Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| HS History Suggestion 2023

উচ্চ মাধ্যমিক ইতিহাস  সাজেশন 2023| HS History Suggestion 2023

HIGHER SECONDARY HISTORY EXAMINATION- 2023

উচ্চ মাধ্যমিক "ইতিহাস" সাজেশন 2023| HS History Suggestion 2023| HS History MCQ, Short, Descriptive  Type Question and Answer 2023| HS History Suggestion. 

Today Gk All Examsউচ্চ মাধ্যমিক "ইতিহাস" সাজেশন 2023| HS History Suggestion 2023| HS History MCQ, Short, Descriptive  Type Question and Answer 2023| HS History Suggestion. 

Today Gk All Exams -এ আপনাকে স্বাগতম। এবং আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিট করার জন্য।     

প্রিয় ছাত্র-ছাত্রী আপনারা কি উচ্চমাধ্যমিকের পরীক্ষার সাজেশান খুঝছেন, তাহলে বলি আপনারা সঠিক ওয়েবসাইটে এসেছেন। Today Gk All Exams - ওয়েবসাইটের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য, আমরা সাজেশান তৈরী করেথাকি এবং তা আমরা এই সাইটের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রীতে। আজকের আমাদের সাজেশানের বিষয়টি হলো উচ্চমাধ্যমিক "ইতিহাস" সাজেশান ২০২৩ নিয়ে এসেছি। উচ্চমাধ্যমিক "ইতিহাস" সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।  

HS History Suggestion 2023 [FAINAL Exam] উচ্চমাধ্যমিক "ইতিহাস" সাজেশন ২০২৩| প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS History Suggestion 2023| উচ্চমাধ্যমিক "ইতিহাস" সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal HS History Examination 2023  

উচ্চমাধ্যমিক  সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর| HS Suggestion 2023

HS History Suggestion 2023| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

[HS History] Part - A (Marks: 40 )

[বিভাগ – ক]

1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যিক) 8x5=40

(i) লোককথার সংজ্ঞা এবং লোককথার সূত্রগুলি অর্থাৎ এপিক ল্য গুলির পরিচয় দাও। 3+5

(ii) উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদের অবসানের কারণগুলি বর্ণনা করো।

(iii) দক্ষিণ ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের কারণ সম্পর্কে আলোচনা করো। এই প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিরা কেন পরাজিত হয়েছিল?3+5

অথবা, অষ্টাদশ শতক পর্যন্ত চিনে বিদেশিদের বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের সমস্যা ছিল? প্রথম দিকে চিনে কীভাবে বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটে?3+2+2

(iv) বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ইতালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনামূলক আলোচনা করো।

[বিভাগ – খ]

(v) 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন প্রণয়নের পটভূমি উল্লেখ করো। এই আইনের শর্তগুলি কী ছিল? 3+5

(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকার মূল্যায়ন করো। আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণগুলি লেখো। 3+5

(vii) নেহরু পঞ্চশীল নীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। বান্দুং সম্মেলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

(viii) হল্যান্ডের ডাচ বা ওলন্দাজদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো।

অথবা, স্বাধীন ভারতে গৃহীত বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপগুলির মূল্যায়ন করো।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| HS History Suggestion 2023

[HS History] Part - B (Marks: 40 )

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1x24

(i) ইংরেজি ‘ফেয়ারি টেল’, জার্মান ‘ম্যশন’, রুশীয় ‘স্কাজঈ’ এবং ফিলীয় ‘সাগেন’ হল – (a) কিংবদন্তির সমার্থক (b) রূপকথার সমার্থক (c) পশুকথার সমার্থক (d) নীতিকথার সমার্থক।  

(ii) ‘কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন – (a) এলফিন স্টোন (b) জন ম্যালকম (c) ডডওয়েল (d) ম্যালেসন।

(iii) “সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায়” এই উক্তিটি করেছেন –  (a) কার্ল কাউৎস্কির (b) চালর্স হজ (c) এইচ জি ওয়েলস্ (d) চালর্স বেয়ার্ড।

(iv) "Neocolonialism – The last stage of capitalism"– গ্রন্থের রচয়িতা হলেন– (a) ঘানার প্রথম রাষ্ট্রপতি নকুমা (b) কানাডার প্রথম রাষ্ট্রপতি নকুমা (c) নাইজিরিয়ার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা (d) মাল্টার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা।

(v) কারা চিনের উপর আইগুন-এর সন্ধি (1858 খ্রি) চাপিয়ে দেয়?  (a) রাশিয়া (b) ফ্রান্স (c) আমেরিকা (d) ব্রিটেন।

(vi) ‘ভারতের ম্যাকিয়াভেলি’ বলা হয় – (a) রঘুনাথ রাওকে (b) নানা ফড়নবীশকে (c) হায়দার আলিকে (d) টিপু সুলতানকে।

(vii) চিরস্থায়ী বন্দোবস্তকে ‘একটি দুঃখজনক ভুল’ বলে অভিহিত করেছেন – (a) মার্শম্যান (b) হোমস (c) টমাস ল (d) রমেশচন্দ্র দত্ত।

(viii) কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ (1924 খ্রি) শুরু হয়? –  (a) শ্রীনারায়ণ গুরু (b) মহাদেব গোবিন্দ রানাডে (c) আত্মারাম পাণ্ডুরঙ্গ (d) জ্যোতিবা ফুলে।

(ix) স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ-১ স্তম্ভ-২

(i) তুহাফৎ-উল-মুয়াহিদ্দিন

(A) কেশবচন্দ্র সেন

(ii) ইন্ডিয়ান মিরর

(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(iii) ইন্ডিয়ান মিরর

(C) রাজা রামমোহন রায়

(iv) সর্বানুভকরী পত্রিকা

(D) ইয়ং বেঙ্গল গোষ্ঠী

বিকল্পসমূহ: (a) (i) C (ii) A (iii) D (iv) - B, 

(b) (i) - A (ii) - B (iii) - C (iv) - D, 

(c) (i) - B (d) (ii) C (iii) D (iv) - A 

(d) (i) - C (ii) - A (iii) - B (iv) - D


(x) ‘সোশ্যালিস্ট’ পত্রিকার সম্পাদক ছিলেন – (a) এস এ ডাঙ্গে (b) পি সি যোশি (c) হেমন্তকুমার সরকার (d) মুজাফ্ফর আহমেদ।

(xi) রাওলাট আইনের প্রতিবাদে গান্ধিজি 1919 খ্রিস্টাব্দের কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাক দেন? -  (a) 6 এপ্রিল (b) 10 এপ্রিল (c) 13 এপ্রিল (d) 19 এপ্রিল।

(xii) লর্ড ডালহৌসি যুদ্ধের দ্বারা কোন্ রাজ্যটি দখল করেন?-(a) তাঞ্জোর (b) পাঞ্জাব (c) অযোধ্যা (d) সম্বলপুর।

(xiii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন  (a) বিজন ভট্টাচার্য (b) মধুশ্রী মুখার্জী (c) চিত্ত প্রসাদ (d) ভবানী ভট্টাচার্য।

(xiv) 1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় – (a) আবুল কালাম আজাদের নেতৃত্বে (b) জওহরলাল নেহরুর নেতৃত্বে (c) সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে (d) ড. রাজেন্দ্রপ্রসাদের নেতৃত্বে।

(xv) মাউন্টব্যাটেন প্রস্তাব মেনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়__1947 খ্রিস্টাব্দে(a) 6 জুলাই (b) 13 জুলাই (c) 18 জুলাই (d) 20 জুলাই।

(xvi) ‘পূর্ব এশিয়ার নতুন বিধান' (New order of East Asia) ঘোষণা করেন – (a) চিনের প্রধানমন্ত্রী (b) ভারতের প্রধানমন্ত্রী (c) জাপানের প্রধানমন্ত্রী (d) ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী।

(xvii) ঠান্ডা লড়াই-এর আনুষ্ঠানিক সূচনা হয় – (a) কেন্নানের বেষ্টনী তত্ত্বের মাধ্যমে (b) ট্রুম্যান নীতির মাধ্যমে (C) চার্চিলের ফালটন বক্তৃতার মাধ্যমে (d) মার্শাল পরিকল্পনার মাধ্যমে।

(xviii) মধ্যপ্রাচ্যের দেশগুলি পেট্রোপণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সংগঠনটি গঠন করে তার নাম হল –(a) কমিশন (b) ওয়ারশ (c) ওপেক (d) আরব লিগ।

(xix) রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল - (a) 1917 (b) 1918 (c) 1919 (d) 1920 ।

(xx) পটডাম সম্মেলন আয়োজিত হয় – (a) জাপানে (b) চিনে (c) জার্মানিতে (d) ইতালিতে।

(xxi) অ্যাঙ্গোলা কাদের উপনিবেশ ছিল?– (a) ব্রিটেনের (b) ফ্রান্সের (c) পোর্তুগালের (d) হল্যান্ডের।

(xxii) সুহার্তো কোন্ দেশের শাসক ছিলেন? - (a) ইতালির (b) আলজেরিয়ার (c) জাপানের (d) ইন্দোনেশিয়ার

(xxiii) শেখ মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 খ্রিস্টাব্দের – (a) 26 মার্চ (b) 30 মার্চ (c) 24 মাৰ্চ (d) 16 মাৰ্চ।

(xxiv) ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।(a) 1971 থ্রি। (b) 1974 থ্রি (c) 1991 থ্রি। (d) 2002 থ্রি।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023| HS History Suggestion 2023

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1x16

(i) নির্জোট আন্দোলন কী?

(ii) ব্রিটিশ বণিক কোম্পানি কীভাবে ভারতে তাদের শাসন কায়েম করে?

অথবা, কোন্ ইউরোপীয় দেশের বণিকরা পণ্ডিচেরিতে তাঁদের প্রধান বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিলেন?

(iii) নানকিং-এর সন্ধির ফল কী হয়েছিল?

অথবা, আফ্রিকায় কোন্ দেশে বর্ণবৈষম্য চরমে পৌঁছেছিল?

(iv) লর্ড ওয়েলসলি কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

অথবা, অবশিল্পায়ন কী?

(v) লাহোরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

(vi) কার উদ্যোগে এবং কী উদ্দেশ্যে ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়?

অথবা, কারা কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন?

(vii) প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট নামে কারা পরিচিত?

(viii) শতদিবসের সংস্কার কী?

(ix) মন্টেগু-চেমস্‌ফোর্ড আইনের দুটি শর্ত লেখো।

অথবা, রাওলাট সত্যাগ্রহ কী?

(x) মিরাট ষড়যন্ত্র মামলা কী?

(xi) কোন্ অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?

অথবা, ওয়াভেল পরিকল্পনা কী?

(xii) ভিয়েতমিন কী?

(xiii) ট্রুম্যান নীতি কী?

অথবা, ন্যাটোর জন্ম হয় কখন?

(xiv) লং মার্চ কী?

(xv) প্রথম কে কবে অব-উপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন?

অথবা, কবে কোন্ চুক্তির দ্বারা আলজিরিয়ার স্বাধীনতা লাভ হয়?

(xvi) সার্ক কী?

উচ্চ মাধ্যমিক "ইতিহাস" সাজেশন 2023| HS History Suggestion 2023

HS History New syllabus 2023. The West Bengal HS History New syllabus.HS 2023 History question paper will contain 40 Marks for Descriptive type questions and 40 Marks for MCQ, short answer type questions. Total marks will be 80 for the written exam. Download Last minute HS 2023 History Suggestion for West Bengal Students.

West Bengal Higher Secondary History  New Syllabus suggestion.

WB HS 2023 History Question Paper| WB HS 2023 History Question Paper will be prepared on the basis of the new syllabus and marks distribution. There will be alternative questions for each Part of the questions. Practice this HS 2023 History suggestion and score a good percentage on your exam. This is a Scientific suggestion prepared by expert teachers. Total marks for WBCHSE Higher Secondary 2023 History Examination, will be 100, out of which 80 marks for the written exam and 20 marks for the project.

 Tag:   Class 12th History | Class 12th History Question and Answer| Class 12th History Suggestion 2023| HS History | HS History questions History Question and answers| History Question and Answer 2023| HS History Question and Answer PDF| HS History Suggestion| HS History Suggestion 2023| HS History Suggestion 2023| WB HS History Question and Answer| WB HS History Suggestion| WB HS History Suggestion 2023| WBCHSE Class 12th History Suggestion 2023| WBCHSE HS History Suggestion 2023| West Bengal Class 12 History Suggestion 2023| West Bengal Class 12th History Suggestion 2023| West Bengal HS History Suggestion 2023| উচ্চ মাধ্যমিক ইতিহাস | উচ্চ মাধ্যমিক "ইতিহাস" সাজেশন| উচ্চমাধ্যমিক "ইতিহাস" প্রশ্ন ও উত্তর উচ্চমাধ্যমিক "ইতিহাস" সাজেশন| দ্বাদশ শ্রেণীর "ইতিহাস" সাজেশন 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.