Type Here to Get Search Results !

মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Questions and Answers| মালদহ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Questions and Answers| মালদহ  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
   মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Questions and Answers 

মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Questions and Answers| মালদহ  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Mcq Questions- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। মালদহ জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা, পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে।    

আপনারা কি পশ্চিমবঙ্গের মালদহ জেলার সম্পর্কে জানার চেষ্টা করছেন, তাহলে বলবো আপনারা সঠিক ওয়েবসাইটে ভিজিট করেছেন। আমরা এখানে মালদহ জেলা সম্পর্কে সমস্ত তথ্য নিচে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন আমাদের ওয়েবসাইট URL- www.todaygkallexams.com- এবং সাইট নাম হলো - Today Gk All Exams. 

 আরো পড়ুন: পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে

Today Gk All Exams- ওয়েবসাইটে ভিজিট করার জন্য তোমাদের সকলকে অসংখ ধন্যবাদ।এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সম্পর্কে জানার চেষ্টা করবো। মালদহ জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা,  পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের এই ব্লগ পোস্টি সম্পূর্ণ পড়তে থাকুন, সমস্ত রকম সরকারি-বেসরকারি পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন পরতেপারে বা চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন গুলি জিজ্ঞাসা করতে পারে। আমাদের এ পোস্টি ভালো লাগলে অবশ্য পোস্টটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে।

মালদহ জেলার পরিচিতি|| Maldah GK Questions and Answers| মালদহ  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

মালদহ জেলার *আয়তন (বর্গকিমি) : ৩,৭৩৩। *জনসংখ্যা : ৩২,৯০,১৬০। *পুরুষ : ১৬,৮৯,৪০৬। *মহিলা : ১৬,০১,০৬২। *জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) : ৮৮১।(শতাংশ) : ৫০.২৮। *পুরুষ : ৫৮.৮০। *মহিলা : ৪১.২৫। *শহরবাসী (শতাংশ) : ৭.৩২।*সাক্ষরতা মোট কৃষিজমি (হাজার হেক্টর) : ৩৭০.৮৬ *ব্যঙ্কের সংখ্যা : ১৫২টি। *হাসপাতালের সংখ্যা : ৫৯০টি। *সড়কপথ (কিমি) : ৭১৪। *পাকা : ৭০৮। *কাঁচা : ৬। *পোস্ট অফিসের সংখ্যা : ৩৩৪টি। *টেলিগ্রাফ অফিসের সংখ্যা : ১টি। *গ্রাম পঞ্চায়েত : ১৪৭ টি। *আসন সংখ্যা : ২,২৩২টি। *পঞ্চায়েত সমিতি : ১৫টি। *আসন সংখ্যা : ৩৮৮টি। *জেলা পরিষদ : ১টি। *আসন সংখ্যা : ৩৩টি।

মালদহ জেলার ঐতিহাসিক পেক্ষাপট: ‘মলদ’ নামে এক প্রাচীন গৌড় ও বরেন্দ্রভূমির অংশ মালদা জেলা। জাতিগোষ্ঠীর নাম থেকেই মালদা, মালদহ ইত্যাদি নামগুলির সৃষ্টি বলে মনে করা হয়। আবার অনেকের মতে ফারসি ‘মাল’ এবং বাংলা ‘দহ’ এই দুই শব্দের মিলনে মালদহ নামের জন্ম। ‘মাল’ শব্দের অর্থ ‘সম্পদ’ আর ‘দহ’ শব্দের অর্থ সাগর— এক সমৃদ্ধ জনপদ বোঝাতেই এই নামের ব্যবহার। মালদা প্রাচীন গৌড়ের অন্তর্ভুক্ত ছিল। ইংরেজ শাসনের শুরুতে মালদা আলাদা জেলা ছিল না। জেলার কিছু অংশ ছিল পূর্ণিমা জেলায়, বাকি অংশ ছিল দিনাজপুর জেলায়। ১৮৫৯ সাল থেকে ১৮৭৬ সাল পর্যন্ত এই জেলা রাজশাহি বিভাগের অংশ ছিল। মালদা জেলা স্লপাইগুড়ি বিভাগের অংশ।

মালদহ জেলার সীমানা: উত্তরে পূর্ণিয়া ও উত্তর, দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণে মুর্শিদাবাদ ও বাংলাদেশ, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে সাঁওতাল পরগণা।

মালদহ জেলার ভূ-পরিচয়: মালদায় বারিন্দ বা বরেন্দ্র, টাল এবং দিয়ারা এই তিন ধরনের ভূ-প্রকৃতি দেখতে পাওয়া যায়। মহানন্দা নদীর পূর্বে গাজোল, হবিবপুর, বামনগোলা নিয়ে বরেন্দ্র অঞ্চল। এখানকার মাটি লাল, জমি উঁচু-নিচু। মহানন্দার পশ্চিম অংশ টাল অঞ্চল। এখানকার মাটির রং কালো। কালিন্দী নদীর দক্ষিণে এবং মহানন্দার পশ্চিমে দিয়ারা অঞ্চল। দিয়ারা মালদার সবচেয়ে জলবহুল অঞ্চল। দিয়ারা আসলে গঙ্গার চর। ইংলিশবাজার, কালিয়াচক, রতুয়া থানার কিছু অংশ নিয়ে দিয়ারা গঠিত।

মালদহ জেলার নদনদী: মালদার প্রধান নদীগুলির মধ্যে গঙ্গা, মহানন্দা, কালিন্দী প্রভৃতি উল্লেখযোগ্য। গঙ্গা মালদায় এসে দুভাগ হয়ে একটি শাখা ভাগীরথী ও হুগলি নাম নিয়ে মুর্শিদাবাদ, কলকাতা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, অন্য শাখাটি বাংলাদেশে (রাজশাহি) পদ্মা নাম নিয়েছে। মহানন্দা নদী দার্জিলিং, জলপাইগুড়ি, বিহার হয়ে মালদায় প্রবেশ করেছে। মহানন্দা মালদার মাঝখান দিয়ে বয়ে গেছে।

মালদহ জেলার যোগাযোগ:  মহানন্দা, পুনর্ভবা ও টাঙন নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাজমহল-মানিকচক ফেরি ব্যবস্থা, খেজুরিয়া ঘাট, ধুলিয়ান ফেরি ব্যবস্থা এখনও চালু আছে। ইংলিশবাজার থেকে ওল্ড মালদা যাতায়াত করা যায় মহানন্দার নদীপথে। কলকাতা থেকে শিলিগুড়িগামী যানবাহন ৩৪নং জাতীয় সড়ক ধরে ফারাক্কা সেতু পার হয়ে মালদা জেলার কালিয়াচক, ইংলিশবাজার এবং গাজোল থানা ছুঁয়ে দিনাজপুর জেলায় (দক্ষিণ) প্রবেশ করে 

মালদহ জেলার ঐতিহাসিক নিদর্শন: মালদায় প্রচুর পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এর অন্যতম গৌড়-পাণ্ডুয়ার প্রাচীন ধ্বংসাবশেষ। এছাড়া বারদুয়ারি মসজিদ, লুকোচুরি দরজা,কদম রসুল, চিকা মসজিদ, তাঁতিপাড়া মসজিদ, রাজপ্রাসাদ ইত্যাদি উল্লেখযোগ্য। পাণ্ডুয়ার ১৩৬৪ সালে সিকন্দর শাহের তৈরি আদিনা মসজিদ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি তৈরি করতে ১০ বছর সময় লেগেছিল। ‘আদিনা’ ফারসি শব্দ, অর্থ শুক্রবার।

Maldah GK Questions| মালদহ  সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

১। মালদহ জেলার আয়তন কত? 

– ৩,৭৩৩ বর্গ কিমি.।

২। মালদহ জেলার জনসংখ্যা কত?

– ৩২,৯০,১৬০ জন।

৩। মালদহ জেলায় প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে?

–৮৮১জন।

৪। মালদহ জেলার সীমানায় কোন্ কোন্ জেলা, রাজ্য ও দেশ অবস্থিত?

—উত্তরে পূর্ণিয়া ও উত্তর, দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণে মুর্শিদাবাদ ও বাংলাদেশ, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে সাঁওতাল পরগণা।

৫। মালদহ জেলায় সাক্ষর লোকের সংখ্যা কত?

—১৩,৪৮,২৩০ জন।

৬। মালদহ জেলায় ক'টি গ্রাম পঞ্চায়েত আছে?

—১৪৭টি।

৭। মালদহ জেলার মহকুমা সংখ্যা ক’টি?

—১টি, মালদা সদর।

৮। মালদহ জেলার পুরসভা সংখ্যা ক’টি?

—২টি, ইংলিশ বাজার ও পুরোনো মালদা।

৯। মালদহ জেলার থানা ও ব্লকের সংখ্যা কয়টি? 

– থানা: ১১টি, ব্লক: ১৫টি।

১০। মালদহ জেলার জেলাসদর কোন্‌টি?

ইংলিশবাজার।

১১। মালদহ জেলা ধান ও গম উৎপাদনে পশ্চিমবঙ্গে কোন্ স্থান অধিকার করে?

—ধান উৎপাদনে দশম ও গম উৎপাদনে তৃতীয় স্থান।

১২। মালদহ জেলার বিখ্যাত ফল কোন্‌টি?

—আম।

১৩। মালদহ জেলার প্রধান শিল্প কি?

—রেশম ও ফল প্রক্রিয়াকরণ শিল্প।

১৪। মালদহ জেলার উপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম লেখ।

–গঙ্গা, মহানন্দা, কালিন্দী, টাঙ্গন, নাগর, ছিরমতী, পাগলা।

১৫। মালদহ জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লেখ।

—শশাঙ্কের রাজধানী গৌড়

Maldah GK Questions| মালদহ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

If are you trying to know about the Maldah district of West Bengal, then you have visited the right website. We have given below all the information about Maldah district. Remember our website URL - www.todaygkallexams.com - and site name - Today Gk All Exams.

মালদহ জেলার পরিচিতি| Maldah GK Questions| মালদহ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Maldah district| Maldah Mcq gk question in Bengali pdf| Maldah district| Maldah gk question in Bengali 2022|West Bengal gk question in Bengali| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Maldah district|Maldah Mcq gk question in the Bengali language| Maldah district| Maldah Mcq gk question in Bengali 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.