Type Here to Get Search Results !

মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
      মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।  

মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Questions and Answers| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Mcq Questions- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। মুর্শিদাবাদ জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা, পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে।    

Murshidabad Mcq Gk Bengali| Previous Questions and Answers| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali GK| Murshidabad District| Murshidabad Mcq Gk question in Bengali| Gk in Bangali| Gk Questions.   

আপনারা কি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সম্পর্কে জানার চেষ্টা করছেন, তাহলে বলবো আপনারা সঠিক ওয়েবসাইটে ভিজিট করেছেন। আমরা এখানে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে সমস্ত তথ্য নিচে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন আমাদের ওয়েবসাইট URL- www.todaygkallexams.com- এবং সাইট নাম হলো - Today Gk All Exams. 

Today Gk All Exams- ওয়েবসাইটে ভিজিট করার জন্য তোমাদের সকলকে অসংখ ধন্যবাদ।এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সম্পর্কে জানার চেষ্টা করবো। মুর্শিদাবাদ জেলার  আয়তন, জনসংখ্যা, সাক্ষরতা হার, জনসংখ্যার ঘনত্ব, হাসপাতালের সংখ্যা, গ্রাম পঞ্চায়েত  সংখ্যা,  পঞ্চায়েত সমিতি, আসন সংখ্যা, জেলা পরিষদ, আসন সংখ্যা এই সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের এই ব্লগ পোস্টি সম্পূর্ণ পড়তে থাকুন, সমস্ত রকম সরকারি-বেসরকারি পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন পরতেপারে বা চাকরির ইন্টারভিউতে এই প্রশ্ন গুলি জিজ্ঞাসা করতে পারে। আমাদের এ পোস্টি ভালো লাগলে অবশ্য পোস্টটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে।

মুর্শিদাবাদ জেলার পরিচিতি|| Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।  

মুর্শিদাবাদ জেলার *আয়তন (বর্গ কিমি) : ৫,৩২৪। *জনসংখ্যা : ৫৮,৬৩,৭১৭ জন। *পুরুষ : ৩০,০৫,০০০ জন। *জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) : ১,১০১। *শহরবাসী : ১২.৪৯% ।*সাক্ষরতা : ৫৪.৩৫%। *পুরুষ : ৬০.৭১%। *মহিলা : ৪৭.৬৩%। *গ্রাম পঞ্চায়েত : ২৫৫টি।*আসন সংখ্যা : ৪,০৯৬টি। *পঞ্চায়েত সমিতি : ২৬টি।*আসন সংখ্যা : ৬৯৮টি।*জেলা পরিষদ : ১টি। *আসন সংখ্যা : ৬০টি। *মোট কৃষিজমি (হাজার হেক্টর) : ৫৩২.৫০। *অরণ্যাঞ্চল : ০.১৪%। *আসন সংখ্যা : ৪,০৯৬ টি।

মুর্শিদাবাদ জেলার ইতিহাস/ঐতিহাসিক প্রেক্ষাপট: সপ্তম শতাব্দীতে মুর্শিদাবাদ অঞ্চল ছিল গৌড়ের কেন্দ্রভূমি। শশাঙ্ক সেই সময় গৌড়ের রাজা ছিলেন। তাঁর রাজধানী কর্ণসুবর্ণ ছিল এই জেলার রাঙামাটি অঞ্চলে। মুর্শিদাবাদ বাংলার মুসলমান শাসকদের রাজধানী। ১৭০৪ সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুদাবাদ নামে মুর্শিদাবাদের এক গণ্ডগ্রামে স্থানান্তরিত করেন। মুর্শিদকুলি খাঁর নামানুসারে মুকসুদাবাদের নাম হয় ‘মুর্শিদাবাদ’। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর ইংরেজদের উত্থান ঘটলে মুর্শিদাবাদের গুরত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ইংরেজ, আমলে (১৭৫৭-১৭৭২ সালের মধ্যে) বাংলার সম্পদের বল্গাহীন লুণ্ঠন চলে। 

বাংলার সম্পদের এই লুঠ বিখ্যাত হয়েছিল ‘পলাশির লুণ্ঠন’ নামে। লুণ্ঠনের চরম পরিণতি হিসাবে ১৭৭০-৭১ সালে বা, বাংলা ১১৭৬ সালে বাংলায় দেখা দিয়েছিল বিধ্বংসী দুর্ভিক্ষ, যা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর', 'Plassey Plunder' নামে খ্যাত। জেলা হিসাবে মুর্শিদাবাদের আত্মপ্রকাশ ১৭৮৬ সালের ১৮ এপ্রিল। বীরভূম জেলার নলহাটি ও রামপুরহাট একসময় মুর্শিদাবাদে ছিল, আর মুর্শিদাবাদের বড়ঞা থানা ছিল বীরভূমে। জেলাটি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভূক্ত।

মুর্শিদাবাদ জেলার সীমানা: উত্তরে মালদহ, দক্ষিণে বর্ধমান ও নদিয়া জেলা, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বীরভূম।

মুর্শিদাবাদ জেলার ভূ-প্রকৃতি: ভাগীরথী মুর্শিদাবাদকে পূর্ব ও পশ্চিম— এই দুই ভাগে ভাগ করেছে। পূর্বভাগ বাগড়ি ও পশ্চিমভাগ রাঢ় নামে পরিচিত। কঠিনে কোমলে রাঢ়। অন্যদিকে, বাগড়ি অঞ্চল পলিগঠিত, বন্যা প্লাবিত, নিম্নভূমি, অতি উর্বর।

মুর্শিদাবাদ জেলার নদনদী: জেলার প্রধান নদী গঙ্গা ভাগীরথী ছাড়াও আছে রাঢ় অঞ্চলের নদী বাঁশলাই, ব্রাক্মণী, দ্বারকা ও ময়ূরাক্ষী আর বাগড়ির ভৈরব ও জলঙ্গি। বাগড়ি অঞ্চলের পলিগঠিত উর্বর মাটিতে পাট ও আউস ধান হয়।

মুর্শিদাবাদ জেলার ফসল: রাঢ় অঞ্চলের প্রধান ফসল ধান। এছাড়া গম, আলু, আখ, পাট ইত্যাদির চাষ হয়। গাছপালা | বীরভূম জেলা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার রাঢ় অঞ্চলে লাল মাটিতে একসময় প্রচুর শাল, পিয়াল, মহুয়ার জঙ্গল ছিল। বাগড়ি অঞ্চলের লালগোলা ও ভগবানগোলা থানা এলাকায় প্রচুর আমের বাগান আছে। জায়গায় জায়গায় শিমুল, হিজল দেখা যায়।

মুর্শিদাবাদ জেলার শিল্প: রেশমচাষ মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষিভিত্তিক গ্রামীণ শিল্প। ফারাক্কায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আছে। ক্ষুদ্র শিল্পের মধ্যে মুর্শিদাবাদ রেশম শিল্প ৩০০ বছরের পুরনো। এই শিল্পের তাঁতিয়া খড়গ্রাম, রাণীনগর, বড়ঞা, জঙ্গীপুর প্রভৃতি ব্লকে বসবাস করেন। ঐতিহ্যমন্ডিত বালুচরি শাড়ির জন্য এই জেলার জিয়াগঞ্জ অঞ্চল বিখ্যাত। মুর্শিদাবাদের খাগড়া, বহরমপুর, কান্দি ও জঙ্গিপুর অঞ্চলে পিতল-কাঁসার বাসন তৈরির শিল্প এখনও পুরনো ঐতিহ্যের ধারাবাহিক বজায় রাখতে চেষ্টা করেছে।

মুর্শিদাবাদ জেলার যোগাযোগ ব্যবস্থা: এই জেলার মধ্য দিয়ে গেছে ৩৪নং জাতীয় সড়ক। বহরমপুর, বেলভাঙা, সুতি, সাগরদীঘি  প্রভৃতি অঞ্চলকে যুক্ত করেছে এই জাতীয় সড়ক। রাজ্য সড়কগুলি কুলি-মোরগ্রাম ও মোরগ্রাম - নলহাটির(বীরভূম) মধ্য দিয়ে গেছে।

মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থান: এই জেলায় ১টি উপপীঠ আছে। ভাগীরথীর পশ্চিমতীরে ডাহাপাহাড় কাছে কিরীটকণা গ্রামে কিরীটেশ্বরীর বাস্তু এই উপপীঠ। এখানে সতীর কিরীটের (মাথার মুকুটের) অংশ পড়েছিল। এছাড়া আছে কাটরা মসজিদ, তোপখানা, জগৎ শেঠের বাড়ি, মতিঝিল, রাধামাধবের মন্দির প্রভৃতি দর্শনীয় স্থান। খোসবাগে নবাব সিরাজউদ্দৌল্লা ও তাঁর বেগম লুতফার সমাধি আছে। মালদহ জেলার আদিনা মসজিদ ছাড়া কাটরা মসজিদের মতো এত বড়ো মসজিদ পশ্চিমবঙ্গে আর নেই। এই মসজিদের সিঁড়ির নিচে মুর্শিদকুলি খাঁ সমাহিত আছেন। তোপখানায় রক্ষিত কামানটির (জাহানকোষা অর্থাৎ, জগজ্জয়ী) ওজন প্রায় ৮ টন। এর দৈর্ঘ্য ও বেড় যথাক্রমে ৫.৩৫ ও ১.৩৫ মিটার।

মুর্শিদাবাদ জেলার  বিখ্যাত ব্যাক্তিত্ব:

১। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (২০-০৮-১৮৬৪–০৬-০৬-১৯১৯) : বিশিষ্ট সাহিত্যিক ও বঙ্গভঙ্গ  আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। বিজ্ঞান বিষয়ক অধ্যাপক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল— প্রকৃতি জিজ্ঞাসা ও কর্মকথা।

২। রাখালদাস বন্দ্যোপাধ্যায় (১২-০৪-১৮৮৫–২৩-০৫-১৯৩০) : জন্ম বহরমপুরে। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ছিলেন। তিনি মহেঞ্জোদড়োর আবিষ্কর্তা ছিলেন। কুষাণ ও পাল বংশের রাজাদের অনেক মূল্যবান তথ্য সামগ্রী সংগ্রহ করেছিলেন।

Murshidabad GK Questions| মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 

১। মুর্শিদাবাদ জেলার আয়তন কত?

—মুর্শিদাবাদ জেলার আয়তন ৫,৩২৪ বর্গ কিমি.।

২। মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা কত?

–৫৮,৬৩,৭১৭ জন।

৩। মুর্শিদাবাদ জেলায় প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে?

—১,১০১জন।

৪। মুর্শিদাবাদ জেলার সীমানা উল্লেখ কর।

—উত্তরে মালদহ, দক্ষিণে বর্ধমান ও নদীয়া জেলা, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বীরভূম।

৫। মুর্শিদাবাদ জেলায় ক'টি গ্রাম পঞ্চায়েত আছে?

—২৫৫টি।

৬। মুর্শিদাবাদ জেলায় কয়টি পুরসভা রয়েছে?

—৭টি।

৭। মুর্শিদাবাদ জেলার জেলা সদরের নাম কি? 

—বহরমপুর।

৮। মুর্শিদাবাদ জেলায় কতগুলি থানা আছে?

—২৬টি

৯। মুর্শিদাবাদ জেলায় প্রেসিডেনসি বিভাগের অন্তর্গত ক'টি মহকুমা আছে?

—৪টি।

১০। মুর্শিদাবাদ জেনা ধান ও গম উৎপাদনে পশ্চিমবঙ্গে কোন্ স্থান অধিকার করে?

—ধান উৎপাদনে নবম স্থান ও গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।

১১। মুর্শিদাবাদ জেলার কয়েকটি নদীর নাম উল্লেখ কর।

—ভাগীরথী, ময়ূরাক্ষী, জলঙ্গী, দ্বারকা, শিয়ালমারা, ব্রাক্মণী।

১২। মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প কি?

—রেশম শিল্প, হাতির দাতের শিল্প, খাগড়াই কাঁসার বাসনপত্র ও তাঁতবস্ত্ৰ ৷

১৩। মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিখ্যাত স্থানের নাম লেখ।

—হাজারদুয়ারি, নবাবের সমাধি, গোলাপবাগ ও লালবাগ, মতিঝিল, জগৎশেঠের বাড়ি ও কাশীমবাজারে মহারাজা মণীন্দ্রচন্দ্রের জন্মস্থান।

১৪। মুর্শিদাবাদ জেলার একটি উল্লেখযোগ্য বাঁধের নাম লেখ।

—ফারাক্কা বাঁধ।

১৫। মুর্শিদাবাদ জেলার মোট কারখানার সংখ্যা কত?

—৩০টি।

Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

 আরো পড়ুন: পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

মুর্শিদাবাদ জেলার পরিচিতি| Murshidabad GK Questions| মুর্শিদাবাদ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Murshidabad district| Murshidabad Mcq gk question in Bengali pdf| Murshidabad district| Murshidabad gk question in Bengali 2022|West Bengal gk question in Bengali| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Murshidabad district|Murshidabad Mcq gk question in the Bengali language| Murshidabad district| Murshidabad Mcqgk question in Bengali 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.