Type Here to Get Search Results !

পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
    পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Questions and Answers| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Mcq Questions- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। পুরুলিয়া জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা, পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে।    

Purulia Mcq Gk Bengali| Previous Questions and Answers| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali GK| Purulia District| Purulia Mcq Gk question in Bengali| Gk in Bangali| Gk Questions.   

আপনারা কি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সম্পর্কে জানার চেষ্টা করছেন, তাহলে বলবো আপনারা সঠিক ওয়েবসাইটে ভিজিট করেছেন। আমরা এখানে পুরুলিয়া জেলা সম্পর্কে সমস্ত তথ্য নিচে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন আমাদের ওয়েবসাইট URL- www.todaygkallexams.com- এবং সাইট নাম হলো - Today Gk All Exams. 

Today Gk All Exams- ওয়েবসাইটে ভিজিট করার জন্য তোমাদের সকলকে অসংখ ধন্যবাদ।এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সম্পর্কে জানার চেষ্টা করবো। পুরুলিয়া জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা,  পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের এই ব্লগ পোস্টি সম্পূর্ণ পড়তে থাকুন, সমস্ত রকম সরকারি-বেসরকারি পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন পরতেপারে বা চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন গুলি জিজ্ঞাসা করতে পারে। আমাদের এ পোস্টি ভালো লাগলে অবশ্য পোস্টটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে।

পুরুলিয়া জেলার পরিচিতি|| Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

*পুরুলিয়া জেলার আয়তন (বর্গকিমি) : ৬,২৫৯। *জনসংখ্যা : ২৫,৩৫,২৩৩। *পুরুষ : ১২,৯৮,০৭৮। *মহিলা : ১২, ৩৮,৪৩৮। *জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) : ৪০৫।*শহরবাসী (শতাংশ) : ১০.০৭।*সাক্ষরতা (শতাংশ) : ৫৫.৫৭ ।*পুরুষ : ৭৩.৭১। *মহিলা : ৩৬.৫০। *কৃষি : মোট কৃষিজমি (হাজার হেক্টর) : ৬২৫.৬৫।*ব্যাঙ্কের সংখ্যা : ১১৪টি।*হাসপাতালের সংখ্যা : ৫৭৬। *সড়কপথ : ৮৫৩।*পাকা : ৮৪৯। *কাঁচা : 0। *পোস্ট অফিসের সংখ্যা : ৭৪৩। *টেলিগ্রাফ অফিসের সংখ্যা : ১টি। *গ্রাম পঞ্চায়েত : ১৭০টি। *আসন সংখ্যা : ২,০৬৭টি। *পঞ্চায়েত সমিতি : ২০টি। *আসন সংখ্যা : ৩৮৪টি। *জেলা পরিষদ : ১ট। *আসন সংখ্যা : ৩৪টি।

পুরুলিয়া জেলার ইতিহাস/ঐতিহাসিক প্রেক্ষাপট: পুরুলিয়ার স্থানীয় নাম পুরুল্যে। ১৯৭১ সাল থেকে সার্ভে অব ইন্ডিয়ান মানচিত্রে স্থানীয় মানুষের উচ্চারণের সঙ্গে সঙ্গতি রেখে Purulia বানান বদলে করা হয় Puruliya । অখ্যাত একটি গ্রাম কালের নিয়মে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়ে ১৮৩৮ সালে মানভূম জেলার সদর মহকুমা হয় পুরুলিয়া। বিহারের ছোটনাগপুর ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল মানভূম। 

১৯৫৬ সালে পুরুলিয়া জেলা গঠিত হয় ও পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ১৮০৫ সালে মানভূমসহ ২৩টি পরগণা ও মহল নিয়ে জঙ্গলমহল জেলা গঠিত হয়। কিন্তু বিদ্রোহের আগুন জঙ্গল-মহলকে আবার ভেঙে ফেলা হয়। ১৮৩৩ সালে জন্ম হয় মানভূমের। ১৯৫৬ সালের ১ নভেম্বর বিহার ও পশ্চিমবঙ্গ (হস্তান্তর ও অঞ্চল) আইনে মানভূম জেলার পুরুলিয়া মহকুমা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়।

পুরুলিয়া জেলার সীমানা: উত্তরে ঝাড়খন্ডের ধানবাদ, দক্ষিণে মেদিনীপুর, পূর্বে বাঁকুড়া ও বর্ধমান, পশ্চিমে ঝাড়খন্ডের হাজারিবাগ।

পুরুলিয়া জেলার ভূ-পরিচয়: পুরুলিয়ার পশ্চিমাংশ নিম্নমালভূমি ও পূর্বাংশে পাথুরে সমতলভূমি। সমতলভূমিকে ‘টাঁড়’ ও মালভূমি অঞ্চলকে ‘ডি’ বলা হয়। পুরুলিয়া জেলায় ছোটোনাগপুর মালভূমির বৈশিষ্ট্য ছড়ানো। পুরুলিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অযোধ্যা পাহাড়, এর উচ্চতম শৃঙ্গ গোর্গাবুরু বা গঙ্গাবুরু (২,২২০ ফুট)। কাঁসাই ও সুবর্ণরেখা নদীর মধ্যে এই পাহাড় জলবিভাজিকার কাজ করে। দক্ষিণে দলমা এবং জেলার মাঝামাঝি পশ্চিম ঘেঁষে বাঘ-মুন্ডি পাহাড় রয়েছে।

পুরুলিয়া জেলার নদনদী: এই জেলা থেকে পশ্চিমবঙ্গের তিনটি প্রধান নদীর উৎপত্তি হয়েছে – কংসাবতী বা কাঁসাই, দ্বারকে বা ধলকিশোর এবং শিলাবতী বা শিলাই। নদীগুলি বর্ষার জলে পুষ্ট, তাই গ্রীষ্ম বা শীতকালে শুকিয়ে বিহারের সঙ্গে পুরুলিয়ার সীমানা ধরে রয়েছে দামোদর নদী। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কাঁসাইয়ের উৎপ ঝালদা থানার জাবড় পাহাড়ে।

পুরুলিয়া জেলার অর্থনীতি: এই জেলার মানুষের প্রধান উপজীবিকা কৃষিকাজ। আমন ধান প্রধান কৃষিপণ্য। এছাড়া আগা ডাল, ভুট্টা প্রভৃতির চাষ হয়। পুরুলিয়ার ল্যাটেরাইট মাটি অনুর্বর। নদীগুলিও বর্ষার জলে পুষ্ট। কৃষিতে পুরুলিয়া অন্যান্য অঞ্চলের থেকে পিছিয়ে।

পুরুলিয়া জেলার শিল্প:  শিল্পের দিক থেকেও জেলাটি অগ্রসর নয়। কয়লা খনি সবচেয়ে বড় শিল্প। জেলার উত্তরপূর্বে রানিপুর, হিরাখুন, ডামুরিয়ায় কয়লা খনি আছে। ক্ষুদ্র শিল্পের মধ্যে উল্লেখযোগ্য লাক্ষা শিল্প। রঘুনাথপুরে এই শিল্পের প্রধান কেন্দ্রটি অবস্থিত। ঝালদায় লোহার বিভিন্ন সামগ্রী তৈরী হয়।

পুরুলিয়া জেলার যোগাযোগ: জেলার উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে অহল্যাবাঈ রোড। দক্ষিণ-পূর্ব রেলপথে কলকাতার সঙ্গে যুক্ত এই জেলাটির পুরুলিয়া, জয়পুর এবং বলরামপুর থানার মধ্য দিয়ে গেছে ৩২ নম্বর জাতীয় সড়ক।

পুরুলিয়া জেলার দর্শনীয়: দর্শনীয়স্থান পুরুলিয়া জেলার কয়েকটি দর্শনীয় স্থান হল— পুরুলিয়ার রাজবাড়ী, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, তসর কারখানার জন্য রঘুনাথপুর।

Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

১। পুরুলিয়া জেলার আয়তন কত?

–৬,২৫৯ বর্গ কিমি.।

২। পুরুলিয়া জেলার জনসংখ্যা কত?

 – ২৫,৩৫,২৩৩ জন।

৩। পুরুলিয়া জেলার সীমানা উল্লেখ কর।

—উত্তরে ঝাড়খণ্ডের ধানবাদ, দক্ষিণে মেদিনীপুর, পূর্বে বাঁকুড়া ও বর্ধমান, পশ্চিমে ঝাড়খণ্ডের হাজারিবাগ।

৪। পুরুলিয়া জেলার প্রতি বর্গ কিমিতে লোক বসতির ঘনত্ব কত?

—৪০৫ জন (সবচেয়ে কম)।

৫। পুরুলিয়া জেলায় ক'টি গ্রাম পঞ্চায়েত আছে?

১৭০টি।

৬। পুরুলিয়া জেলার পুরসভা ক'টি ও কী কী?

—তিনটি। পুরুলিয়া, ঝালদা ও রঘুনাথপুর।

৭। পুরুলিয়া জেলায় ক'টি ব্লক ও থানা আছে?

—১৭০টি ব্লক ও থানা ১৫টি।

৮। পুরুলিয়া জেলা ধান ও গম উৎপাদনে কোন্ স্থান অধিকার করে?

—ধান ও গম উৎপাদনে দ্বাদশ স্থান অধিকার করে।

৯। পুরুলিয়া জেলার মাটি কী প্রকৃতির?

—ল্যাটেরাইট মৃত্তিকা।

১০। পুরুলিয়া জেলায় কয়টি কারখানা আছে? 

–৬৯টি।

১১। পুরুলিয়া জেলার ক্ষুদ্র শিল্পের সংখ্যা কয়টি?

—১৪,৯৬৭টি।

১২। পুরুলিয়া জেলার প্রধান খনিজগুলির নাম লেখ?

—গ্রানাইট পাথর, ম্যাগনেটাইট, কয়লা, চিনামাটি, চুচাপাথর ও গালা তৈরির লাক্ষা। 

১৩। পুরুলিয়া জেলার কয়েকটি পাহাড়ের নাম লেখ।

—অযোধ্যা, বাঘমুণ্ডি, ভাণ্ডারী, জয়চণ্ডী, পরশ পাহাড় ও পাঞ্চাৎ।

১৪। পুরুলিয়া জেলার প্রধান শিল্পগুলি কী কী?

—ইস্পাত কারখানা, গালা শিল্প, তসর শিল্প, বিদ্যুৎ শিল্প।

১৫। পুরুলিয়া জেলার প্রধান কয়েকটি নদ-নদীর নাম লেখ।

—নদী: দ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা, কুমারী, দামোদর, কবরু ও হনুমতী।

১৬। পুরুলিয়া জেলার ক’টি বাঁধ আছে? এটি কোন্ নদের উপর অবস্থিত?

—পুরুলিয়া জেলায় পাঞেৎ বাঁধ দামোদর নদের উপর অবস্থিত।

১৭। পুরুলিয়া জেল কী কারণে বিখ্যাত?

—ছৌ নাচের জন্য।

১৮। পুরুলিয়া জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লিখ।

—পুরুলিয়া রাজবাড়ি, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, তসর কারখানার জন্য রঘুনাথপুর।

Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

প্রতিযােগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

 আরো পড়ুন: পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

পুরুলিয়া জেলার পরিচিতি| Purulia GK Questions| পুরুলিয়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Purulia district| Purulia Mcq gk question in Bengali pdf| Purulia district| Murshidabad gk question in Bengali 2022|West Bengal gk question in Bengali| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Purulia district| Purulia Mcq gk question in the Bengali language| Purulia district| Purulia Mcqgk question in Bengali 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.