Type Here to Get Search Results !

Madhyamik History Suggestion 2023 [Test Exams]

Madhyamik History Suggestion 2023 [Test Exams]

Madhyamik History Suggestion 2023| School Test Exam Time.


Madhyamik 2023 History Suggestion Download Madhyamik History 2023 Suggestion with all the important questions and Notes.WBBSE Class 10th History Exams.

Madhyamik 2023 History Suggestion Download Madhyamik History 2023 Suggestion with all the important questions and Notes. This year's test exams. Madhyamik 2023 History exam will at 11:45 am to 3:00 pm. Download West Bengal Madhyamik 2023 Bengali Suggestion.

Madhyamik 2023 History Question Paper Marks Details The total marks for this Examination will be 100, out of which 90 marks for the written exam and 10 marks for viva vice. The question pattern and Marks distribution of the Madhyamik History question paper are given below.

Madhyamik History Suggestion 2023 [Test Exams]   

[বিভাগ-ক]

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১x২০=২০

১.১ বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস – (ক) পরিবেশ ইতিহাসচর্চার বিষয়, (খ) শহরের ইতিহাসচর্চার বিষয়, (গ) সামাজিক ইতিহাসচর্চার বিষয়, (ঘ) সামরিক ইতিহাসচর্চার বিষয়।

১.২ সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে (ক) সরকারি আধিকারিকদের প্রতিবেদন, (খ) রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, (গ) সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা, (ঘ) ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির সংকলন।

১.৩ উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল। (ক) সোমপ্রকাশ পত্রিকার, (খ) বঙ্গদর্শন পত্রিকার, (গ) গ্রামবার্ত্তা প্রকাশিকার, (ঘ) বামাবোধিনী পত্রিকার

১.৪ 'যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃয় বোঝাতে চেয়েছিলেন- (ক) নব্যবেদান্তবাদের আদর্শ, (খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ, (গ) পৌত্তলিকতার আদর্শ, (ঘ) নবজাগরণের আদর্শ।

১.৫ এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রি) তৈরি হয়েছিল।- (ক) প্রাচ্যবিদ্যাচর্চার জন্য, (খ) পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য, (গ) সামরিক বিদ্যাচর্চার জন্য, (ঘ) হিন্দু ও ইসলামীয় আইনচর্চার জন্য।

১.৬ ব্রিটিশরা ‘চোর-ডাকাত’-এর তকমা দিয়েছিল – (ক) চুয়াড় বিদ্রোহীদের, (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের, (গ) মুন্ডা বিদ্রোহীদের, (ঘ) বারাসাত বিদ্রোহীদের।

১.৭ আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে। (ক) ছোটোনাগপুর অঞ্চলে, (খ) দুমকা অঞ্চলে, (গ) জঙ্গলমহল অঞ্চলে, (ঘ) রাঁচি-চক্রধরপুর অঞ্চলে।

১.৮ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারত (ক) স্বাধীন হয়েছিল, (খ) সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল, (গ) ব্রিটিশ কোম্পানির শাসনের অধীনে এসেছিল, (ঘ) ডোমিনিয়ন স্টেটাস পেয়েছিল।

১.৯ অবনীন্দ্রনাথ ঠাকুর-এর সৃষ্টি – (ক) বর্তমান ভারত, (খ) আনন্দমঠ, (গ) গোরা, (ঘ) ভারতমাতা।

১.১০ ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল - (ক) ভারতসভা, (খ) জমিদার সভা, (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা, (ঘ) ভারতের জাতীয় কংগ্রেস।

১.১১ উনিশ শতকে বাংলায় বিদ্যালয়স্তরে পাঠ্যবই যোগান দিত- (ক) এশিয়াটিক সোসাইটি, (খ) ইউ রায় অ্যান্ড সন্স, (গ) ডন সোসাইটি, (ঘ) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি।

১.১২ রবীন্দ্রনাথের ‘তোতাকাহিনী’ গল্পটি মূলত – (ক) ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা, (খ) বিশ্বভারতীর শিক্ষাব্যবস্থার সমালোচনা, (গ) আধুনিক বিজ্ঞান শিক্ষার সমালোচনা, (ঘ) আধুনিক চিকিৎসাবিদ্যা শিক্ষার সমালোচনা।

১.১৩ একা আন্দোলন শুরু হয়েছিল— (ক) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর্যায়ে, (খ) অসহযোগ আন্দোলনের পর্যায়ে, (গ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, (ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে।

১.১৪ লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন – (ক) সর্বভারতীয় কিষানসভার, (খ) মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশনের, (গ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, (ঘ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির।

১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। (ক) জমি অধিগ্রহণের দাবিতে, (খ) খাজনা হ্রাসের দাবিতে, (গ) মজুরি বৃদ্ধির দাবিতে, (ঘ) ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য।

১.১৬ সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন -(ক) বয়কট আন্দোলনের বিরোধিতার জন্য, (খ) জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনার জন্য, (গ) দেশীয় শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে, (ঘ) স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য।

১.১৭ অ্যান্টি-কার্লাইল সোসাইটি গড়ে ওঠে – (ক) স্বদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে, (খ) প্রাচ্যবাদী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে, (গ) বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে, (ঘ) ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে।

১.১৮ রশিদ আলি দিবস পালিত হয়েছিল— (ক) নৌবিদ্রোহের সমর্থনে, (খ) খিলাফৎ আন্দোলনের সমর্থনে, (গ) আইন অমান্য আন্দোলনের সমর্থনে, (ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে

১.১৯ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন
(ক) মহাত্মা গান্ধি, (খ) লিয়াকৎ আলি, (গ) বল্লভভাই প্যাটেল, (ঘ) মহম্মদ আলি জিন্না।

১.২০ রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রি) তৈরি হয় – (ক) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য, (খ) হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য, (গ) উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য, (ঘ) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সমস্যা সমাধানের জন্য।

History Suggestion Madhyamik 2023 [Test Exams]

[বিভাগ-খ]

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)

[উপবিভাগ] ২.১ একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ কোন্ গভর্নর জেনারেলের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়? 
Ans: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন সময়ে তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করা হয়েছিল।

২.১.২ বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল? 
Ans: ব্রিটিশ-বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট । বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা । তাহলে ব্রিটিশ পুঁজিপতিরা সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ সৃষ্টি করবে ।

২.১.৩ বীণা দাস কী জন্য স্মরণীয়? 
Ans: 

২.১.৪ কোন্ প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল?
Ans: গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটি ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা।


[উপবিভাগ] ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ বিপিনচন্দ্র পালের লেখা সত্তর বৎসর একটি সরকারি নথি। 
২.২.২ স্কুল বুক সোসাইটি (১৮১৭)প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা। 
২.২.৩ ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়তউল্লাহ।
২.২.৪ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার।

[উপবিভাগ] ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ
‘খ’ স্তম্ভ
২.৩.১ বঙ্গদর্শন
(১) হরিনাথ মজুমদার
২.৩.২ গ্রামবার্ত্তা প্রকাশিকা
(২) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২.৩.৩ গোরা
(৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.৪ হাফটোন পদ্ধতি
(৪) রবীন্দ্রনাথ ঠাকুর

[উপবিভাগ] ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
২.৪.১ চুয়াড় বিদ্রোহের একটি অঞ্চল, ২.৪.২ কানপুর, ২.৪.৩ চট্টগ্রাম, ২.৪.৪ দেশীয় রাজ্য মহীশূর।

[উপবিভাগ]২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন।
ব্যাখ্যা ১ : ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তাঁর উদ্দেশ্য ছিল।
ব্যাখ্যা ২ : ভারতবাসীর সামনে ইংরেজ শায়ূনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তাঁর উদ্দেশ্য ছিল
ব্যাখ্যা ৩ : উপনিবেশ-বিরোধী আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরা তাঁর উদ্দেশ্য ছিল।

২.৫.২ বিবৃতি : কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রি) মূলত উপনিবেশ-বিরোধী সংগ্রাম ছিল।
ব্যাখ্যা ১ : কোল জনগণ ব্রিটিশ কোম্পানির হাত থেকে দেশের শাসনক্ষমতা দখল করতে চেয়েছিল।
ব্যাখ্যা ২ : ছোটোনাগপুর অঞ্চলে কোম্পানি-শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল।
ব্যাখ্যা ৩ : কোল বিদ্রোহে দেশীয় বুদ্ধিজীবী সম্প্রদায় নেতৃত্ব দিয়েছিল।

২.৫.৩ বিবৃতি : জয়প্রকাশ নারায়ণ ১৯৩৪ সালে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন।
ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের থেকে বেরিয়ে যাওয়া।
ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল একটি পৃথক বামপন্থী দল প্রতিষ্ঠা করা।
ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী অংশ সংগঠিত করা।

২.৫.৪ বিবৃতি : ১৯৩২ সালে মহাত্মা গান্ধি ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাখ্যা ১ : র‍্যামসে ম্যাকডোনাল্ড-এর ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ তাঁরা মেনে নেন।
ব্যাখ্যা ২ : লন্ডনে অনুষ্ঠিত তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের বিষয়ে তাঁরা সহমত হন
ব্যাখ্যা ৩ : হিন্দু ও দলিতের যৌথ নির্বাচন প্রক্রিয়া তাঁরা মেনে নেন।

[বিভাগ-গ]

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি) ২×১১=২২

৩.১ ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র কেন গুরুত্বপূর্ণ?
৩.২ স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
৩.৩ স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন ‘নব্য'?
৩.৪ বাংলার নারীশিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল?
৩.৫ মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
৩.৬ ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো।
৩.৭ গভর্নর জেনারেল ও ভাইসরয়-এর পার্থক্য কী?
৩.৮ হিন্দুমেলা কীভাবে উপনিবেশ-বিরোধী মনোভাব সংগঠিত করেছিল?
৩.৯ কারিগরি শিক্ষাবিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কী ছিল?
৩.১০ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন?
৩.১১ তেভাগা আন্দোলনের নাম ‘তেভাগা’ কেন হয়েছিল?
৩.১২ তাম্রলিপ্ত জাতীয় সরকার কী?
৩.১৩ বাংলার বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স-এর ভূমিকা কী ছিল?
৩.১৪ প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন?
৩.১৫ স্মৃতিকথাকে কীভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
৩.১৬ সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল?

[বিভাগ-ঘ]

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৪×৬=২৪

উপবিভাগ ঘ.১। ৪.১. হুতোম প্যাঁচার নকশায় সমকালীন সমাজের ছবি কীভাবে ফুটে উঠেছে?
৪.২ বাংলায় চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো।

উপবিভাগ ঘ.২। ৪.৩ বাংলায় সংগঠিত নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
৪.৪ বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব— এই তিনটি ধারণার পার্থক্যগুলি একটি করে উদাহরণসহ ব্যাখ্যা করো।

উপবিভাগ ঘ.৩।  ৪.৫ টীকা লেখো : ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
 ৪.৬ টীকা লেখো : মিরাট ষড়যন্ত্র মামলা।

উপবিভাগ ঘ.৪। ৪.৭ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল?
৪.৮ দেশভাগ-পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো।


[বিভাগ-ঙ]

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ অসহযোগ আন্দোলনে নারীরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন—বক্তব্যটি বিশ্লেষণ করো। বিশ শতকের ভারতে উপনিবেশ-বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ব্যাখ্যা করো।

৫.২ উনিশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল--উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারত মাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা কর। ৩+৫

৫.৩ উনিশ শতকে সমাজ সংস্কারের প্রেক্ষিতে সতীদাহপ্রথা- বিরোধী আন্দোলন ও বিধবাবিবাহ প্রচলনের আন্দোলন দুটি তাৎপর্য বিশ্লেষণ কর। নব্যবঙ্গ গোষ্ঠী কিভাবে উনিশ শতকের উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল। ৫+৩

West Bengal Madhyamik History Suggestion 2023 | WBBSE Class 10th Madhyamik History Suggestion 2023. Madhyamik History Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2023 History Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik History Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2023 History Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2023 Model Question Paper Download.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.