answer: [B] ভারত


23. ICC Men’s Test Team of the Year 2021 -এর অধিনায়ক হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?

[A] রোহিত শর্মা

[B] জো রুট

[C] রোহিত শর্মা

[D] কেন উইলিয়ামসন

Answer: [D] কেন উইলিয়ামসন


24. নিচের কোন রাজ্য সরকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্য “কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড” (CESL) এর সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে?

[A] উত্তর প্রদেশ

[B] কর্ণাটক

[C] হরিয়ানা

[D] দিল্লী

Answer: [D] দিল্লী, দিল্লীই প্রথম এই চার্জিং স্টেশন স্থাপন করলো। বৈদ্যুতিক যানবাহনের কেনার ক্ষেত্রে ঋণের সুদের হারে ছাড় দেওয়ার ক্ষেত্রেও দিল্লি প্রথম হয়ে উঠেছে।


25. সম্প্রতি, প্রয়াত Ibrahim Boubaker Keita কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি?

[A] ইন্দোনেশিয়া

[B] মালী

[C] চিলি

[D] জাপান

Answer: [B] মালী

Short Note: মালীর পূর্ব রাষ্ট্রপতি Ibrahim Boubaker Keita ৮৬ বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করেন।


26. সম্প্রতি, কে ‘Labor and Employment Ministry’ -এর অতিরিক্ত সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন?

[A] অনিরুদ্ধ পাওয়ার

[B] শশাঙ্ক গোয়েল

[C] নীতিশ ধর

[D] রাবিকান্ড দেশাই

Answer: [B] শশাঙ্ক গোয়েল


27. নিম্নলিখিত কে “India Open Women’s Singles Title 2022” খেতাব জিতেছে?

[A] Busanan Ongbamrungphan

[B] PV Sindhu

[C] Supanida Katethong

[D] Saina Nehwal

Answer: [A] Busanan Ongbamrungphan


28. সম্প্রতি, ১৯ জানুয়ারী তারিখে রাজা মহরানা প্রতাপ -এর কততম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে?

[A] ৩৪০তম

[B] ৩৪৫তম

[C] ৩৪৩তম

[D] ৩৭৪তম

Answer: [C] ৩৪৩ তম


29. কোন দেশ রাজধানী জাকার্তা থেকে নুসান্তারা – তে স্থানান্তরিত করেছে?

[A] মালেশিয়া

[B] ইন্দোনেশিয়া

[C] ভিয়েতনাম

[D] মায়ানমার

Answer: [B] ইন্দোনেশিয়া, 

Short Note: ১৮ জানুয়ারী তারিখে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট জাকার্তা থেকে নুসান্তারা – তে স্থানান্তরিত করার জন্য একটি বিল পাশ করেছে।


30. সম্প্রতি, প্রকাশিত “Bose: The Untold Story of An Inconvenient Nationalist” পুস্তকটি কে লিখেছেন?

[A] অমৃতা প্রীতম

[B]মোহিত সুরি

[C] রজত শর্মা

[D] চন্দ্রচূড় ঘোষ

Answer: [D] চন্দ্রচূড় ঘোষ


31. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (Ministry of Labour and Employment) অতিরিক্ত সচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

[A] অশোক কুমার

[B] মনমোহন ভানোট

[C] শশাঙ্ক গোয়েল

[D] অজিত বিনায়ক গুপ্তে

Answer:[C] শশাঙ্ক গোয়েল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক হল ভারত সরকারের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির মধ্যে একটি। এটি ভারতের একটি ফেডারেল মন্ত্রক যা সাধারণভাবে শ্রমিকদের স্বার্থ এবং তাদের সামাজিক নিরাপত্তা রক্ষা ও সুরক্ষার জন্য কাজ করে ৷


32. সম্প্রতি অবসর ঘোষণাকারী সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] ব্যাডমিন্টন

[B] টেনিস

[C] টেবিল টেনিস

[D] স্কোয়াশ

Answer:[B] টেনিস, তিনি ২০২২ সালের শেষের দিকে অবসর নেবেন


33. নিচের কোন দেশ সম্প্রতি ভারতের সাথে সবুজ হাইড্রোজেন (green hydrogen) সহ সবুজ জ্বালানীর (green fuels) উপর যৌথ গবেষণা শুরু করতে সম্মত হয়েছে?

[A] ডেনমার্ক

[B] নরওয়ে

[C] সুইজারল্যান্ড

[D] ফ্রান্স

Answer: [A] ডেনমার্ক, প্রধানমন্ত্রী : মেট ফ্রেডেরিকসেন, রাজধানী : কোপেনহেগেন, মুদ্রা : ডেনিশ ক্রোন, অবস্থান : উত্তর ইউরোপ


34. নিচের কোন স্টক এক্সচেঞ্জটি ২০২১ সালে লেনদেনের চুক্তির সংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ডেরিভেটিভ এক্সচেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে?

[A] Shanghai Stock Exchange

[B] National Stock Exchange of India (NSE)

[C] London Stock Exchange

[D] New York Stock Exchange (NYSE)

Answer: [B] National Stock Exchange of India (NSE) ২০২১ সালের জন্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ (WFE) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে লেনদেনের সংখ্যা অনুসারে নগদ ইক্যুইটিতে NSE বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। ২০২১ সালে NSE-তে মোট নিবন্ধিত বিনিয়োগকারীর সংখ্যা ৫-কোটি ছাড়িয়ে গেছে।


35. হরিয়ানার রাজ্য মহিলা কমিশনের চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে?

[A] প্রতিমা ঝা

[B] কে.পি. অরবিন্দন

[C] রেনু ভাটিয়া

[D] কেউই নন

Answer:[C] রেনু ভাটিয়া


36. বিক্রম দেব দত্ত কোন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন?

[A] Central Electronics Limited

[B] Air India

[C] Bharat Sanchar Nigam Ltd

[D] Life Insurance Corporation

Answer: [B] Air India


37. সম্প্রতি কোন রাজ্যের “Collarwali” নামে বাঘিনীটি মারা গেল?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] মহারাষ্ট্র

[D] পশ্চিমবঙ্গ

Answer:[B] মধ্যপ্রদেশ| সে পেঞ্চ টাইগার রিজার্ভে থাকতো সারা জীবনে সে ২৯টি বাচ্চার জন্ম দিয়েছে সেই কারণে সে “সুপার মম” নামেও পরিচিত


38. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা সম্প্রতি প্রকাশিত ডিজিটাল পেমেন্ট সূচক অনুসারে, ২০২১ সালের সেপ্টেম্বরে ডিজিটাল পেমেন্টের কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

[A] ১০০ শতাংশ

[B] ১০ শতাংশ

[C] ৪০ শতাংশ

[D] ৪০০ শতাংশ

Answer: [C] ৪০ শতাংশ| RBI-এর সর্বশেষ সূচক অনুসারে, ডিজিটাল পেমেন্ট লেনদেন সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বছরে ৪০% বৃদ্ধি পেয়েছে। নবগঠিত RBI-এর ডিজিটাল পেমেন্ট সূচক (RBI-DPI) ২০২১ সালের সেপ্টেম্বরে ৩০৪.০৬-এ দাঁড়িয়েছে যেখানে মার্চ ২০২১-এ ২৭০.৫৯ এবং সেপ্টেম্বর ২০২০-এ ২১৭.৭৪ ছিল।


39. আগামী শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু করতে চলেছে কোন রাজ্য?

[A] তেলেঙ্গানা

[B] কর্নাটক

[C] উত্তরপ্রদেশ

[D] অন্ধ্রপ্রদেশ

Answer:[A] তেলেঙ্গানা


40. নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে সম্প্রতি বিদেশী ODI ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন?

[A] বিরাট কোহলি

[B] শিখর ধাওয়ান

[C] রোহিত শর্মা

[D] কেএল রাহুল

Answer: [A] বিরাট কোহলি| ১৯শে জানুয়ারী ২০২২-এ বিরাট কোহলি ODI-তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। পারলে বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ম্যাচের সিরিজের চলমান প্রথম ওয়ানডেতে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। শচীন তেন্ডুলকারকে ছাপিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ।


42. ‘Infinity Bridge’ কোথায় জনসাধারণের জন্য উদ্বোধন করা হলো?

[A] লন্ডন

[B] টোকিও

[C] দুবাই

[D] রিয়াধ

Answer:[C] দুবাই (সংযুক্ত আরব আমিরাত)


43. কোথায় 9th Women’s National Ice Hockey Championship 2022 শুরু হলো?

[A] লাদাখ

[B] জম্মু-কাশ্মীর

[C] সিকিম

[D] হিমাচল প্রদেশ

Answer:[D] হিমাচল প্রদেশ


44. বিশ্বে প্রথম উটের জন্য হোটেল তৈরি করা হলো কোন দেশে?

[A] সংযুক্ত আরব আমিরাত

[B] সৌদি আরব

[C] আফগানিস্তান

[D] ইজিপ্ট

Answer:[B] সৌদি আরব


45. নিচের কোন সাগরে সম্প্রতি Jonah’s icefish (Neopagetopsis ionah) নামে একটি মাছের প্রজাতির একটি বিশাল প্রজনন উপনিবেশ (breeding colony) আবিষ্কৃত হয়েছে?

[A] ওয়েডেল সাগর

[B] সারগাসো সাগর

[C] আরব সাগর

[D] রস সাগর

Answer:[A] ওয়েডেল সাগর| এটি আন্টার্কটিকার একটি সাগর। Jonah’s icefish হল Channichthyidae (কুমির আইসফিশ) পরিবারের একটি notothenioid মাছের প্রজাতি।


46. AFC Women’s Asian Cup 2022 হোস্ট করবে কোন দেশ?

[A] শ্রীলংকা

[B]ভারত

[C]বাংলাদেশ

[D]পাকিস্তান

Answer:[B] ভারত


47. ক্ষুদ্র ও মাঝারি চাষীদের খাদ্য নিরাপত্তার উন্নতির জন্য কোন সংস্থার সাথে পার্টনারশিপ গড়লো উড়িষ্যা সরকার?

[A] FICCI

[B]WHO

[C]UNO

[D]WFP

Answer:[D] World Food Programme (WFP) হেড কোয়ার্টার-রোম, ইতালী প্রতিষ্ঠা সাল- ১৯৬১


48. সম্প্রতি “asteroid (7482) 1994 PC1” নামে পরিচিত একটি গ্রহাণু নিরাপদে কত মিলিয়ন কিমি দূরত্ব থেকে পৃথিবীর পাশ দিয়ে যায়?

[A] ২.৮

[B] ১.৯

[C] ৩.৯

[D] ১.৪

Answer:[B] ১.৯ | বুর্জ খলিফার চেয়ে বড় একটি গ্রহাণু নিরাপদে ১৮ই জানুয়ারী ২০২২-এ পৃথিবীর পাশ দিয়ে গেছে। এটি ১.৯ মিলিয়ন কিলোমিটার দূরত্ব থেকে পৃথিবীকে অতিক্রম করেছে, যা পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্বের প্রায় পাঁচগুণ।


49. ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

[A] Roberta Metsola

[B] Maria Ressa

[C] Kristilina George

[D] Ulia Bennet

Answer:[A] Roberta Metsola-তৃতীয় মহিলা হিসাবে এই পদে নির্বাচিত হলেন


50. নিচের কোন দেশটি তার পুলিশ বাহিনীর জন্য একটি “অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার” (ALH Mk-III) আমদানির জন্য “হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড” (HAL)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

[A] ভিয়েতনাম

[B] মরিশাস

[C] মিশর

[D] ফিলিপাইন

Answer: [B] মরিশাস, রাজধানী : পোর্ট লুইস, প্রেসিডেন্ট : প্রবিন যুগনাথ, মুদ্রা : মরিশিয়ান রুপি, অবস্থান : পূর্ব আফ্রিকা


51. সম্প্রতি প্রয়াত এম.কে. প্রসাদ কী জন্য বিখ্যাত ছিলেন?

[A] সমাজ কর্মী

[B] পরিবেশ কর্মী

[C] সাহিত্যিক

[D] কৃষি বৈজ্ঞানিক

Answer:[B] পরিবেশ কর্মী, মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর তিনি সাইলেন্ট ভ্যালি বাঁচাও অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন


51. ‘Kissa Khaki Ka’ শিরোনামে প্রথমবার পডকাস্ট লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

[A] দিল্লি পুলিশ

[B]উত্তরপ্রদেশ পুলিশ

[C] মহারাষ্ট্র পুলিশ

[D] কর্ণাটক পুলিশ

Answer:[A] দিল্লি পুলিশ


52. Sydney Tennis Classic 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Aslan Karatsev, তিনি কোন দেশের খেলোয়াড়?

[A] জাপান

[B] চীন

[C] রাশিয়া

[D] নরওয়ে

Answer:[C] রাশিয়া, মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের Paula Badosa


53. দুবাইয়ে অনুষ্ঠিত International Folk Art Festival-এ সোনার মেডেল জিতলো কোন ভারতীয় নৃত্য শিল্পী?

[A] অংশ সেন

[B] নন্দন গাইকয়ার

[C] প্রিতেশ শর্মা

[D] সুমিত ভালে

Answer:[D] সুমিত ভালে, তিনি মহারাষ্ট্রের একজন লাবনী নৃত্য শিল্পী


54. International Craft Award 2021 জিতলো কোন রাজ্যের Arts and Crafts Village Organization?

[A] পশ্চিমবঙ্গ

[B]মধ্যপ্রদেশ

[C] কেরালা

[D] তেলেঙ্গানা

Answer:[C] কেরালা


55. সম্প্রতি Best FIFA Men’s Player Award জিতলো কোন ফুটবল খেলোয়াড়?

[A] Leonel Messi

[B] Christiano Ronaldo

[C] Robert Lewandowski

[D] Neymar

Answer:[C] Robert Lewandowski, তিনি পোল্যান্ডের ফুটবল খেলোয়াড় মহিলা বিভাগে এই পুরস্কার পেলেন স্পেনের Alexia Putellas


56. সম্প্রতি এক মাসে ৯২.৬ কোটি UPI লেনদেনকারী ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি?

[A] State Bank of India

[B] ICICI Bank

[C] Airtel Payment Bank

[D] Paytm Payment Bank

Answer:[D] Paytm Payment Bank


57. সম্প্রতি প্রয়াত শান্তি দেবী কী জন্য বিখ্যাত ছিলেন?

[A] পরিবেশ কর্মী

[B] সমাজ কর্মী

[C] সাহিত্যিক

[D] নৃত্য শিল্পী

Answer:[B] সমাজ কর্মী, মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর তিনি উড়িষ্যার মাওবাদী অধ্যুষিত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন তিনি ২০২১ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন


58. কোন দেশের নেভির সাথে আরব সাগরে PASSEX Exercise শুরু করলো ইন্ডিয়ান নেভি?

[A] জাপান

[B]ইন্দোনেশিয়া

[C] রাশিয়া

[D] ইজরায়েল

Answer:[C] রাশিয়া


59. Mrs. World 2022-এ Best National Costume Award জিতলো কোন ভারতীয়?

[A] নভদীপ কৌর

[B] হার্নাজ সন্ধু

[C] মোনালিসা সেন

[D] পার্ল আগার্বাল

Answer:[A] নভদীপ কৌর, তাঁর কস্টিউমের নাম হলো- “Avant Garde”, যেটি কুণ্ডলিনী চক্রের অনুকরণে তৈরি


60.Kolkata Knight Riders(KKR)-এর বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?

[A] কপিল দেব

[B] জাহির খান

[C] ভারত অরুণ

[D] কেউই নয়

Answer:[C] ভারত অরুণ


61. “Bose: The Untold Story of An Inconvenient Nationalist” শিরোনামে বই লিখলেন কে?

[A] চন্দ্রচুড় ঘোষ

[B] শুভজিৎ ঘোষ

[C] অনিন্দ্য প্রকাশ

[D] জয়দীপ কর্মকার

Answer:[A] চন্দ্রচুড় ঘোষ

January 2022 Current Affairs| Monthly Current Affairs.

 Read More:  Current Affairs| April 2022

 Read More:  Current Affairs|| March 2022 MCQ Bengali

 Read More:  January 2022 Current Affairs| Monthly Current Affairs.


Current Affairs in Bengali: January 2022 Current Affairs| Monthly Current Affairs| Today Gk website for GK, GK in Bengali, Gk For WBCS Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.