Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023

HS Education Suggestion 2023| উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান 2023

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান 2023| উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশান। MCQ. সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন ও উত্তর। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান 2023| উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশান। MCQ. সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন ও উত্তর। 

Today Gk All Exams -এ আপনাকে স্বাগতম। এবং আপনাকে অসংখ ধন্যবাদ আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিট করার জন্য।

প্রিয় ছাত্র-ছাত্রী আপনারা কি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাজেশান খুঝছেন, তাহলে বলি আপনারা সঠিক ওয়েবসাইটে এসেছেন। Today Gk All Exams - ওয়েবসাইটের মাধ্যমে আমরা উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য, আমরা সাজেশান তৈরী করেথাকি এবং তা আমরা এই সাইটের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রীতে। আজকের আমাদের সাজেশানের বিষয়টি হলো উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান ২০২৩ নিয়ে এসেছি। উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

HS Education Suggestion 2023| [FAINAL Exam] উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২৩| HS Education Suggestion 2023 [FAINAL Exam] উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Education Suggestion 2023 – উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal HS Education Examination 2023 – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য HS Education Suggestion 2023 | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া HS Education Suggestion 2023 – উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। HS Education 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

উচ্চমাধ্যমিক  সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর| HS Suggestion 2023

HS Education Suggestion 2023|[FAINAL] 

[EDUCATION] PART-A (Marks: 40)

1. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4x1

(a) 'ব্রেইল পদ্ধতি' সম্পর্কে সংক্ষেপে লেখো।

(b) সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো।

2. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4x1

(a) শিক্ষার একটি উদ্দেশ্য হল ‘একত্রে বসবাসের জন্য শিক্ষা’ — কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব।

(b) শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো।

3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8x2

(a) সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2+6

(b) আগ্রহ-এর সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2+6

(c) মধ্যমমান কাকে বলে? নীচের স্কোর বণ্টনের মধ্যমমান নির্ণয় করো : 2+6

স্কোর 5-9 10-14 15-19 20-24 25-29 30-34 35-39 40-44 45-49 50-54
পরিসংখ্যা(f) 2 6 10 5 9 8 4 1 3 2

4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 8x2

(a) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো। 4+4

(b) কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। 2+3+3

(c) সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 2+6

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023

 [EDUCATION] PART-B (Marks: 40)


1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

(i) শিখনের দ্বিতীয় স্তরটি হল –

(a) ধারণ বা সংরক্ষণ

(b) গ্রহণ

(c) পুনরুদ্রেক

(d) প্রত্যাভিজ্ঞা।


(ii) মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল –

(a) তীব্রতা

(b) মেজাজ

(c) দুশ্চিন্তা 

(d) গতিশীলতা ।


(iii) মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন-

(a) থার্স্টোন

(b) স্পিয়ারম্যান

(c) গিলফোর্ড

(d) থর্নডাইক


(iv) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন

(a) প্যাভলভ

(b) স্কিনার

(c) থর্নডাইক

(d) কোহলার


(v) প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়-

(a) R-type অনুবর্তন

(b) S-type অনুবর্তন

(c) U-type অনুবর্তন

(d) অপানুবর্তন।

(vi) রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে, তার ট্যালি (Tally) চিহ্ন হবে –


(vii) 18, 15, 25, 12, 10-এর গড় (Mean) হল –

(a) 25

(b) 16

(c) 18

(b) 10


(viii) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল –

(a) মিন

(b) মিডিয়ান

(c) মোড

(d) পরিসংখ্যা বিভাজন।


(ix) 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোড বা ভূয়িষ্ঠক হল –

(a) 16

(b) 10

(c) 14

(d) 8


(x) ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল -

(a) রাজ্য তালিকাভুক্ত

(b) কেন্দ্রীয় তালিকাভুক্ত

(c) যুগ্ম তালিকাভুক্ত

(d) কোনো তালিকাভুক্ত নয়।


(xi) মুদালিয়র কমিশন’ অপর যে নামে পরিচিত তা হল-

(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 

(b) মাধ্যমিক শিক্ষা কমিশন

(c) কোঠারি কমিশন

(d) জাতীয় শিক্ষানীতি।


(xii) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন-

(a) ড. এস রাধাকৃষ্ণান

(b) ড. জাকির হোসেন

(c) ড. তারাচাঁদ

(d) ড. এন কে সিদ্ধান্ত


(xiii) ভারতের সংবিধানের___ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে –

(a) 28 নং

(b) 18 নং

(c) 16 নং

(d) 15 নং


(xiv) 'Operation Black Board' যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল –

(a) কোঠারি কমিশন

(b) মুদালিয়র কমিশন

(c) স্যাডলার কমিশন

(d) হান্টার কমিশন।


(xv) রামমূর্তি কমিটি গঠিত হয় –

(a) 1989 সালে

(b) 1991 সালে

(c) 1990 সালে।

(d) 1992 সালে।


(xvi) কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল –

(a) UGC

(b) NCERT

(c) NCTE

(d) AICTE


(xvii) ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়

(a) 1964 সালে

(b) 1966 সালে

(c) 1948 সালে

(d) 1952 সালে


(xviii) ‘স্বশাসিত মহাবিদ্যালয়’ (Autonomous College) স্বীকৃতির কথা কোন্ কমিশনে বলা হয়েছে?

(a) জাতীয় শিক্ষানীতি, 1986

(b) জাতীয় শিক্ষানীতি, 1968 

(c) কোঠারি কমিশন

(d) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।


(xix)‘মেন্টাল ম্যাপ’ (Mental Map) ব্যবহার করা হয়__শিক্ষার জন্য।

(a) দৃষ্টিহীনদের

(b) বধিরদের

(c) মূকদের

(d) মানসিক ক্ষতিগ্রস্তদের।


(xx) ব্রেইল পদ্ধতি চালু হয় –

(a) 1820 সালে

(b) 1830 সালে

(c) 1810 সালে

(d) 1829 সালে।


(xxi) সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় -

(a) 2001 সালে

(b) 2002 সালে

(c) 2003 সালে

(d) 2004 সালে


(xxii) ডেলারস কমিশনে (Delors Commisssion) শিক্ষার__স্তম্ভের কথা বলা হয়েছে।

(a) দুটি

(b) তিনটি

(d) পাঁচটি।

(c) চারটি


(xxiii) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল

(a) ROM

(b) RAM

(c) CAL

(d) CAI


(xxiv) ডেলারস কমিশনের প্রতিবেদনটি হল—

(a) Education for all

(b) Learning: The Treasure within

(c) Education and National Development

(d) Learning to be human.


2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 1×16=16

(i) বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো।

Ans: বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হল বুদ্ধি ব্যাক্তিকে নিত্যনতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।  বুদ্ধির ফলে ব্যাক্তি বিমূর্ত চিন্তা করতে সক্ষম হয়। বুদ্ধির সাহায্য ব্যাক্তি বিভিন্ন বিষয়ে সহজেই জটিল, সূক্ষ্ম এবং দার্শনিক ভাবনা ভাবতে পারে। মনোবিজ্ঞানী টারম্যান বুদ্ধির সংজ্ঞায় বলেছেন বুদ্ধি হল বিমূর্ত চিন্তা করার শক্তি।

(ii) ‘পাজল বক্স’ কী?

Ans:  বিজ্ঞানী থর্ন ডাইক তার পরীক্ষায় সমস্যা মূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এক বিশেষ যান্ত্রিক বক্স তৈরি করেন যা পাজোল বক্স নামে পরিচিত।

অথবা, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো।

(iii) অপানুবর্তন কী?

Ans: স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকে ব্যবহার করলে বা দীর্ঘদিন স্বাভাবিক উদ্দীপক ব্যবহার না করলে প্রাণীর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে যদি এরকম অবস্থা সৃষ্টি হয় তখন তাকে বলে অপানুবর্তন।

অথবা, স্কিনার কোন্ দুটি শ্রেণির আচরণের কথা বলেছেন?

(iv) থর্নডাইকের দেওয়া শিখনের যে-কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো।

অথবা, গেস্টাল্ট মতবাদ কী?

(v) কল্পিত গড় কী?

Ans:  দ্রুত নির্ণয় পদ্ধতিতে রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোন রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরে নেওয়া হয়, তখন তাকে বলে কল্পিত গড় বা Assumed Mean। পরিসংখ্যা বিভাজনের যে-কোনাে একটি শ্রেণির মধ্যমানকে ধরে নেওয়া হয় স্থির রাশি হিসেবে, যাকে কল্পিত গড় বলা হয়।

(vi) ভারতের সংবিধান অনুযায়ী তপশীলি জাতি কাদের বলা হয়?

Ans: Scheduled Caste.

অথবা, ITI-এর পুরো নাম লেখো।

Ans: ITI এর Full Form হলো – Industrial Training Institute. বাংলাতে একে বলা হয় – শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট।

(vii) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো?

Ans: প্রাথমিক শিক্ষা স্তরে শিশু ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয় একে বলে শিক্ষা ক্ষেত্রে অপচয়।

(viii) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?

Ans:  ১৯২১ সালে ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে সর্বমানবের ও বিচিত্র বিদ্যাচর্চার কেন্দ্র বিশ্বভারতী প্রতিষ্ঠার পরের বছর (ফেব্রুয়ারি ৬, ১৯২২/ মাঘ ২৩, ১৩২৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ সুরুল গ্রামে পল্লী উন্নয়ন বিভাগের সূচনা করেন। পরবর্তী কালে যার নামকরণ হয় 'শ্রীনিকেতন'।

অথবা, কোন্ কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে?

(ix) মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো।

Ans: মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হবে, এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে ব্যাক্তি সম্পন্ন মানুষ তৈরি করা।

অথবা, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্-প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(x) বৃত্তিমূলক শিক্ষা কী?

Ans: বৃত্তিমূলক শিক্ষা হলো এমন একধরনের শিক্ষাব্যবস্থা, যেটি মানুষকে প্রস্তুত করে কারিগর (টেকনিশিয়ান) হিসাবে অথবা বিভিন্ন কাজ, যেমন ট্রেড বা ক্রাফট এর কাজের জন্য বা কারিগরি শিখায় সাফল্য আনার জন্য।

(xi) শ্রেণিকক্ষের দুটি আচরণগত সমস্যার উল্লেখ করো।

অথবা, অ-প্রথাগত শিক্ষা কী?

Ans: এই শিক্ষাব্যবস্থা প্রথাগত বিদ্যালয়ের বাইরে সংগঠিত একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই শিক্ষাব্যবস্থা নির্দিষ্ট শিখন পরিস্থিতিতে সম্পন্ন হয়। এই শিক্ষাব্যবস্থা নির্দিষ্ট জনগণের (শিশু ও প্রাপ্তবয়স্ক) জন্য স্থির করা হয়।

(xii) বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো?

Ans: বাধ্যতামূলক শিক্ষা শিক্ষার একটি নির্দিষ্ট সময়কালকে বোঝায় যা সকল মানুষের প্রয়োজন এবং সরকারের দ্বারা আরোপিত হয়। দেশের উপর নির্ভর করে, এই শিক্ষা একটি নিবন্ধিত স্কুলে (স্কুল) বা বাড়িতে (হোমশিক্ষা) হতে পারে।

অথবা, বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত?

Ans: বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ব্যাহত বা অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু নামে পরিচিত।

(xiii) বয়স্ক শিক্ষার একটি সমস্যার উল্লেখ করো।

Ans: ১) অর্থ ও আগ্রহের অভাব : বয়স্ক শিক্ষায় সরকারি ও বেসরকারি অর্থের বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য মনোভাব লক্ষিত হয়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহের যথেষ্ট অভাব দেখা যায়।

(xiv) হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে-কোনো একটি পার্থক্য লেখো।

Ans: 1. কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলা হয়। উদাহরণ: মনিটর, হার্ডডিস্ক, প্রসেসর, র‌্যাম, রম ইত্যাদি। 1. কম্পিউটারের ল্যাংগুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলি বা প্রোগ্রামিং কোডসমূকে সফটওয়্যার বলা হয়।

অথবা, ICT-এর পুরো কথাটি লেখো।

Ans: ICT এর পূর্ণ রূপ- Information and Communication Technology.

(xv) CAL বলতে কী বোঝো?

Ans: CAL (Computer Assisted Learning) TOCOCHET, কম্পিউটার সহযােগী শিখনকে।

অথবা, CAI বলতে কী বোঝায়?

Ans:  CAI বলতে বোঝায় কম্পিউটার সহযোগী নির্দেশনাকে। কম্পিউটার শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে বিকল্প উপায়ে তুলে ধরে এবং নির্দেশ দিয়ে থাকে।

(xvi) DTP-এর পুরো কথাটি লেখো।

Ans: DTP মানে Desktop Publishing বা ডেস্কটপ পাবলিশিং। 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।


Tag: উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023 | WB HS শিক্ষা পরামর্শ 2023| ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023|  HS শিক্ষাবিজ্ঞান সাজেশান2023| Hs শিক্ষা প্রশ্ন 2023| উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| HS শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| 12তম শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023

WB HS education suggestions 2023|Class 12 2023 education suggestion| Hs education 2023| Hs education question 2023| Higher secondary board Education suggestion 2023| HS commerce suggestion 2023| Class 12th Education suggestion2023| WB HS education suggestions 2023| উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশান 2023| HS Education Suggestion 2023| Class 12 education suggestion 2023| HS education 2023| HS education question 2023| Higher secondary board Education  suggestion 2023| Hs commerce suggestion 2023| Class 12th Education  suggestion2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.