Type Here to Get Search Results !

Monthly Current Affairs| April 2022| Bengali Current Affairs

Monthly Current Affairs| April 2022| Bengali Current Affairs

Monthly Current Affairs| April 2022| Bengali Current Affairs.

Bengali Current Affairs|Monthly Current Affairs| April 2022| Bengali Current Affairs. 60 Plus Current Affairs MCQ Question.  Bengali current affairs, Wbcs Gk, Railway, SSC, Primary Tet...

প্রিয় ছাত্র-ছাত্রী: আপনারা কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার চেষ্টা করছেন তাহলে আপনারা সঠিক পেজে এসেছেন। আজকে আমরা 2022 এপ্রিল মাসের সমস্ত কারেন্ট অ্যাফোর্স নিয়ে আলোচনা করব এবং এই কারেন্ট এফেয়ার্স বা প্রশ্ন উত্তরগুলি ভারতের সমস্ত রকম কম্প্রেটিভ এক্সামস এবং সরকারি ও বেসরকারি সকল পরীক্ষার জন্য উপযোগী হবে আশা করব এই পোস্টটি আপনারা সম্পূর্ণ পড়বেন এবং এর থেকে অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ।

Dear Students: আজ আমরা আলোচনা করবো April 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs in Bengali: March 2022| Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams.   

Bengali Current Affairs| April 2022|Monthly Current Affairs.

1. 2022-2023 সালের জন্য NASSCOM এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? 

Ans: কৃষ্ণান রামানুজন।

2. International dance day প্রতিবছর কবে পালিত হয়?

Ans: 29 এপ্রিল পালন করা হয়।

3. সম্প্রতি কোন দেশ সবচেয়ে বেশি পতাকা উড়িয়ে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো ?

Ans: ভারত  দেশ সবচেয়ে বেশি পতাকা উড়িয়ে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো। 

4. জম্মু-কাশ্মীরের কোন জেলাটি ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত হিসেবে চিহ্নিত হলো?

Ans:  জম্মু-কাশ্মীরের পল্লী জেলাটি। জম্মু-কশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

5. ভারতের প্রথম অমৃতসরবর কোথায় স্থাপিত হলো?

Ans: উত্তরপ্রদেশের রামপুরে স্থাপিত হলো। 

6. TATA sons এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে?

Ans: নটরাজন চন্দ্রশেখরন।

7. Stockholm International Space Research Institute এর তথ্য অনুযায়ী আমেরিকা সামরিক খাতে ব্যয় কোন স্থান অধিকার করেছে।

Ans: প্রথম স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে রয়েছে ভারত।

8. সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার কোন সামাজিক সচেতনতা প্রচার অভিযান চালু করেছে। 

Ans: SAANS নামক একটি সামাজিক সচেতনতা প্রচার অভিযান চালু করেছে। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।

9. বিশ্ব টিকাকরণ সপ্তাহ কবে পালন করা হয়।

Ans: 24 এপ্রিল থেকে 30 এপ্রিল 2022 theme : Long Life for All.

10. 2022 সালে Walt Congress of accountants কোথায় অনুষ্ঠিত হবে?

Ans: ভারতে  অনুষ্ঠিত হবে। 

11. সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার 18 ডিসেম্বর দিনটাকে কোন দিন হিসাবে ঘোষণা করেছে?

Ans: Minorities right day হিসাবে পালন করার কথা ঘোষণা করল।

12. 2022 সালে L'Oreal sports person of the year award হিসাবে ভূষিত হলেন কে?

Ans: ম্যাক্স ভাস্টাপেন।

13. আদিত্য বিড়লা ক্যাপিটাল এর CEO  পদে নিযুক্ত হলেন কে?

Ans: Vishaka Mule.

14. সম্প্রতি মণিপুরে কোন দিন পালন করা হলো?

Ans: Khongjom Day পালন করা হলো।

15. বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে ভারতের চরম দারিদ্রতা কত পার্সেন্ট রয়েছে?

Ans: দারিদ্রতা 10.2 % হয়েছে।

16. সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার সম্পূর্ণ ডিজিটাল টিকেটিং সিস্টেম সহ কি পরিষেবা চালু করল?

Ans: বাস পরিষেবা চালু করল।  

17. 2022 সার্ভে ওপেন শিরোপা জিতলেন কে?

Ans: আন্দ্রে রুবলেভ।

18. 2022 ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার  জিতল কে?

Ans: মাক্স ভাস্তাপেন লরিয়াস।

19.প্রতি বছর বিশ্ব ম্যালেরিয়া ডে পালন করা হয় কবে?

Ans: 25 এপ্রিল। 

20. নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেনকে?

Ans: সুমন কে বেরি।

21. প্রতিবছর জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন করা হয় কবে?

Ans: 24 এপ্রিল। 

22. সম্প্রতি প্রয়াত বীণাপাণি কোন সাহিত্য ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন?

Ans: মহান্ত সাহিত্য ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন।

23. 2022 Wimbledon championship অংশগ্রহণের ক্ষেত্রে কোন কোন দেশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হলো?

Ans:  রাশিয়াও বেলারুশ খেলোয়াড়দের নিষিদ্ধ করা হলো।

24. Invictus Games 2022 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো?

Ans: নেদারল্যান্ডে অনুষ্ঠিত। 

25. শ্রীলংকা ডিসটিক এ জ্বালানি খাতে সহায়তা করার জন্য কত ডলার আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করল ভারত?

Ans: 500 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করল ভারত।

26. দেশের প্রথম রাজ্য হিসাবে তামিলনাড়ুতে শৈবাল চাষের জন্য কি স্থাপন করা হয়েছে?

Ans: Seaweed Farming  স্থাপন করা হয়েছে।

27. TATA DIGITAL এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কে?

Ans: এন চন্দ্রশেখর।

28. 2023 সালের মধ্যে ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে চলেছে কোথায়?

Ans:  কলকাতায়।

29. প্রতি বছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় কবে?

Ans: 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। 2022 Theme: harness innovation to reduce the malaria disease Barden and save lives.

30. নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

Ans: সুমন কে বেরি। সদরদপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল 2015 1লা জানুয়ারি।

31. ভারতের কোথায়  প্রথম international cruise conference অনুষ্ঠিত হবে?

Ans: মুম্বাইতে প্রথম international cruise conference অনুষ্ঠিত হবে।

32. ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?

Ans: অজয় কুমার সুদ।

33. সম্প্রতি কাইরন পোলার্ড সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন উনি কোন দেশের ক্রিকেটার ছিলেন?

Ans: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন।

34. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে?

Ans:  কর্নাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

35. আন্তর্জাতিক মাতৃ বসুন্ধরা দিবস প্রতিবছর কবে পালন করা হয়?

Ans: 22 এপ্রিল পালন করা হয়।

36. পশ্চিমবঙ্গের কোথায় দেশের সবচেয়ে বড় প্যাকিং সেন্টার তৈরি হলো?

Ans: হরিণঘাটায় দেশের সবচেয়ে বড় প্যাকিং সেন্টার তৈরি হলো।

37. ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক থ্রি হুইলার তৈরীর কারখানা স্থাপন করা হবে?

Ans: তেলেঙ্গানা রাজ্যে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক থ্রি হুইলার তৈরীর কারখানা স্থাপন করা হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও রাজধানী হায়দ্রাবাদ। 

38. বিশ্ব বইও কপিরাইট দিবস পালন করা হয় কবে?

Ans: 23 এপ্রিল বিশ্ব বইও কপিরাইট দিবস পালন করা হয়।

39. Digit insurance এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিযুক্ত হলেন কে?

Ans: জ্যাসলিন কোহলি।

Monthly Current Affairs| engali Current Affairs.

4o. P&G India এর সিইও পদে নিযুক্ত হলেন কে?

Ans: এল ভি বৈদ্যনাথ।

41. কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?

Ans: নরেশ কুমার।

42. সম্প্রতি রাশিয়া বিশ্বের শক্তিশালী মিসাইল পরীক্ষা করল  কি?

Ans: Rs 28 Sarmat নামে বিশ্বের শক্তিশালী মিসাইল পরীক্ষা করল।

43. মিলিটারি অপারেশন এর পরবর্তী ডিরেক্টার জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন কে?

Ans: লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার।

44. জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন করা হয় কবে?

Ans: 24 এপ্রিল পালন করা হয়। 

45. তানজানিয়া দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন কে?

Ans: Samia suluhu Hassan

46. সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকার গ্রাহকদের কত ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করল?

Ans: 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। গ্রীষ্মকালীন রাজধানী সিমলা শীতকালীন রাজধানী ধর্মশালা।

47. কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আসামে উত্তর-পূর্ব ভারতের প্রথম ফ্লাইং ট্রেনিং একাডেমির উদ্বোধন করলেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

48. সম্প্রতি হিমাচল প্রদেশ রাজ্য সরকার সরকারি বাসে ভ্রমণকারী মহিলাদের জন্য ভাড়ার কত পার্সেন্ট ছাড় ঘোষণা করল?

Ans: 50% ছাড় ঘো ষণা করল।

49.সম্প্রতি কোন Bank "global Celent Model Bank Award" এ ভূষিত হলেন?

Ans: Induslnd Bank.

50. ভারতের কোন রাজ্যে প্রথম portable solar rooftop system এর উদ্বোধন করা হলো?

Ans: গুজরাট রাজ্যে প্রথম portable solar rooftop system এর উদ্বোধন করা হলো।

51. Ethosh Digital তার প্রথম আইটি প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্র কোথায় খুলতে চলেছে?

Ans: লে তে খুলতে চলেছে।

52. Indian pulses and Grains association এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

Ans: বিক্রম কোঠারি।

53. প্রতিবছর কখন ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করা হয়?

Ans:  21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করা হয়।

54. 2024 সলে FIH Hockey5s World Cup কোথায় অনুষ্ঠিত হবে?

Ans: ওমানে অনুষ্ঠিত হবে।

55. ভারতের কোথায় প্রথম কমিউনিটি মিউজিয়ামের উদ্বোধন করা হলো?

Ans: লে তে প্রথম কমিউনিটি মিউজিয়ামের উদ্বোধন করা হলো।

56. বিশ্ব যকৃত দিবস প্রতিবছর কবে পালন করা হয়?

Ans:19 এপ্রিল পালন করা হয়। 

57. 2021সালে AIMA managing India awards এ সেরা পরিচালকের পুরস্কারে সম্মানিত হলেন কে?

Ans: সুজিত সরকার।

58. মনিপুর রাজ্যের ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সদর দপ্তর কমপ্লেক্সে কত ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করা হলো?

Ans: মণিপুরের রাজধানী ইম্ফল।

59. দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও "Radio Aksh" কোথায় চালু করা হলো?

Ans: নাগপুরে চালু করা হলো।

60. ভারতের প্রথম skill India international centre তৈরি হচ্ছে কোথায়?

Ans: নাগপুরে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

61. সম্প্রতি নিউজিল্যান্ডের কোন ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক খেলা থেকে অবসর গ্রহণ করলেন?

Ans: Hamish Bennett আন্তর্জাতিক খেলা থেকে অবসর গ্রহণ করলেন।

62. সম্প্রতি পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি পরিবারকে বিনামুল্যে কত ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন?

Ans: 300 ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান।

63. দিল্লিতে PMs Museum এর অফিশিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হলো কে?

Ans:  Paytm.


Monthly Current Affairs| April 2022| Bengali Current Affairs.

 Read More:  Current Affairs| April 2022

 Read More:  Current Affairs| March 2022 MCQ Bengali

 Read More:  January 2022 Current Affairs| Monthly Current Affairs.


Current Affairs in Bengali:  April 2022 Current Affairs| Monthly Current Affairs| Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.