Type Here to Get Search Results !

Madhyamik Bengali School Test Suggestion 2023.

Madhyamik Bengali school Test suggestions 2023.

Madhyamik Bengali school Test suggestion 2023.

মাধ্যমিক স্কুল টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি Madhymik suggestions।Madhyamik test suggestions 2023. Madhyamik school test suggestions

Today Gk All Exams: মাধ্যমিক স্কুল টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি Madhymik suggestions।Madhyamik test suggestions 2023. Madhyamik school test suggestions.

প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই ব্লক ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো মাধ্যমিক স্কুল টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি 2023 এর Madhymik বেস্ট সাজেশন। Madhyamik test suggestion 2023. Madhyamik school test suggestion 2023. 

মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশান গুলি:

Dear student: যদি পিডিএফ[PDF] এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পিডিএফ ফাইল আমরা দিয়ে দেব যেটা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এই সাজেশনটি টেস্ট পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা ও ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা ফাইনাল পরীক্ষার জন্যেও আরো গুরুত্বপূর্ণভাবে সাজেশন তৈরি করে আমরা এই ব্লক ওয়েবসাইটে পোস্ট করব।

Madhyamik ফাইনাল পরীক্ষার আগে মাধ্যমিক টেস্ট পরীক্ষাটাও স্টুডেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জরুরি হয়ে থাকে এবং এই পরীক্ষার জন্য স্টুডেন্টদের সাজেশনেরও খুবই দরকার হয়ে পড়ে অনেক সময় অনেক স্টুডেন্টরা সঠিক সাজেশন পায় না তাই তারা মাধ্যমিকের সম্পূর্ণভাবে সঠিক ভালো রেজাল্ট করতে পারেনা তাই তারা ফাইনালেও ডিপ্রেশনের মধ্যে চলে যায়। সেজন্য আমরাই প্রথম মাধ্যমিক স্কুল টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে এসেছি 2023 এর টেস্ট পরীক্ষাটি হতে চলেছে স্কুলে এই সাজেশনটি সমস্ত স্টুডেন্টদেরকে আশা করি খুবই সাহায্য করবে। Madhyamik Bengali suggestions 2023|  madhyamik test suggestion 2023| Madhyamik suggestion| Madhyamik Bengali suggestion 2023| madhyamik school test suggestion 2023.

 Read More: Suggestion 2023 FINAL 

Madhyamik suggestions: আজকে আমরা মূলত যে বিষয়ের উপর সাজেশন দেবো সেটি হল মাধ্যমিক বাংলা সাজেশন্স ২০২৩। আগামী দিনে ২০২৩ সালে মাধ্যমিকের যে স্কুল টেস্ট পরীক্ষা হতে চলেছে তারা বেস্ট সাজেশনস আমরা আমাদের ব্লক ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই করে আমাদের ব্লক ওয়েবসাইটে ভিজিট করে এবং সম্পূর্ণ কোশ্চেনগুলিকে সঠিকভাবে নিজেদের খাতায় লিপিবদ্ধ করে নিন। সম্পূর্ণ ফ্রিতে এবং সবার আগে আমরা প্রথম নিয়ে এসেছি madhyamik Bengali suggestion 2023. Madhyamik Bengali school test suggestion 2023.

Madhyamik suggestion|Madhyamik Bengali school Test suggestion 2023.

 সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট | নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান-৯০


১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭ = ১৭

১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?

(ক) ধ্রুবতারা 

(খ) শুকতারা

(গ) সন্ধ্যাতারা 

(ঘ) রংমশাল।


১.২ “নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল”—

(ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার

(খ) ৫নং ডাউন প্যাসেঞ্জার

(গ) ৭ নং আপ প্যাসেঞ্জার

(ঘ) ৫নং আপ প্যাসেঞ্জার


১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন—

ক) জগদীশবাবু

খ) রামদাস

গ) নিমাইবাবু

ঘ) গিরীশ মহাপাত্র


১.৪. “যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল”—কী ছড়িয়ে রইল ?

ক) পায়ের দাগ

খ) কাঠকয়লা

গ) গোলাপি গাছ

 ঘ) প্রাচীন জলতরঙ্গ


১৫. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?

ক) দয়াময় দেবতার প্রতি 

খ) কবির সংগীতের প্রতি 

গ) নিজের প্রতি 

ঘ) ধরিত্রীর প্রতি


১.৬ কোন্‌টি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?

ক) বাবরের প্রার্থনা

খ) অগ্নিবীণা

গ) রূপসী বাংলা

ঘ) পাতার পোশাক


১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম?

ক) বনফুল

গ) পরশুরাম

খ) শ্রীপান্থ

ঘ) রূপদর্শী


১.৮ “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ”—প্রসঙ্গক্রমে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ

করেছেন ?

ক) অরণ্যে রোদন 

খ) অল্পবিদ্যা ভয়ংকরী

গ) হাতের পাঁচ

ঘ) হ-য-ব-র-ল


১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে।

ক) তুলি

খ) ব্রোঞ্জের শলাকা

গ) হাড়

ঘ) নল-খাগড়া


১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে—

(ক) সমাস

খ) কারক

গ) প্রত্যয়

ঘ) বিভক্তি


১.১১ “কথাটাশুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল”—নিম্নরেখ পদটি—

ক) সম্বোধন পদ

খ) সম্বন্ধপদ 

গ) সম্বন্ধ পদ


১.১২ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে—

ক) তৎপুরুষ সমাস

খ) কর্মধারয় সমাস

গ) দ্বন্দ্ব সমাস

ঘ) অব্যয়ীভাব সমাস


১.১৩ “কৃত্তিবাস রামায়ণ রচনা করেন”—নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ?

ক) কর্মধারয় সমাস

খ) তৎপুরুষ সমাস

গ) বহুব্রীহি সমাস

ঘ) দ্বন্দ্ব সমাস


১.১৪ “আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত।”— বাক্যটি কোন শ্রেণির ?

ক) সরল বাক্য

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) মিশ্র বাক্য


১.১৫ “বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?”— অর্থগত দিক থেকে এটি—

(ক) না-সূচক বাক্য

(খ) সন্দেহবাচক বাক্য

(গ) প্রশ্নবাচক বাক্য

(ঘ) প্রার্থনাসূচক বাক্য


১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়—

ক) কর্তৃবাচ্যে

খ) ভাববাচ্যে

গ) কর্মবাচ্যে

ঘ) কর্ম-কর্তৃবাচ্যে


১.১৭ ‘তাকে টিকিট কিনতে হয়নি’—বাক্যটির কর্তৃবাচ্যের রূপটি হল—

ক) তার টিকিট কেনা হয়নি

খ) তিনি টিকিট কেনেননি

গ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি

ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন।

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো : ১×১৯=১৯

২.১ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও: ১ × 8 = 8

২.১.১. ‘অদল-বদলের গল্প’ গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন? 

২.১.২ “সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা”—‘বহুরূপী’ কাকে বলে? 

Ans: → যারা অনেক রূপ বা মূর্তি ধারণ করে বা নানান বেশে সেজে মানুষকে আনন্দ দান করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের বহুরূপী বলে।

২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল?

Ans: → ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী ছিলেন তলওয়ারকর এবং গিরীশ মহাপাত্র।

২.১.৪ “সূচিপত্রেও নাম রয়েছে”—সূচিপত্রে কী লেখা ছিল?

Ans: → সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম লেখা ছিল শ্রীতপনকুমার মিত্র।

২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?

Ans: → মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।


২.২ যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.২.১ “ছড়ানো রয়েছে কাছে দূরে।”—কী ছড়ানো রয়েছে?

Ans: → শিশুদের শব ছড়ানো রয়েছে।

২.২.২ “ছদ্মবেশী অম্বরাশিসুতা”—কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন?

Ans: → ‘ছদ্মবেশী অম্বরাশিসূতা”—অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন, তাঁর ভাই বীরবাহু যুদ্ধে মৃত এবং পুত্রশোকে কাতর রাজা রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন—এই সংবাদ জানানোর জন্য।

২.২.৩ “সখী সবে আজ্ঞা দিল”—বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?

Ans: → উদ্ধৃতাংশে বক্তা তাঁর সখীদের পদ্মাবতীসহ চার সখীর শুশ্রুষা করার আজ্ঞা দিয়েছিলেন।

২.২.৪ ‘অসুখী একজন’—কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?

Ans: →  ‘অসুখী একজন’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।

২.২.৫ ‘প্রলয় বয়েও আসছে হেসে”—‘প্রলয়’ বহন করেও হাসির কারণ কী?


২.৩ যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :     ১×৩=৩

২.৩.১ “সোনার দোয়াত কলম যে সত্যই হত”—তা লেখক কীভাবে জেনেছিলেন?

২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন?

২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন?

Ans: →  ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্লমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন।

২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?

Ans: → কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন।


২.৪ যে-কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : ১×৮=৮

২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।

Ans: → অনুসর্গ সর্বদা শব্দের পরে স্বাধীনভাবে বসে। অন্যদিকে, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয়সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি।

২.৪.২ “মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা”—নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।

Ans: →  ‘মন্দিরে’—অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।

২.৪.৩ ব্যাসবাক্য-সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।

Ans: → দ্বন্দ্ব সমাসের উদাহরণ: মাতা-পিতা = মাতা ও পিতা।

২.৪.৪ 'মেঘে ঢাকা’ শব্দটির ব্যাসবাক্য-সহ সমাসের নাম উল্লেখ করো।

Ans: → মেঘে ঢাকা = মেঘ দ্বারা ঢাকা (অলুক তৎপুরুষ সমাস)।

২.৪.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও।

Ans: → বিধেয় প্রসারক: ছেলেটি যায় > ছেলেটি রোজ যায় > ছেলেটি রোজ দুধ দিতে যায়।

২.৪.৬ “ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না।”—যৌগিক বাক্যে পরিবর্তন করো।

Ans: → ঠিক ইসাবের মতো জামাটি পেলে তবেই ও স্কুলে যাবে।

২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে?

Ans: → বাক্যের কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়।

২৪.৮ “তারা আর স্বপ্ন দেখতে পারল না”—ভাববাচ্যে পরিবর্তন করো।

Ans: →  তাদের আর স্বপ্ন দেখা হল না।

২.৪.৯ আলোপ সমাস কী?

Ans: → সমাজবদ্ধ পদগঠনের পরেও যেসমস্ত সমাসে পূর্বপদের বিভক্তিচিহ্নে কোনো লোপ ঘটে না, তাকে আলোপ সমাস বলে। যেমন: চোখেমুখে—চোখে ও মুখে।

২.৪.১০ “সে তখন যেতে পারবে না”—হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো। তার তখন না-যাওয়া হবে। )


৩। প্রসঙ্গ নির্দেশ-সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩=৬

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩×১=৩

৩.১.১ “যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায়না।”—‘আহ্লাদ’ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ খুঁজে’ না-পাওয়ার কারণ কী? ১+২

৩.১.২ “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।”—কার কথা বলা হয়েছে? তার ‘পাগলামি’-টি কী? ১+২


৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩×১=৩

৩.২.১ “অতি মনোহর দেশ”—এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও।

৩.২.২ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”—কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর এ কথা বলার কারণ কী?১+২


৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১ = ৫

৪.১ ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও

৪.২ “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।”— হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না-করার

পরিণাম কী? ৩+২


৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১ = ৫

৫.১ “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।” ‘তোমার’ বলতে কার কথা বলা হয়েছে? তার ‘অপমানিত ইতিহাসে’র সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪

৫.২ “অস্ত্রের বিরুদ্ধে গান”—কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।


৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১ = ৫

৬.১ “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”—কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন?

৬.২“পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।”—লেখকের এমন মন্তব্যের কারণ কী?


৭। কমবেশি ১২৫ শব্দে  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪×১ = ৪

৭.১ “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।”—কাদের উদ্দেশে এ কথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন?

৭.২“ওখানে কী দেখচ মূর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো।”—বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায়?


৮। কমবেশি ১৫০ শব্দে  যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ×২ = ১০

৮.১ “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”—বক্তা কাকে, কেন একথা বলেছিলেন? 5+8

৮.২ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।”—কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা? ২+৩

৮.৩ ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণীরূপে লীলাবতীর পরিচয় দাও।


৯।  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : 1×4 = 4

One day a fox was going beside the vineyard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.

Ans: একদিন একটি শেয়াল একটি আঙুরখেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে একটি গাছে পাকা আঙুর ঝুলন্ত অবস্থায় রয়েছে। সে ঝাঁপ দেয় কিন্তু নাগাল পায়না, কারণ সেগুলি তার নাগালের বাইরে ছিল। 


১০। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 1×5 = 5

১০.১ বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ 'কন্যাশ্রী প্রকল্প' বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন করো। 

১০.৩ চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। -- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা।

১১। কমবেশি ৪০০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×১০ = ১০

১১.১ সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। 

১১.২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১১.৩ বিজ্ঞানমনস্কতা ও কুসস্কার। 

১১.৪ একটি গাছ একটি প্রাণ।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.