Type Here to Get Search Results !

ভারতের রাষ্ট্রপতি Mcq quiz in Bengali | 50 Questions and Answers.

ভারতের রাষ্ট্রপতি–Mcq quiz in Bengali| 50 Questions and Answer.  President of India – 50 MCQ Questions and Answers, General Knowledge Bengali Version, GK Questions.

ভারতের রাষ্ট্রপতি–Mcq quiz in Bengali | 50 Questions and Answer.

ভারতের রাষ্ট্রপতি–Mcq quiz in Bengali| 50 Questions and Answer.  President of India – 50 MCQ Questions and Answers, General Knowledge Bengali Version, GK Questions.

Today Gk All Exams- এ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ব্লগ ওয়েবসাইট পোস্টে ভিজিট করার জন্য। আপনারা যদি রাষ্ট্রপতি সম্পর্কে কোন কিছু তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাদের জন্য এই পোস্টে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে 50টিও বেশী MCQ Questions and Answer, General Knowledge Bengali Version, GK Questions. নিচে খুবই সুন্দর ভাবে আলোচনা করা হলো। ভারতের রাষ্ট্রপতি–Mcq quiz in Bengali | 50 Questions and Answers.

ভারতের রাষ্ট্রপতি – রাষ্ট্রবিজ্ঞান কুইজ: President of India – Political Science Quiz in Bengali: ভারতের রাষ্ট্রপতি – রাষ্ট্রবিজ্ঞান কুইজ| President of India– Political Science Quiz in Bengali নিচে দেওয়া হলো। এই ভারতের রাষ্ট্রপতি– রাষ্ট্রবিজ্ঞান কুইজ– President of India– Political Science Quiz in Bengali থেকে Multiple Choice Question, Short Question, Question and Answer, Suggestion, Notes গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতি – Mcq quiz in Bengali | 50 Questions and Answers.

আজকে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতির সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলি আসন্ন পরীক্ষাগুলোতে আসতে পারে যেমন, Railway group-d, RRB, SSC, UPSC, Primary TET, Army, Air force, Kolkata police, WB police, এই সমস্ত সরকারি ও বেসরকারি পরীক্ষাতে এই- General Knowledge, MCQ Questions and Answer, General Knowledge Bengali Version, GK question, GK in Bengali প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ আসন্ন সমস্ত পরীক্ষাগুলিতে।

ভারতের রাষ্ট্রপতি Mcq quiz in Bengali| Political Science Quiz in Bengali

1) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? 
ANS: ডঃ রাজেন্দ্র প্রসাদ 

2) ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স কত বছর ? 
ANS: 35 বছর 

3) ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন ?
ANS: উপরাষ্ট্রপতি 

4) কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ?
ANS: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

5) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে ?
ANS: 61 নং ধারায় 

6) সংসদের অনুমোদন ব্যতিরেকে রাস্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কত দিন কার্যকারী থাকে ?
ANS: সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর ছয় সপ্তাহ পর্যন্ত 

7) রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই যখন 
ANS: পার্লামেন্টের দুটি অধিবেশনের একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশন শুরুর আগে মধ্যবর্তী সময়ে 

8) রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন - 
ANS: প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশন 

9) রাষ্টপতির ভাষন প্রস্তুত করেন কে ?
ANS: প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট 

10) রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ভিত্তি কি ?
ANS: এক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব 

11) ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি ওই মর্মে -
ANS: ইউনিয়ন ক্যাবিনেট এর লিখিত পরামর্শ লাভ করে 

12) ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে -
ANS: রাষ্ট্রপতি 

13) কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে বিলটিতে সাক্ষর দানে বাধ্য থাকেন ?
ANS: অর্থবিল বা মানি বিল 

14) সংসদ কর্তৃক কোন বিল অনুমোদিত হবার পর রাষ্ট্রপতি - 
ANS: পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন 

15) ভারতের রাষ্ট্রপতি কি উপায়ে নির্বাচিত হন ?
ANS: পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উচ্চকক্ষের নির্বাচিত সদস্য বৃন্দ নিয়ে গঠিত নির্বাচন মন্ডলী দ্বারা 

16) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ?
ANS: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে ।

17) যে নির্বাচন মন্ডলী ভারতের রাষ্ট্রপতি কে নির্বাচিত করে তার গঠিত হয় - 
ANS: কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য গনের দ্বারা 

18) ভারতের রাষ্ট্রপতি কারা নির্বাচিত করেন ?
ANS: এমপি এবং এমএলএ রা 

19) ভারতের রাষ্ট্রপতি কিসের প্রধান ?
ANS: রাষ্ট্রের প্রধান 

20) ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
ANS: 5 বছর 

21) বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দুজন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন ?
ANS: anglo-Indian 

22) সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন কে ?
ANS: রাষ্ট্রপতি 

23) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোনও রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন ?
ANS: 356 

24) মৌলিক অধিকার গুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে ?
ANS: সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি 

25) কোন ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন ?
ANS: রাষ্ট্রপতি 

President of India – 50 Mcq quiz in Bengali.


26) ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে - 
ANS: যুদ্ধ অথবা যুদ্ধের ভয়, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা, আর্থিক অস্থিরতা 


27) পুরোটা শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায় ?
ANS: সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিসংশা 


28) আইনসভার দুটি কক্ষ থেকে পাশ হওয়ার পর যখন কোন বিল রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি---?
ANS: বিলটিকে পুনর্বিবেচনার জন্য আইন সভায় পূর্ণ প্রেরণ করতে পারেন ।


29) রাষ্টপতির জারি করা জরুরি অবস্থা ঘোষণা কে কত দিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?
ANS: জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে দুমাস 

30) কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে আহ্বান করেন ?
ANS: রাষ্ট্রপতি 

31) লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন কে ?
ANS: প্রধানমন্ত্রী সুপারিশে রাষ্ট্রপতি 

32) রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন যদি 
ANS: একটি কক্ষের অনুমোদিত বিল অপরপক্ষ বাতিল করে দেয় (খ) কোন বিলের সংশোধনের বিষয়ে একটি কক্ষ যে মত দিয়েছে অপরপক্ষ সেটি মানতে নারাজ (গ) উভয় কক্ষের সংসদের নিয়ে একটি কমিটি নিযুক্ত করেন লোকসভার স্পিকার 

33) যখন কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তখন সেটা দূর করার জন্য - কাকে জন্য হয়?
ANS: রাষ্ট্রপতি দুটি কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান জানান।

34) সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি - কি মানতে বাধ্য?
ANS: মানতে বাধ্য নন। 

35) কোন কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণ করতে হয় কত মাসের মধ্যে ?
ANS: ছয় মাসের মধ্যে। 

36) কোন আধিকারিককে নিয়োগের ক্ষেত্রে রাষ্টপতির কোন ভূমিকা থাকে না ?
ANS: জেলা জজ। 

37) রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য কে মনোনীত করেন ?
ANS: 12 জন 

38) রাষ্ট্রপতি মাত্র একবার তার সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলেন ?
ANS: ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে। 

39) কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ?
ANS: নিলাম সঞ্জীব রেড্ডি। 

40) কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
ANS: রাষ্ট্রপতি। 

41) কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোন সদস্য রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু তাকে ?
ANS: নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে পদত্যাগ করতে হয়। 

42) ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন - কোন কোন ক্ষমতা?
ANS: আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা। 

43) কোন বিলে রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য থাকেন ?
ANS: অর্থবিল 

44) রাষ্ট্রপতি বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে কতজন এর সমর্থন প্রয়োজন ?
ANS: 25 শতাংশের সমর্থন প্রয়োজন 

45) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন কে ?
ANS: প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি 

46) সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ শেষ বা অবসর গ্রহণের আগে - 
ANS: রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন সংসদের রেকমান্ডেশন এ 

47) সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে ?
ANS: রাষ্ট্রপতি 

48) সুপ্রিম কোর্টের কোন বিচারপতি যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার অথবা অবসর গ্রহণের আগে পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে ?
ANS: রাষ্ট্রপতি 

49) যখন রাষ্ট্রপতি কোন রাজ্য শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপাল কে নিয়োগ করেন তখন তিনি প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?
ANS: সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

50) ভারতের কোন অঙ্গ রাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে ?
ANS: রাষ্ট্রপতি 

51) ভারতের কোনো অঙ্গরাজ্য রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান , তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে ?
ANS: রাষ্ট্রপতি 

52) মুখ্য নির্বাচন কমিশনার কে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন 
ANS: রাষ্ট্রপতি সংসদের সুপারিশে 

53) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয় - কত জন  নির্বাচক দ্বারা? 
ANS: 50 জন নির্বাচক দ্বারা 

54) কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন 
ANS: ডঃ রাজেন্দ্র প্রসাদ। 

55) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তা নিষ্পত্তি করে কে ?
ANS: সুপ্রিম কোর্ট 

56) ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন ?
ANS: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

57) নিম্নলিখিত দের মধ্যে কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন ?
ANS: ডক্টর এস রাধাকৃষ্ণাণ। 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের – Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.