Type Here to Get Search Results !

বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
     বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Questions and Answers| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Mcq Questions- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। বীরভূম জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা, পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে।    

Birbhum Mcq Gk Bengali| Previous Questions and Answers| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali GK| Birbhum District| Birbhum Mcq Gk question in Bengali| Gk in Bangali| Gk Questions.   

আপনারা কি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সম্পর্কে জানার চেষ্টা করছেন, তাহলে বলবো আপনারা সঠিক ওয়েবসাইটে ভিজিট করেছেন। আমরা এখানে বীরভূম জেলা সম্পর্কে সমস্ত তথ্য নিচে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন আমাদের ওয়েবসাইট URL- www.todaygkallexams.com- এবং সাইট নাম হলো - Today Gk All Exams. 

Today Gk All Exams- ওয়েবসাইটে ভিজিট করার জন্য তোমাদের সকলকে অসংখ ধন্যবাদ।এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সম্পর্কে জানার চেষ্টা করবো। বীরভূম জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা,  পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের এই ব্লগ পোস্টি সম্পূর্ণ পড়তে থাকুন, সমস্ত রকম সরকারি-বেসরকারি পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন পরতেপারে বা চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন গুলি জিজ্ঞাসা করতে পারে। আমাদের এ পোস্টি ভালো লাগলে অবশ্য পোস্টটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে।

বীরভূম জেলার পরিচিতি|| Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

*বীরভূম জেলার আয়তন (বর্গকিমি) : ৪,৫৪৫। *জনসংখ্যা : ৩০, ১৫, ৪২২। *পুরুষ : ১৫,৪৬,৬৩৩। *মহিলা : ১৪, ৬৮,৭৮৯। *জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) : ৬৬৩।*শহরবাসী (শতাংশ) : ৮,৫৭। *সাক্ষরতা (শতাংশ) : ৬১.৪৮। *পুরুষ : ৭০.৮৯। *মহিলা : ৫১.৫৫। *মোট কৃষি জমি (হাজার হেক্টর) : ৪৫১.১২। *ব্যাঙ্কের সংখ্যা : ১৭৫টি। *হাসপাতালের সংখ্যা : ৬০৮টি। *সড়কপথ (কিমি) : ১, ১৮৭। *পাকা : ১,১৭৬। *কাঁচা : ১১। *টেলিগ্রাফ অফিসের সংখ্যা : ২টি। *গ্রাম পঞ্চায়েত : ১৬৭। *আসন সংখ্যা : ২,২৫৮। *পঞ্চায়েত সমিতি : ১৯টি। *আসন সংখ্যা : ৪১২টি। *জেলা পরিষদ : ১টি। *আসন সংখ্যা : ৩৫টি।

বীরভূম জেলার ইতিহাস/ঐতিহাসিক পেক্ষাপট: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর বীরভূমের প্রশাসনিক কেন্দ্র ছিল মুর্শিদাবাদে। ১৭৮৭ সাল পর্যন্ত মুর্শিদাবাদই ছিল এই জেলার শাসনকেন্দ্র। ১৭৩৯ সাল পর্যন্ত বিষ্ণুপুর এই জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮২০ সালে বীরভূম জেলার মর্যাদা পায়। ১৮৭৯ সালে বীরভূমের বারওয়ান মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত হয় এবং বীরভূমে যুক্ত হয় মুর্শিদাবাদের রামপুরহাট ও নলহাটি থানা। 

বীরভূম মৌর্য, গুপ্ত, শশাঙ্ক ও হর্ষবর্ধনের সাম্রাজ্যের অংশ ছিল। দশম শতাব্দীতে পালেরা বীরভূম শাসন করে। ১৭৬০ সালে বাংলার নবাব মীরকাশিম ও ইংরেজ একজোট হয়ে আসাদুল্লাকে পরাজিত করে বীরভূমে ইংরেজ শাসন কায়েম করেন। বীরভূম নামটি ‘বীর’ পদবীযুক্ত প্রাচীন হিন্দু রাজ-বংশ থেকে এসেছে বলে অনেকে মনে করেন। মুন্ডারি ভাষার ‘বির’ শব্দ থেকে এসেছে বীরভূম নাম। মুন্ডারি ভাষায় শব্দটির অর্থ ‘জঙ্গল’। বীরভূম বর্ধমান বিভাগের অন্তর্গত একটি জেলা।

বীরভূম জেলার সীমানা:  পূর্বে মুর্শিদাবাদ ও পশ্চিমে ঝাড়খন্ড রাজ্যের সাঁওতাল পরগণা, উত্তরে মালদহ ও দক্ষিণে বর্ধমান জেলা অবস্থিত।

বীরভূম জেলার ভূ-পরিচয়: বীরভূম রাঢ় অঞ্চলের অংশ। বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও মুর্শিদাবাদের রাঢ় অঞ্চলের মতোই এর প্রকৃতি। বীরভূমে দেখা যায় নাইস শিলা, ল্যাটেরাইট মৃত্তিকা এবং গাঙ্গেয় পলি। জেলার দক্ষিণ-পূর্ব অংশ পলিগঠিত সমভূমি। এর পশ্চিমাংশে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল।

বীরভূম জেলার নদনদী: ময়ুরাক্ষীও অজয় নদীর মধ্যবর্তী অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। জেলার পশ্চিমপ্রান্তে আছে শালের জঙ্গল। অর্জুন, মহুল, পলাশ প্রভৃতি গাছের দেখা মেলে এখানে। ময়ূরাক্ষী বা মোর, অজয়, দ্বারকা, ব্রাক্মণী, কোপাই প্রভৃতি নদী জেলার সীমানা ধরে বয়ে গেছে। ময়ূরাক্ষী নদী জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে। নদীগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে। সিউড়ির কাছে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ ও ম্যাসাঞ্জোরে বাঁধ তৈরি করে সেচ ও বিদ্যুৎ তৈরি হচ্ছে।

বীরভূম জেলার কৃষিকাজ: জেলায় ধান, গম, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতির চাষ হয়। ধান জেলার প্রধান ফসল। ৮০ শতাংশ জমিতে ধান চাষ হয়। আমন ধানের চাষ সর্বাধিক।

বীরভূম জেলার শিল্প: জেলায় বড় শিল্প কিছু নেই। গনুটিয়ার রেশম এবং ইসলামবাজারের লাক্ষা শিল্প একসময় খুব প্রসিদ্ধ ছিল। রামপুরহাট থানা এলাকায় এখনও রেশমগুটির চাষ ও রেশম বয়নের কাজ হয়। আহমেদপুরে চিনির কল আছে। বিড়ি তৈরি একটি উল্লেখযোগ্য কুটির শিল্প।

বীরভূম জেলার দর্শনীয়: দর্শনীয় স্থান বীরভূম বৈয়ব, শাক্ত ও শৈব পাঠস্থান হিসেবে প্রাচীনকাল থেকে পরিচিত। বোলপুরের কাছে জলজোলে একান্ন পীঠের অন্যতম কংকালীর মন্দির আছে। এখানে সতীর কোমর (কাঁকাল) পড়েছিল। তারাপীঠ, বক্রেশ্বর, নলহাটি এবং সাঁইথিয়ার নন্দীকেশ্বরীর মন্দিরও একান্নপীঠের অন্যতম। তারাপীঠে সতীর চোখের তারা পড়েছিল। এই মহাপীঠের সাধক ছিলেন বামাক্ষ্যাপা। বোলপুর থেকে ৪০ কিমি দূরে লাভপুর গ্রামে সতীর ঠোঁট পড়েছিল বলে এটি অন্যতম মহাপীঠ। এখানে দেবী ফুল্লরার মন্দির বিখ্যাত। 

মাঘী পূর্ণিমায় এখানে ‘ফুল্লরা’ মেলা বসে। জয়দেবের সমাধি ও তাঁর প্রতিষ্ঠিত রাধামাধব জিউ-র মন্দির এখানকার বড় আকর্ষণ। সিউড়ি মহকুমার ছোট্ট গ্রাম নান্নুর। এখানে গুপ্তযুগের স্বর্ণমুদ্রা, টেরাকোটার কাজ ইত্যাদি প্রায় ১,৫০০ বছরের পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ১৮৬৩ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুর মৌজায় ভূবনডাঙ্গা গ্রামে ‘শান্তিনিকেতন' নামে এক বাড়ি তৈরি করেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় শান্তিনিকেতন। ১৯২১ সালে এখানে গড়ে ওঠে ‘বসুধৈবকুটুম্বকম’-এর (বিশ্ব তোমার আপনজন) আদর্শে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

বীরভূম জেলার বিখ্যাত ব্যক্তিত্ব:

১। জয়দেব (১২০০ খ্রিঃ): জন্মস্থান কেঁদলি। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা ছিলেন। লক্ষ্মণ সেনের রাজসভায় জয়দেব পঞ্চরত্নের একজন ছিলেন।

২। তারাশংকর বন্দ্যোপাধ্যায় (২৩-০৭-১৮৯৮–১৪-০৯-১৯৭১): জন্ম লাভপুরে। বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল—দুইপুরুষ, আরোগ্য নিকেতন, গণদেবতা, জলসাঘর, মন্বন্তর ইত্যাদি। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, রবীন্দ্র পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, সাহিত্য অ্যাকাদেমী পুরস্কার ও জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৩। চণ্ডীদাস (সঠিব জন্মতারিখ পাওয়া যায়নি): জন্ম নানুরে। এই নামে বহু পদকতার মধ্যে দ্বিজ চণ্ডীদাস ও বড়ু চণ্ডীদাস দুজনকে মোটামুটি চিহ্নিত করা যায়। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা ছিলেন।

Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

১। বীরভূম জেলার আয়তন কত?

—৪,৫৪৫ বর্গ কিলোমিটার।

২।বীরভূম জেলার জনসংখ্যা কত?

—৩০,১২,৫৪৬ জন।

৩। বীরভূম জেলায় প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে?

—৬৬৩ জন। 

৪। বীরভূম জেলার মাটি কী প্রকৃতির?

—ল্যাটেরাইট মৃত্তিকা।

৫। বীরভূম জেলার সীমানা উল্লেখ কর।

—পূর্বে মুর্শিদাবাদ ও পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগণা, উত্রে মালদহ, দক্ষিণে বর্ধমান জেলা।

৬। বীরভূম জেলার কয়টি মহকুমা ও কী কী?

—৩টি; সিউড়ি সদর, বোলপুর ও রামপুরহাট।

৭। বীরভূম জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত?

—১৬৭টি।

৮। বীরভূম জেলায় কয়টি থানা ও কয়টি ব্লক অবস্থিত?

—থানা-১৮টি, ব্লক-১৯টি।

৯। বীরভূম জেলায় অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির নাম কী?

—বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

১০। বীরভূম জেলার কয়েকটি কৃষিজ দ্রব্যের নাম লেখ।

—ধান, বাবুই ঘাস, আখ, ছোলা।

১১। বীরভূম জেলার কয়েকটি খনিজ দ্রব্যের নাম লেখ।

—গ্রানাইট, নাইস শিলা, চিনামাটি (মহম্মদ বাজার)।

১২। বীরভূম জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখ।

—মামাভাগ্নে পাহাড় (দুবরাজপুর)।

১৩। বীরভূম জেলার একটি নদী বাঁধের নাম লেখ।

—তিলাইয়া বাঁধ।

১৪। বীরভূম জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লেখ।

—বক্রেশ্বরে উয় প্রস্রবণ ও মহিষমর্দিনীর মন্দির, জয়দেবের জন্মভূমি কেন্দুবিল্ব, চণ্ডীদাসের নানুর গ্রাম, শ্রীনিকেতন, শান্তিনিকেতন ও তারাপীঠ।

Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

প্রতিযােগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

 আরো পড়ুন: পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

বীরভূম জেলার পরিচিতি| Birbhum GK Questions| বীরভূম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Birbhum district| Birbhum Mcq gk question in Bengali pdf| Birbhum district| Birbhum gk question in Bengali 2022|West Bengal gk question in Bengali| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Birbhum district| Birbhum Mcq gk question in the Bengali language| Birbhum district| Birbhum Mcqgk question in Bengali 2023


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.