Type Here to Get Search Results !

WB Police Constable| Police Constable Exam - বাংলা GK প্রশ্ন উত্তর।

WB Police Constable| Police Constable Exam - বাংলা GK প্রশ্ন উত্তর।

WB Police Constable| Police Constable Exam - বাংলা Gk প্রশ্ন উত্তর। 

WB Police Constable| Police Constable Exam - বাংলা Gk প্রশ্ন উত্তর|  30টি General Knowledge in Bengali| WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর|  গুরুত্বপূর্ণ 30 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো।

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| 30টি General Knowledge in Bengali|  গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো। বাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল- General Knowledge Questions And Answers for Competitive Exam.

West Bengal government - একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police Constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। Today GK All Exams- এর জন্য নিয়ে এসেছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 30টি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 

Police Constable Exam - General Knowledge Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank,Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।  জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk Quiz Bengali Police exam, Wbp প্রশ্ন ও উত্তর, পুলিশের পরীক্ষার প্রশ্ন, জি কে প্রশ্ন ও উত্তর, WBP GK Questions, WBP GK in Bengali


WB Police Constable| Police Constable Exam GK

1. Herborium of Forest Research Institute কোথায় অবস্থিত?
Ans: দেরাদুন।

2. Blatter Herborium কোথায় অবস্থিত ? 
Ans: মুম্বাই। 

3. ফাইলোড বা পর্ণবৃত্ত দেখা যায় 
Ans: জেরোফাইটে। 

4. গম গাছ কোন ফ্যামিলির অন্তর্গত? 
Ans: পোয়েসি। 

5. Xanthomonascitri দেখা যায় - লেবু গাছে। 

6. আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস (International Missing Children's Day) কবে পালিত হয়?  
Ans: 25 মে।

7. Oxford Student Union-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ছাত্রী?
Ans: আনভি ভুটানি।

8. মায়োলিন আবরণী কোথায় থাকে? 
Ans: অ্যাক্সন। 

9. তিমি মাছের গমনাঙ্গ হল 
Ans:  প্যাডেল।

10. তিব্বত অভিযান কত সালে হয়েছিল? 
Ans: ১৯০৪ সালে। 

11. পামীর মালভূমির উচ্চতা কত ? 
Ans: ৪,৪৭৩ মিটার।

12. কর্ণাটকের মালভূমি কি জাতীয় মালভূমি ? 
Ans: ব্যবচ্ছিন্ন মালভূমি। 

13. প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? 
Ans: ১৮৪৫-৪৬ সালে।

14. খেরিয়া বিমানবন্দর কোথায় অবস্থিত ? 
Ans: আগ্রাতে।

WB Police Constable Exam - বাংলা GK প্রশ্ন উত্তর।


15. তরাই অঞ্চলের মধ্য দিয়ে যে দুই সড়ক পথ চলে গেছে তাদের নাম কি? 
Ans: ৩১নং জাতীয় সড়ক ও ৩৪ নং জাতীয় সড়ক। 

16. আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans: কালজ্বানি। 

17. লেঙ্গপুই বিমানবন্দর কোথায় অবস্থিত ? 
Ans: আইজল। 

18. ‘প্রাচ্যের মুক্তো কোন দেশকে বলা হয় ? 
Ans: শ্রীলঙ্কাকে। 

19. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? 
Ans: ক্যানিয়ন। 

20. গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত? 
Ans: ৩৪৯ কিমি।

21. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ? 
Ans: জাম্বেসী নদীর তীরে।

22. নিচের কোন অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয় (Doldrums) বলা হয় ? 
Ans: 5° উত্তর এবং 5° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। 

23. যখন বৃষ্টি হয় তখন বায়ুমন্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয় ? 
Ans: 100 শতাংশ।

24. গ্রীনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত, সেটি কি? 
Ans: জুলু টাইম।

25. পৃথিবীর পরিধি কে প্রথম নির্ণয় করেছিলেন ? 
Ans: ইরাসথেনিস। 

26. মাসাই কাদের বলা হয়? 
Ans: কেনিয়ার যাযাবর উপজাতিদের। 

27. কিরঘিজ উপাজাতি কোথায় বাস করে? 
Ans: পশ্চিম-মধ্য এশিয়ায় । 

28. জুলু কি? 
Ans: দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী।

WB Police exams| WBP exams Questions And Answers

WB Police Constable| Police Constable Exam- বাংলা GK প্রশ্ন উত্তর।Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank,Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষার জন্য।

West Bengal government - একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police Constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। Today GK All Exams- এর জন্য নিয়ে এসেছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 30টি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 

Police Constable Exam - General Knowledge Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank,Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।  জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk Quiz Bengali Police exam, Wbp প্রশ্ন ও উত্তর, পুলিশের পরীক্ষার প্রশ্ন, জি কে প্রশ্ন ও উত্তর, WBP GK Questions, WBP GK in Bengali

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.