Type Here to Get Search Results !

Madhyamik Geography Suggestion 2023| [Test Exam]

Madhyamik Geography Suggestion 2023| [Test Exam]

Geography Suggestion Madhyamik 2023| মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি খুব ইম্পর্টেন্ট। 

Madhyamik Geography Suggestion 2023 |[Test Exam] মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩| Madhyamik Geography Suggestion 2023[Test Exam] মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Geography 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশান গুলি:

Madhyamik Geography Suggestion 2023| [Test Exam]

 [বিভাগ-ক] 

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪

১.১ অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল – (ক) স্বাভাবিক বাঁধ, (খ) এসকার, (গ) সিফ বালিয়াড়ি, (ঘ) জলপ্রপাত।

১.২ ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল – (ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, (খ) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, (গ) জোয়ারভাটা ও বানডাকা, (ঘ) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা।

১.৩ গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল –(ক) নদী, (খ) বায়ু, (গ) হিমবাহ, (ঘ) জলধারা ও বায়ুর মিলিত কার্য।

১.৪ শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে – (ক) ওয়াদি, (খ) বাজাদা, (গ) প্লায়া, (ঘ) পেডিমেন্ট।

১.৫ বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল – (ক) ওজোন, (খ) লবণকণা, (গ) শিশির, (ঘ) মেঘ।

১.৬ প্রায় সারাবছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে – (ক) মৌসুমি জলবায়ু অঞ্চলে, (খ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, (গ) তুন্দ্রাজলবায়ু অঞ্চলে, (ঘ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

১.৭ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে – (ক) পেরিজি, (খ) সিজিগি, (গ) অ্যাপোজি, (ঘ) পূর্ণিমা।

১.৮ একটি সংক্রামক বর্জ্য হল – (ক) শাকসবজির খোসা, (খ) ব্যবহৃত সিরিঞ্জ, (গ) প্লাস্টিকের প্যাকেট, (ঘ) ধাতব টুকরো।

১.৯ ভারতে অবস্থিত হিমাদ্রি-হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –(ক) মাউন্ট এভারেস্ট, (খ) গডউইন অস্টিন, (গ) সান্দাকফু, (ঘ) কাঞ্চনজঙ্ঘা।

১.১০ ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হল (ক) শীতল ও শুষ্ক দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, (খ) শীতল ও শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু, (গ) শীতল ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, (ঘ) শীতল ও আর্দ্র উত্তর-পূর্ব মৌসুমি বায়ু।

১.১১ ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে – (ক) কালো মাটি, (খ) পলি মাটি, (গ) ল্যাটেরাইট মাটি, (ঘ) লাল মাটি।

১.১২ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল – (ক) কূপ ও নলকূপ, (খ) খাল, (গ) ফোয়ারা, (ঘ) জলাশয়।

১.১৩ গোমতি নদীর তীরে অবস্থিত শহরটি হল – (ক) লক্ষ্ণৌ, (খ) এলাহাবাদ, (গ) কানপুর, (ঘ) আগ্রা।

১.১৪ ‘Radar’ হল – (ক) প্যাসিভ সেন্সর, (খ) অ্যাকটিভ সেন্সর, (গ) কৃত্রিম উপগ্রহ, (ঘ) ক্যামেরা।


 [বিভাগ-খ] 

২। ২.১ নীচের বিবৃতিগুলি সত্য হলে ‘ঠিক’ আর মিথ্যা হলে ‘ভুল’ লেখো : (যে-কোনো ছটি) ১×৬=৬

২.১.১ পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিঃবিধৌত সমভূমি।

৮০২.১.২ ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে।

২.১.৩ পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উয় সমুদ্রস্রোত হল এল নিনো।

২.১.৪ পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়।

২.১.৫ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন।

২.১.৬ পৃথিবীর আবর্তনের সাথে সাযুজ্য রেখে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলিকে সূর্য সমলয় উপগ্রহ বলে।

২.১.৭ জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো ছটি) ১×৬=৬

২.২.১ বাষ্পমোচন দ্বারা— বায়ুতে মেশে।

২.২.২ উত্তপ্ত ভূপৃষ্ঠ__তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে।

২.২.৩ চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে___বলে।

২.২.৪ ডেকানট্র্যাপের___মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত।

২.২.৫ পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে___নামক যন্ত্র।

২.২.৬ রাজস্থানে মরুভূমির চলমান বালিয়াড়িগুলি___নামে পরিচিত।

২.২.৭ কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে___কাঁচামাল বলে।


২.৩ বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো :  ১×৪=৪  

'বামদিক' 'ডানদিক'

২.৩.১ K2

১. ব্যাকটেরিয়া

২.৩.২ জীব বিশ্লেষ্য

২. টর্নেডো

২.৩.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত

৩. প্ল্যাংকটন

২.৩.৪ মগ্নচড়া

. কারাকোরাম

২.৪ নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও : (যে-কোনো ছটি) ১×৬=৬  

২.৪.১ পার্বত্য গতিতে কোন্ প্রক্রিয়ায় নদীখাতে মন্থকূপ সৃষ্টি হয়?

২.৪.২ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কী?

২.৪.৩ ভারতের কোন্ সমভূমি অঞ্চলে উন্নতার প্রসর সবচেয়ে বেশি?

২.৪.৪ ভারতে কোন্ সময়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে?

২.৪.৫ তৈল-রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো।

২.৪.৬ যে শস্য জুন-জুলাই মাসে বপন এবং নভেম্বর-ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কী শস্য বলে?

২.৪.৭ শহর ও শিল্পাঞ্চলের ধোঁয়াপূর্ণ কুয়াশা কী নামে পরিচিত?

২.৪.৮ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

Madhyamik Geography Suggestion 2023| [Test Exam]

 [বিভাগ-গ] 

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ২×৬=১২

৩.১ কীভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ ঘটে?

অথবা, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ ডুবে যাওয়ার দুটি কারণ উল্লেখ করো।

৩.২ মেঘাচ্ছন্নতা কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে?

অথবা, দুন বলতে কী বোঝায়? অথবা, রপ্তানি বন্ধন কাকে বলে?

৩.৩ কম্পোস্টিং বলতে কী বোঝো? অথবা, ইউট্রোফিকেশন বলতে কী বোঝায়?

৩.৪ দাক্ষিণাত্যের মালভূমি ‘ডেকান ট্র্যাপ’ নামে পরিচিত কেন? অথবা, ফালি চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব?

৩.৫ একটি খারিফ ও একটি রবিশস্যের নাম লেখো।

অথবা, অবিশুদ্ধ কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্য পরিবহণের জন্য কোন্ পরিবহণ মাধ্যম সর্বাপেক্ষা কম ব্যয়সাপেক্ষ ও কেন?

৩.৬ সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলতে কী বোঝো?

অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।


 [বিভাগ-ঘ] 

৪। সংক্ষেপে ব্যাখ্যা করো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ×৪=১২

৪.১ নদীর পার্বত্যপ্রবাহে 'V' ও 'I' আকৃতির উপত্যকা গঠিত হয় – যুক্তি সহকারে ব্যাখ্যা করো। অথবা, দক্ষিণ এশিয়ার মৌসুমি বায়ুপ্রবাহ কীভাবে জেট বায়ু দ্বারা প্রভাবিত হয়?

৪.২ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। অথবা, বর্জ্য ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন তা যুক্তি সহকারে লেখো।

৪.৩ গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে? 

অথবা, ভৌমজলতলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে লেখো।

৪.৪ স্কেলের ব্যবহার অনুযায়ী যে-কোনো দুধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের চারটি বৈশিষ্ট্য লেখো।

অথবা, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র (Satellite image) তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো।


 [বিভাগ-ঙ] 

৫। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ×২ = ১০

৫.১ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করছে উদাহরণ সহকারে ব্যাখ্যা করো।

৫.২ বায়ুচাপ বলয় দ্বারা কীভাবে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু প্রবাহ নিয়ন্ত্রিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।

৫.৩ পৃথিবী, চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কীভাবে জোয়ারভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো।

৫.৪ চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচলন বৃষ্টি সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করো।


৬। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২= ১০

৬.১ ভারতের ঋতুবৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো।

৬.২ কোনো স্থানের ভৌগোলিক পরিবেশ কীভাবে সেই স্থানের প্রধান কৃষিজ ফসল উৎপাদনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। 

৬.৩ পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো।

৬.৪ ভারতীয় রেলব্যবস্থা যাত্রী ও পণ্য পরিবহণে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা ব্যাখ্যা করো।


 [বিভাগ-চ] 

৭। ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্নসহ চিহ্নিত করো : ১×১০=১০

৭.১ সাতপুরা পর্বত, ৭.২ নর্মদা নদী, ৭.৩ বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ৭.৪ পশ্চিম ভারতের একটি কৃয় মৃত্তিকাযুক্ত অঞ্চল, ৭.৫ পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল, ৭.৬ পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ৭.৭ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল,  ৭.৮ উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর, ৭.৯ ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর,  ৭.১০ পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।

Madhyamik Geography Suggestion 2023| [Test Exam]

West Bengal Madhyamik 2023 Geography Suggestion Download in Geography version. WBBSE Madhyamik Geography suggestion 2023 pdf version. Get the complete Madhayamik Geography Suggestion 2023 with 100% Common in Examination. Madhyamik 2023 Geography Suggestion pdf download. Madhyamik Scientific Suggestion. WBBSE Class 10th Geography exam 2023 notes and Important questions.

Madhyamik Geography Suggestion 2023

This Madhyamik 2023 Geography Suggestion was prepared by expert subject teachers. Hope this will help you on your first Board Examination. First, read carefully your textbooks and then practice this suggestion paper. In this suggestion, all the questions are mentioned, which are important Madhyamik 2023 Geography exam.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.