Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023| HS Political Science Suggestion 2023.

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন 2023| HS Political Science Suggestion 2023.

HS Political Science Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন 2023 

HS Political Science Suggestion 2023 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর। HS FAINAL Exam রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন...  

Today Gk All ExamsHS Political Science Suggestion 2023 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর।HS FAINAL Exam রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন।HS, Political, Science, Suggestion    

প্রিয় ছাত্র-ছাত্রী আপনারা কি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাজেশান খুঝছেন, তাহলে বলি আপনারা সঠিক ওয়েবসাইটে এসেছেন। Today Gk All Exams - ওয়েবসাইটের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য, আমরা সাজেশান তৈরী করেথাকি এবং তা আমরা এই সাইটের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রীতে। আজকের আমাদের সাজেশানের বিষয়টি হলো উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশান ২০২৩ নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।HS, Political, Science, Suggestion  

HS Political Science Suggestion 2023 |[FAINAL Exam] উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন ২০২৩| HS Political Science Suggestion 2023 [FAINAL Exam] উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Political Science Suggestion 2023 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal HS Political Science Examination 2023. HS, Political, Science, Suggestion  

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য HS Political Science Suggestion 2023 | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন ২০২৩ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া HS Political Science Suggestion 2023 – উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। HS Political Science 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

উচ্চ মাধ্যমিক  সাজেশন ২০২৩ প্রশ্ন ও উত্তর| HS Suggestion 2023

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন 2023| HS Political Science Suggestion 2023.

[Political Science] PART-A.

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8x5=40

(i) আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? 4+4

অথবা, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

(ii) উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

(ii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।

অথবা, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।

(iv) ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলি আলোচনা করো।

(v) “ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ সম্ভবও নয়, কাম্যও নয়” – উক্তিটি ব্যাখ্যা করো।

অথবা, বিচারবিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায় তা আলোচনা করো।

WB HS Political Science Suggestion 2023.

[Political Science] PART-B. 


1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1x24=24

(i) ‘একমেরু বিশ্বের’ প্রধান চালিকা শক্তি— (a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) সোভিয়েত ইউনিয়ন  (c) ব্রিটিশ যুক্তরাজ্য  (d) ফ্রান্স

(ii) 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম ব্যবহার করেন—  (a) বার্নাড বারুচ (b) ওয়াল্টার লিপম্যান (c) ই. হবস্বম (d) পিটার।

(iii) 'The end of the cold war' গ্রন্থটির প্রণেতা— (a) ক্যালভোকোরেসি (b) হেনরি কিসিঞ্জার (c) রিচার্ড ক্রোকাট্ (d) ফ্রান্সিস ফুকোয়ামা।

(iv) পররাষ্ট্রনীতির রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করে— (a) প্রধানমন্ত্রীর দপ্তর (b) ক্যাবিনেট (c) পররাষ্ট্র দপ্তর (d) কূটনৈতিক প্রতিনিধিগণ

(v) পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির ‘মস্তক' বলেছেন— (a) নিকলসন (b) মরগেন থাউ (c) অরগানস্কি (d) চাইল্ডস।

(vi) মরগেনথাউ-এর মতে পররাষ্ট্রনীতির আশু লক্ষ্য হল— (a) ক্ষমতা (b) মর্যাদা বৃদ্ধি (c) অর্থনৈতিক সমৃদ্ধি (d) জ্ঞান-বিজ্ঞানের প্রসার।

(vii) সূচনাকালে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা ছিল- (a) 42 (b) 49 (c) 51 (d) 71

(viii) বর্তমানে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা হল— (a) 78টি (b) 98টি (c) 102টি (d) 193টি

(ix) জাতিপুঞ্জের সনদের মোট ধারা আছে- (a) 70টি (b) 101টি (c) 111টি (d) 128টি।

(x) 'বিশ্বের নাগরিক সভা’ বলা হয়— (a) সাধারণ সভাকে (b) নিরাপত্তা পরিষদকে (c) ইউরোপীয় ইউনিয়নকে (d) সার্ক সম্মেলনকে।

(xi) ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল— (a) সুপ্রিমকোর্ট (b) হাইকোর্ট (c) রাজ্যসভা (d) লোক আদালত।

(xii) ভারতের সর্বনিম্ন আদালতের নাম- (a) দায়রা আদালত (b) নগর দেওয়ানি আদালত  (c) মুন্সেফি আদালত (d) ন্যায় পঞ্চায়েত

(xiii) সুপ্রিমকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ— (a) 65 বছর বয়স পর্যন্ত  (b) 5 বছর (c) 10 বছর (d) 12 বছর।

(xiv) হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন— (a) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল (b) সুপ্রিমকোর্টের বিচারপতি (c) রাষ্ট্রপতি (d) প্রধানমন্ত্রী।

(xv) ‘আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন’ প্রণীত হয়— (a) 1986 সালে (b) 1987 সালে (c) 2003 সালে (d) 2005 সালে।

(xvi) পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়— (a) 1981 সালে (b) 1987 সালে (c) 1995 সালে (d) 1999 সালে।

(xvii) ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম— (a) সর্বপল্লি রাধাকৃষ্ণান (b) রাজেন্দ্রপ্রসাদ (c) সচ্চিদানন্দ সিংহ (d) জাকির হোসেন।

(xviii) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ? (a) 350 (b) 352 (c) 356 (d) 360

(xix) অর্থবিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক— (a) 14 দিন (b) 1 মাস (c) 6 মাস (d) 1 বছর।

(xx) লোকসভার অধিবেশন স্থগিত রাখেন- (a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) উপরাষ্ট্রপতি (d) অধ্যক্ষ।

(xxi) পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন— (a) সভাপতি (b) সভাধিপতি (c) প্রধান (d) বিডিও।

(xxii) কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়রের সদস্য সংখ্যা- (a) 9 (b) 12 (c) 15 (d) 18

(xxiii) কলকাতা কর্পোরেশনের মোট বরো সংখ্যা হল- (a) 11 (b) 14 (c) 15 (d) 20

(xxiv) "গণতন্ত্রের ভিত্তি হিসেবে স্থানীয় স্বায়ত্তশাসন প্রয়োজন"- উক্তিটি কার- (a) ল্যাস্কি (b) লর্ড ব্রাইস (c) নেহেরু (d) গান্ধীজি


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1x16=16

(i) ‘দ্বিমেরু বিশ্ব’ বলতে কী বোঝায়?

Ans: ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের আদর্শকে কেন্দ্র করে যে বিশ্বব্যবস্থা তৈরি হয়েছিলো তাকে দ্বিমেরু বিশ্ব বা স্নায়ুযুদ্ধ বা পূর্ব-পশ্চিম যুদ্ধ বা Cold War নামে ডাকা হয়।

অথবা, কত খ্রিস্টাব্দে জোটনিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত ঘটে?

Ans: ১৯৬১ খ্রিস্টাব্দে যুগােশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।

(ii) ঠান্ডা লড়াই কাকে বলে?

অথবা, পৃথিবীর দুটি জোটনিরপেক্ষ দেশের নাম লেখো।

Ans: দুটি জোট-নিরপেক্ষ দেশের নাম হল ইন্দোনেশিয়া ভারত

(iii) ‘মার্শাল পরিকল্পনা’র প্রকৃত উদ্দেশ্য কী ছিল?

Ans: ১. মার্শাল পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা।  ২. মার্শাল পরিকল্পনা গ্রহণের কারণ , উদ্দেশ্য , পরিকল্পনার বাস্তবায়ন এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব - এই সকল বিষয়গুলি সম্পর্কে পর্যাপ্ত ধারণা অর্জন। 

অথবা, বান্দুং সম্মেলনে কটি দেশ যোগদান করেছিল?

Ans: এই সম্মেলনে এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের প্রতিনিধিরা মিলিতভাবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন ।

(iv) ‘পররাষ্ট্র’ কথার অর্থ কী?

(v) কূটনীতি বলতে কী বোঝায়?

Ans: কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কবিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠান গুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত কলা কৌশল অধ্যয়ন করা হয়। সাধারণ অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।

অথবা, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে ছিলেন?

(vi) SAARC-এর পুরো কথাটি কী?

Ans: SAARC - South Asian Association for Regional Cooperation.

(vii) সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস উল্লেখ করো।

Ans: ১৯২০ সালের ১০ই জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটি হল সম্মিলিত জাতিপুঞ্জ।

অথবা, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?

Ans: ত্রিগভে লাই: ত্রিগভে লাই ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব।

(viii) UNESCO-এর পুরো কথাটি কী?

Ans: UNESCO এর পূর্ণরুপ হলো: The United Nations Educational, Scientific and Cultural Organization।

(ix) নিরাপত্তা পরিষদের দুটি কাজের উল্লেখ করো।

(x) বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কী?

Ans: বিশ্বব্যাংক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসের প্রচার করে যাতে দেশগুলিকে সংস্কার বা প্রকল্প বাস্তবায়নে সাহায্য করার জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রদান করে, যেমন স্কুল নির্মাণ, পানি ও বিদ্যুৎ সরবরাহ, রোগের বিরুদ্ধে লড়াই করা এবং পরিবেশ রক্ষা করা।

অথবা, ‘ভিটো’ বলতে কী বোঝায়?

Ans: ভিটো হচ্ছে একপক্ষীয়ভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোন সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা।  বিশ্বের ৫ টি দেশ তথা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভিটো দিতে পারে। জাতিসংঘ এর কোন বিলে অথবা ভিটো এই ৫ টি দেশের কোন একটি দেশ ভিটো দিলে সে বিল অথবা পস্তাব বাতিল হয়ে যায়।

(xi) ভারতের সুপ্রিমকোর্ট কীভাবে গঠিত হয়?

Ans: ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট 1 জন প্রধান বিচারপতিসহ মোট 8 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। তবে 1984 সালে সংসদীয় আইন অনুযায়ী সুপ্রিমকোর্ট 1 জন প্রধান বিচারপতিসহ মোট 26 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। কিন্তু বর্তমানে 1 জন প্রধান বিচারপতিসহ মোট 34 জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়।

অথবা, ভারতের বিচারব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(xii) লোক আদালতের একটি কাজ উল্লেখ করো।

Ans: যে-কোনাে বিবাদ মীমাংসার জন্য লোক আদালতে ন্যায় (Justice), সততা (fairplay), সমদর্শিতা (equality) এবং অন্যান্য আইনগত নীতি অনুসরণ করতে হয়।

(xiii) ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য নির্বাচক সংস্থাটি কাদের নিয়ে গঠিত হয়?

Ans: রাষ্ট্রপতি এক নির্বাচকমণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এই নির্বাচকমণ্ডলী গঠিত হয় ভারতীয় সংসদ (লোকসভা ও রাজ্যসভা) এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নিয়ে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।

অথবা, ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং কী কী?

Ans: ভারতীয় সংবিধান অনুযায়ী বর্তমানে দুটি ক্ষেত্রে রাষ্ট্রপতি 352 নং ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন— (i) সংগঠিত বহিরাক্রমণ বা যুদ্ধ ও (ii) অভ্যন্তরীণ ক্ষেত্রে সংগঠিত সশস্ত্র বিদ্রোহ।

(xiv) “কিচেন ক্যাবিনেট' কী?

Ans: কিচেন ক্যাবিনেট বলতে কি বােঝ ? উত্তর: দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দু-তিনজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তােলেন একে 'কিচেন ক্যাবিনেট' বলে।

অথবা, প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে?

Ans: প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন; তবে প্রধানমন্ত্রীকে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা উপভোগ করতে হবে, যারা প্রতি পাঁচ বছরে সরাসরি নির্বাচিত হন, পাছে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন।

(xv) পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার কাঠামোটি কয় স্তরবিশিষ্ট এবং কী কী?

Ans: গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান , যথা — গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ।

(xvi) পৌরসভার কার্যাবলি কয় প্রকার ও কী কী?

Ans: পৌরসভার ক্ষমতা ও কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করা যায় , যথা— 1. বাধ্যতামূলক , 2. স্বেচ্ছাধীন এবং 3. অর্পিত কার্যাবলী ।


উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2023| HS Political Science Suggestion 2023

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

Tag: উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2023| HS Political Science Suggestion 2023 | WB HS রাষ্ট্রবিজ্ঞান পরামর্শ 2023| ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2023|  HS রাষ্ট্রবিজ্ঞান সাজেশান  2023| Hs রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2023| উচ্চ মাধ্যমিক বোর্ড রাষ্ট্রবিজ্ঞান সাজেশান    2023| HS রাষ্ট্রবিজ্ঞান  সাজেশান  2023| 12তম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2023. HS, Political, Science, Suggestion  

WB HS Political Science suggestions 2023| Class 12  Political Science suggestion 2023| Hs Political Science2023| Hs Political Science question 2023| Higher secondary board Political Science suggestion 2023| Hs Political Science suggestion 2023| Class 12th Political Science suggestion 2023| WB HS  Political Science suggestions 2023| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2023| HS Political Science Suggestion 2023| Class 12 2023 Political Science suggestion| Hs Political Science 2023| Hs Political Science question 2023| Higher secondary Board  Political Science suggestion 2023| Hs Political Science suggestion 2023| Class 12th Political Science suggestion 2023. HS, Political, Science, Suggestion

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.