Type Here to Get Search Results !

প্রেমেন্দ্র মিত্র-র জীবনী | Premendra Mitra Biography in Bengali


প্রেমেন্দ্র মিত্র-র জীবনী | Premendra Mitra Biography in Bengali.

Premendra Mitra Biography in Bengali| প্রেমেন্দ্র মিত্র- র জীবনী

প্রেমেন্দ্র মিত্র জীবনী| Premendra Mitra Biography in Bengali| ১৯০৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কাশীতে প্রেমেন্দ্র মিত্রের জন্ম। পিতার নাম  জ্ঞানেন্দ্রনাথ মিত্র| Biography of Pramendra Mitra| Pramendra Mitra biography|  Pramendra Mitra Biography in Bengali| Pramendra Mitra full story Bengali.

প্রেমেন্দ্র মিত্র জীবনী| প্রেমেন্দ্র মিত্র জীবনী Project| প্রেমেন্দ্র মিত্র ছবি| প্রেমেন্দ্র মিত্র রচনা সমগ্র pdf| প্রেমেন্দ্র মিত্র শিক্ষাজীবন| প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম| প্রেমেন্দ্র মিত্র কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন|

প্রেমেন্দ্রী মিত্রের রচনাশৈল স্বতন্ত্রতা বিশ্লেষণ| ছোটগল্প প্রেমেন্দ্র মিত্রের পালক| প্রেমেন্দ্র মিত্র রচনা সমগ্র pdf| প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য| প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ| প্রেমেন্দ্র মিত্র শিক্ষা জীবন| প্রেমেন্দ্র মিত্র কোন গ্রন্থের সাহিত্যের জন্য একাডেমী পেয়েছিল| প্রেমেন্দ্র মিত্রের অনুবাদক ভূমিকা|

জন্ম ও শৈশব:

১৯০৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কাশীতে প্রেমেন্দ্র মিত্রের জন্ম।

পিতা ও মাতার নাম: পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র, মাতা সুহাসিনী দেবী।
প্রেমেন্দ্রর দাদামশাই: দাদামশাই রাধারমণ ঘােয ইস্ট ইন্ডিয়া রেলের মির্জাপুর ডিভিশনের ভারপ্রাপ্ত ডাক্তার ছিলেন।
কর্মজীবন:  তিনি স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর অসফল ব্যবসায়ী, ওষুধ কোম্পানীর সেলম্যান ইত্যাদি নানা ধাপ পেরিয়ে শেষে সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হন।
চলচ্চিত্র জীবন:  তিনি সত্তরটি চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। এ ছাড়া চলচ্চিত্রের গান লিখেছেন ত্রিশটি। প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ছবিগুলি হল— পথ বেঁধে দিল, রাজলক্ষী (হিন্দি), নতুন খবর, কালােছায়া, কুয়াশা।
উল্লেখযােগ্য রচনা: উপন্যাসের সংখ্যা পঞ্চাশটি, ছােটোগল্প ত্রিশটি, শিশু ও কিশােরদের রচনা ত্রিশটি, ছড়া আটটি, নাটক চারটি, প্রবন্ধ ও স্মৃতিকথা আটটি এবং অনুবাদ গ্রন্থ ছ-টি।
সম্মান ও স্বীকৃতি: সাগর থেকে ফেরা’ কাব্যগ্রন্থের জন্য তিনি আকাদেমি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া, ‘পদ্মশ্রী’ ও ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেছেন তিনি।
জীবনাবসান:  ১৯৮৮ খ্রিস্টাব্দের ৩ মে প্রেমেন্দ্র মিত্রের জীবনাবসান হয়।

Read More:

Premendra Mitra Biography in Bengali| প্রেমেন্দ্র মিত্র র জীবনী


রবীন্দ্র-পরবর্তী যুগের বিশিষ্ট কবি ও ছছাটোগল্পকার প্রেমেন্দ্র মিত্র শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন।

প্রেমেন্দ্র মিত্র-র জন্ম ও শৈশব:


» জন্ম ও শৈশব: ১৯০৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কাশীতে প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়। তাঁর পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র, মাতা সুহাসিনী দেবী। পিতামহ শ্রীনাথ মিত্র ছিলেন শিবনাথ শাস্ত্রীর বন্ধু। প্রেমেন্দ্র মিত্রর বয়স যখন সাত-আট বছর, তখন তাঁর মা মারা যান।

প্রেমেন্দ্র মিত্র-র ছাত্রজীবন:

» ছাত্রজীবন: প্রেমেন্দ্রর দাদামশাই রাধারমণ ঘােয ইস্ট ইন্ডিয়া রেলের মির্জাপুর ডিভিশনের ভারপ্রাপ্ত ডাক্তার ছিলেন। প্রেমেন্দ্র মিত্র সেখানেই বড়াে হতে থাকেন। দাদামশাইয়ের মৃত্যুর পর প্রেমেন্দ্রকে আশ্রয় নিতে হয় নলহাটিতে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। সেখানে একটি মাইনর স্কুলে তাঁর পড়াশােনা শুরু হয়। পড়াশােনায় তিনি ভালাে ছিলেন। এরপরে নলহাটি ছেড়ে তিনি চলে আসেন কলকাতায়। সেখানে তিনি সাউথ সাব-আর্বান স্কুলে অষ্টম শ্রেণিতে ভরতি হন। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভরতি হন। কিছুদিন বাদে কলেজের পড়া ছেড়ে দিয়ে কৃষিবিদ্যা শিক্ষার জন্য তিনি শ্রীনিকেতনে যান। সেখান থেকে আবার তিনি কলকাতায় ফিরে আসেন। এরপর কলকাতা ছেড়ে ঢাকায় গিয়ে তিনি জগন্নাথ কলেজে বিজ্ঞান শাখায় ভরতি হন। কিছুদিন পর ঢাকা থেকে কলকাতায় ফিরে তিনি জীবিকার সন্ধান শুরু করেন।

প্রেমেন্দ্র মিত্র-র কর্মজীবন:

» কর্মজীবন: তিনি স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর অসফল ব্যবসায়ী, ওষুধ কোম্পানীর সেলম্যান ইত্যাদি নানা ধাপ পেরিয়ে শেষে সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হন।

প্রেমেন্দ্র মিত্র-র সাহিত্যকর্ম:

» সাহিত্যকর্ম: ঢাকা থেকে কলকাতায় ফেরার পর ‘প্রবাসী পত্রিকায় তাঁর দুটি গল্প প্রকাশিত হয় (শুধু কেরানী’ ও ‘গােপনচারিণী) এবং এখান থেকেই তাঁর জীবনের মােড় ঘুরে যায়। তিনি চেয়েছিলেন ডাক্তার হতে, কিন্তু হলেন সাহিত্যিক। বিচিত্র প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্র রংমশাল, ‘কালিকলম’, নবশক্তি’, ‘পক্ষীরাজ ইত্যাদি নানা সাময়িকপত্র সম্পাদনা করেছেন। এ ছাড়া নিরুক্ত’, ‘কবিতা’ প্রভৃতি পত্রিকা যুগ্মভাবে সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি। তিনি সমারসেট মম-এর গল্প, লরেন্সের গল্প, বার্নার্ড শর নাটক এবং হুইটম্যানের কবিতা অনুবাদ করেছেন। তাঁর সৃষ্ট একটি অবিস্মরণীয় চরিত্র ‘ঘনাদা’। এ ছাড়া গােয়েন্দা ‘পরাশর’-কে নিয়ে তিনি পনেরােটিরও বেশি গল্প লিখেছেন। তাঁর ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র।

প্রেমেন্দ্র মিত্র-র চলচ্চিত্র জীবন: 


» চলচ্চিত্র জীবন: তিনি সত্তরটি চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। এ ছাড়া চলচ্চিত্রের গান লিখেছেন ত্রিশটি। প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ছবিগুলি হল— পথ বেঁধে দিল, রাজলক্ষী (হিন্দি), নতুন খবর, কালােছায়া, কুয়াশা।

প্রেমেন্দ্র মিত্র-র উল্লেখযােগ্য রচনা: 

»  উল্লেখযােগ্য রচনা: তাঁর উপন্যাসের সংখ্যা পঞ্চাশটি, ছােটোগল্প ত্রিশটি, শিশু ও কিশােরদের রচনা ত্রিশটি, ছড়া আটটি, নাটক চারটি, প্রবন্ধ ও স্মৃতিকথা আটটি এবং অনুবাদ গ্রন্থ ছ-টি।

‘পাক’, ‘মিছিল’, ‘পা বাড়ালে রাস্তা’, ‘প্রতিধ্বনি ফেরে, ‘স্বপ্নতনু’, ‘হৃদয় দিয়ে গড়া’, ‘আগামীকাল’, ‘বিসর্পিল’ প্রভৃতি প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত উপন্যাস। তাঁর গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযােগ্য হল বেনামী বন্দর’ (১৯৩০), ‘পুতুল ও প্রতিমা (১৯৩২), মৃত্তিকা (১৯৩৫), ‘অফুরন্ত’ (১৯৩৬), মহানগর’ (১৯৩৭), “নিশীথ-নগরী’ (১৯৩৮), কুড়িয়ে ছড়িয়ে’ (১৯৪৬),‘’সামনে চড়াই’ (১৯৪৭) এবং সপ্তপদী (১৯৫৫)। তাঁর উল্লেখযােগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘প্রথম’ (১৯৩২), সম্রাট (১৯৪০), ‘ফেরারী ফৌজ’ (১৯৪৮), সাগর থেকে ফেরা (১৯৫৬), কখনাে মেঘ’ (১৯৬০), হরিণ চিতা চিল’ (১৯৬১), ‘অথবা কিন্নর’ (১৯৬৫), নদীর নিকটে’ (১৯৭১) এবং নতুন কবিতা’ (১৯৮১)।

» সম্মান ও স্বীকৃতি: সাগর থেকে ফেরা’ কাব্যগ্রন্থের জন্য তিনি আকাদেমি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া, ‘পদ্মশ্রী’ ও ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেছেন তিনি।

» জীবনাবসান: ১৯৮৮ খ্রিস্টাব্দের ৩ মে প্রেমেন্দ্র মিত্রের জীবনাবসান হয়।

প্রেমেন্দ্র মিত্র-র জীবনী| Premendra Mitra Biography in Bengali.

প্রেমেন্দ্র মিত্র জীবনী| প্রেমেন্দ্র মিত্র জীবনী project| প্রেমেন্দ্র মিত্র ছবি| প্রেমেন্দ্র মিত্র রচনা সমগ্র pdf| প্রেমেন্দ্র মিত্র শিক্ষাজীবন| প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম| প্রেমেন্দ্র মিত্র কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন|

প্রেমেন্দ্রী মিত্রের রচনাশৈল স্বতন্ত্রতা বিশ্লেষণ| ছোটগল্প প্রেমেন্দ্র মিত্রের পালক| প্রেমেন্দ্র মিত্র রচনা সমগ্র pdf| প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য| প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ | প্রেমেন্দ্র মিত্র শিক্ষা জীবন| প্রেমেন্দ্র মিত্র কোন গ্রন্থের সাহিত্যের জন্য একাডেমী পেয়েছিল| প্রেমেন্দ্র মিত্রের অনুবাদক ভূমিকা|

Today Gk All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.