Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

HS Bengali Suggestion 2023| উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023| HS Bengali MCQ, Short, Descriptive  Type Question and Answer 2023| HS Bengali Suggestion. 

Today Gk All Exams- উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023| HS Bengali MCQ, Short, Descriptive  Type Question and Answer 2023| HS Bengali Suggestion. 

Today Gk All Exams -এ আপনাকে স্বাগতম। এবং আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিট করার জন্য।     

প্রিয় ছাত্র-ছাত্রী আপনারা কি উচ্চমাধ্যমিকের পরীক্ষার সাজেশান খুঝছেন, তাহলে বলি আপনারা সঠিক ওয়েবসাইটে এসেছেন। Today Gk All Exams - ওয়েবসাইটের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য, আমরা সাজেশান তৈরী করেথাকি এবং তা আমরা এই সাইটের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রীতে। আজকের আমাদের সাজেশানের বিষয়টি হলো উচ্চমাধ্যমিক বাংলা সাজেশান ২০২৩ নিয়ে এসেছি। উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।  

HS Bengali Suggestion 2023 [FAINAL Exam] উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩| HS Bengali Suggestion 2023 [FAINAL Exam] উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Bengali Suggestion 2023| উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal HS Bengali  Examination 2023  

HIGHER SECONDARY EXAMINATION - 2023

সাজেশন গুলো উচ্চ মাধ্যমিক  বাংলা পরীক্ষা 2023 (HS Bengali 2023 | HS Bengali Class 12th | Class XII | HS Bengali Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে todaygkallexams.com এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS Bengali Suggestion 2023 | West Bengal HS Bengali Suggestion 2023 | HS Class 12th Bengali Suggestion 2022| HS Bengali Suggestion 2023 FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| দ্বাদশ শ্রেণী বাংলা সাজেশন 2023 (HS Bengali Suggestion 2023 | HS Bengali MCQ , Short , Descriptive  Type Question and Answer 2023 | West Bengal HS Bengali Suggestion 2023 FREE Download) সফল হবে।

উচ্চমাধ্যমিক  সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর| HS Suggestion 2023

HS Bengali Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 

[উচ্চ মাধ্যমিক বাংলা] বিভাগ—ক (Marks: 50)

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

১.১ “মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।”—মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?

১.২ “শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।”—কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল' কেন? ৪+১=৫

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

২.১ “সে কখনও করে না বঞ্চনা”—কে, কখনও বঞ্চনা করে না? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? ৪+১=৫

২.২ “ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।”—কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? ৪+১=৫

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৩.১ “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব নাটক’।”—অভাবের চিত্র ‘বিভাব’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।৫

৩.২ ‘নানা রঙের দিন' নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। ৫

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৪.১ “..সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”—রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন? ৪+১=৫

৪.২ “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।”—গল্পটা কী? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১=৫

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১“... আর এক রকমের প্রথা আছে—নানকার প্রথা।”—নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? ৩+২

৫.২ “গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে—চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।”—সাধু কে? ‘মেঘের গায়ে জেলখানা’ রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। ১+২+২

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে-কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও।

৬.২ মুণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৭.১ বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।৫

৭.২ বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা  করো। ৫

৭.৩ বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ৫

৭.৪ বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন্ ঘটনা, কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? ১+১+৩

৮। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০×১=১০

৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো : বাংলার উৎসব

*লোক উৎসব

*বাঙালির উৎসবের তাৎপর্য

*উৎসবের প্রকৃতি

*ধর্মীয় উৎসব

*সামাজিক উৎসব

*ঋতু উৎসব

*জাতীয় উৎসব

*আধুনিকতম উৎসব 

*উৎসবে মানুষের কর্তব্য

*প্রাচীন বাংলার উৎসব মুহূর্ত

৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :  মানবতন্ত্র 

সেই দুটি জলন্ত চোখ শান্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষির গোলাভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয় আর। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্রহিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে আর মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে দু-পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো :

বিতর্কের বিষয় : ইংরেজি মাধ্যম স্কুলই শিক্ষার্থীর সার্বিক পরিপুষ্টি সাধন করে।

মতের পক্ষে : বর্তমানে ইংরেজি ভাষাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। ইংরেজি ভাষা হল আন্তর্জাতিক স্তরে যোগাযোগের একমাত্র মাধ্যম। কর্মক্ষেত্রে ইংরেজি ছাড়া গতি নেই। ইংরেজি ছাড়া উচ্চশিক্ষাও অসম্পূর্ণ। অবশ্য ভারত বহু ভাষাভাষীর দেশ। কিন্তু তা সত্ত্বেও ইংরেজির গুরুত্ব অনস্বীকার্য। আর সে কারণেই ইংরেজি মাধ্যম স্কুল ভীষণ প্রয়োজন।

৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়

* জন্ম : ১৯ মে, ১৯০৮, সাঁওতাল পরগনার দুমকা শহরে

* পিতা-মাতা : হরিহর বন্দ্যোপাধ্যায় ও নীরদাসুন্দরী দেবী।

* শিক্ষা : ১৯২৬ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস; বাঁকুড়ার ওয়েসলিয়ান কলেজ। ১৯২৮ খ্রিস্টাব্দে আই এস সি পাস। প্রেসিডেন্সি কলেজে অনার্স নিয়ে ভরতি হলেও পাস করতে পারেননি।

* সাহিত্য সম্ভার : প্রায় ৪০টি উপন্যাস; ৩০০টি গল্প ও ১০০টি কবিতা লিখেছেন। ‘পদ্মানদীর মাঝি’ বিশেষ রচনা।

* মৃত্যু : ৩ ডিসেম্বর, ১৯৫৬।

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

[উচ্চ মাধ্যমিক বাংলা] বিভাগ : খ. (Marks : 30)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮

১.১ মৃতুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন— (ক) পরিচ্ছন্ন হয়েছে, (খ) অদৃশ্য হয়েছে, (গ) ছিঁড়ে গেছে, (ঘ) নতুন হয়েছে।

১.২ লোকটার চাহনি কেমন ছিল?— (ক) নরম, (খ) নম্র, (গ) উগ্র, (ঘ) প্রখর।

১.৩ “না খেয়ে মরাটা উচিত নয় ভাই” কথাটি বলেছে— (ক) মৃত্যুঞ্জয়, (খ) টুনুর মা, (গ) নিখিল, (ঘ) মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই।

১.৪ ‘কনকপানি’ চালের ভাত খান—(ক) পিসিমা, (খ) ছোটোবাবু, (গ) মেজোবাবু, (ঘ) বড়োবাবু

১.৫ “ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা-পুলিশ!”—বক্তা কে?— (ক) চৌকিদার, (খ) চাওলা জগা, (গ) নাপিত, (ঘ) দারোগা।

১.৬ “এবার নিশ্চয়ই লোকেরা খুব হাসি পাবে?”—উক্তিটি করেছেন—(ক) শম্ভু, (খ) বৌদি, (গ) শম্ভু ও অমর, (ঘ) অমর।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকের পটভূমিতে কী আছে? – (ক) পেশাদারি থিয়েটার, (খ) সখের থিয়েটার, (গ) যাত্রাপাল, (ঘ) কোনোটিই নয়।

১.৭, ‘বিভাব’ নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কী বেজেছিল? – (ক) বেহালা, (খ) বাঁশি, (গ) হারমোনিয়াম, (ঘ) পিয়ানো।

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল—(ক) ৬৮ বছর, (খ) ৬৯ বছর, (গ) ৭০ বছর, (ঘ) ৭১ বছর।

১.৮ হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়— (ক) অন্ন চাই, গৃহ চাই, (খ) চাল চাই, কাপড় চাই, (গ) গৃহ চাই, টাকা চাই, (ঘ) এর কোনোটিই নয়।

অথবা, “বাঃ বাঃ বুঢ়ঢ়া! আচ্ছাহি কিয়া।” – এই ‘বুঢ়ঢ়া’ হলেন— (ক) কালীনাথ সেন, (খ) রামব্রীজ, (গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়, (ঘ) কোনোটিই নয়।

১.৯ কবি নিজেকে চিনেছেন— (ক) আঘাতে ও বেদনায়, (খ) অন্যকে ভালোবেসে, (গ) মানুষের সান্নিধ্যে, (ঘ) অন্যকে আঘাত করে।

১.১০ সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে”—কারা আগুন জ্বেলেছে?— (ক) গ্রামবাসীরা, (খ) বনবাসীরা, (গ) দেশোয়ালিরা, (ঘ) অতিথিরা।

১.১১ উজ্জ্বল আলোর স্তম্ভকে কবি উপমিত করেছেন— (ক) শীতের দুঃস্বপ্নের সঙ্গে, (খ) জলের স্রোতের সঙ্গে, (গ) অন্ধকারের সঙ্গে, (ঘ) গলিত সোনার সঙ্গে

১.১২ সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে— (ক) কবির কল্পনা, (খ) কবির হৃদয়, (গ) শ্রমিকেরা, (ঘ) কবির দেহ।

১.১৩ “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব” – ফিলিপের কান্নার কারণ— (ক) তাঁর রাজত্ব চলে যায়, (খ) অসুখ ছিল বলে, (গ) যুদ্ধে পরাজিত, (য) আর্মাডা নৌবহরের পতন

অথবা, ‘চারিদিক শুনশান' — কোন্ স্থান? - (ক) হাসান আব্দালের জঙ্গল, (খ) শেখ মহম্মদের জঙ্গল, (গ) শেখ হাসানের জঙ্গল, (ঘ) শেখ আব্দালের জঙ্গল।

১.১৪ ফিরোজা বেগম গাইতেন— (ক) নজরুল গীতি, (খ) রবীন্দ্র সংগীত, (গ) শ্যামা সংগীত, (ঘ) শিশু সংগীত।

১.১৫ সত্যজিৎ রায় পরিচালিত শ্রেষ্ঠ ছবি কোন্‌টি? – (ক) অপরাজিত, (খ) অপুর সংসার, (গ) পথের পাঁচালী, (ঘ) চারুলতা।

১.১৬ দত্ত কেমিক্যাল ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা হলেন— (ক) জগদীশ দত্ত, (খ) রসিকলাল দত্ত, (গ) সত্যেন্দ্রনাথ দত্ত, (ঘ) অক্ষয় কুমার দত্ত।

১.১৭ গঠনগতভাবে বাক্য— (ক) তিন প্রকার, (খ) দুই প্রকার, (গ) চার প্রকার, (ঘ) ছয় প্রকার।

১.১৮ রূপিম কীসের ক্ষুদ্রতম গুচ্ছ? – (ক) শব্দের, (খ) পদের, (গ) ধ্বনির, (ঘ) বাক্যের। 

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

.“বচসা বেড়ে গেল।” বচসার কারণ কী?

উত্তর: হিন্দু গ্রামবাসীরা বৃদ্ধা ভিখারিনিকে মৃত ভেবে নদীর চড়ায় ফেলে আসে। এরপর কয়েকজন মুসলমান তাকে নিয়ে এলে তার সৎকারের অধিকার নিয়ে দু-পক্ষের বচসা শুরু হয়।

২.২ “তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও”—তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে?

উত্তর: তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসরঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষীর বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্তো মনে হয়েছিল।

২.৩ “বহুদিন জঙ্গলে যাইনি”–জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে?

উত্তর: জঙ্গলে না যাওয়ার ফলে কবি নাগরিক আগ্রাসন এবং সবুজের হত্যালীলা দেখেছেন এবং রোগগ্রস্ত হয়ে পড়েছেন।

২.৪ “বিশ্বভারতীই কি পারমিশন দেবে?” কীসের পারমিশন?

উত্তরঃ শ্রীশম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতিটিতে ‘মালতীলতা দোলে’ রবীন্দ্রসংগীতটি ফিলমি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে।

অথবা, “খুব খারাপ হচ্ছে না, কী বলো?” —কী খারাপ হচ্ছে না?

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনূদিত ‘নানা রঙের দিন' নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত তাঁর নিজের অভিনয় সম্পর্কে বলেছেন যে তা খারাপ হচ্ছে না।

২.৫ একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে?

উত্তর: যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষা দিয়েই ব্যাখ্যা করা হয়, তা একভাষিক এবং যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তা দ্বিভাষিক অভিধান।

২.৬ খণ্ডধ্বনির অপর নাম কী?

উত্তর: খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি।

২.৭ “এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ্দ হবে”—কাদের এভাবে শ্রাদ্ধ হবে?

উত্তর: খ্যাতনামা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোটোগল্প থেকে আমরা জানতে পারি যে, মাতলা নদীর বন্যায় মৃত গ্রামবাসীদের সারবন্দিভাবে শ্রাদ্ধ হবে।

২.৮ “কঠিনেরে ভালোবাসিলাম” কঠিনকে ভালোবাসার কারণ কী?

উত্তর: কঠিন কখনও বঞ্চনা করে না বলে ‘রূপনারানের কূলে’ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন।

২.৯ “অলস সূর্য দেয় এঁকে”—অলস সূর্য কী এঁকে দেয়?

উত্তর: সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি লিখেছেন যে, অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়।

২.১০ “এই পড়ে বুকে ভরসা এল—” কী পড়ে বুকে ভরসা এল?

উত্তর: রুশ চিত্রপরিচালক আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটার সম্বন্ধীয় লেখা পড়ে নাট্যকার শম্ভু মিত্রের বুকে ভরসা এল।

অথবা, “সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, ...” –বক্তা কী বুঝেছিলেন?

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা মিথ্যাবাদী এবং গাধা।

২.১১ “যখন সমুদ্র তাকে খেল”—সমুদ্র কী খেয়েছিল?

উত্তর: শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় আছে যে, উপকথায় বর্ণিত আটলান্টিসকে সমুদ্র খেয়েছিল।

অথবা, “... মার সঙ্গে তর্ক শুরু করি।”—কোন্ বিষয় নিয়ে তর্ক?

উত্তর: ‘অলৌকিক’ গল্পে হাত দিয়ে গুরু নানকের পাহাড় থেকে গড়িয়ে-পড়া পাথরের চাঙড় থামানোর গল্পটি লেখক অবিশ্বাস করায় মায়ের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল।

২.১২ মুণ্ডমাল শব্দ কাকে বলে?

উত্তর: একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের প্রথম ধ্বনিগুলি নিয়ে যে শব্দ তৈরি হয়, তা-ই মুণ্ডমাল শব্দ। যেমন—বিবাদী বাগ (বিনয় বাদল দীনেশ বাগ)।

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023| HS Bengali Suggestion 2023

HS Bengali New syllabus 2023.

The West Bengal HS Bengali New syllabus.HS 2023 Bengali question paper will contain 40 Marks Descriptive type questions and 40 Marks MCQ, short answer type questions. The total mark will be 80 for the written exam. Download Last minute HS 2023 Bengali Suggestion for West Bengal Students.


West Bengal Higher Secondary Bengali New Syllabus suggestion.

WB HS 2023 Bengali Question Paper| WB HS 2023 Bengali Question Paper will be prepared on the basis of the new syllabus and marks distribution. There will be alternative questions for each Part of the questions. Practice this HS 2023 Bengali suggestion and score a good percentage on your exam. This is a Scientific suggestion prepared by expert teachers. Total marks for WBCHSE Higher Secondary 2023 Bengali Examination, will be 100, out of which 80 marks for the written exam and 20 marks for the project.


 Tag:   Class 12th Bengali| Class 12th Bengali Question and Answer| Class 12th Bengali Suggestion 2023| HS Bengali| HS Bengali questions Bengali Question and answers| Bengali Question and Answer 2023| HS Bengali Question and Answer PDF| HS Bengali SuggestionHS Bengali Suggestion 2022. HS Bengali Suggestion 2023| WB HS Bengali Question and Answer| WB HS Bengali SuggestionWB HS Bengali Suggestion 2022WBCHSE Class 12th Bengali Suggestion 2023| WBCHSE HS Bengali Suggestion 2023| West Bengal Class 12 Bengali Suggestion 2023West Bengal Class 12th Bengali Suggestion 2023| West Bengal HS Bengali Suggestion 2023| উচ্চ মাধ্যমিক বাংলা| উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন|উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তরউচ্চমাধ্যমিক বাংলা সাজেশন| দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.